৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী বর্ষা। দ্বিতীয় দিন ‘ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন এ অভিনেত্রী ও প্রযোজক। 'নিউ এরা অব আইডেন্টিটি অ্যান্ড ইমপ্যাক্ট ইন গ্লোবাল সিনেমা' শিরোনামের এই আলোচনায় নারীর ক্ষমতায়ন ও সিনেমার বৈশ্বিক প্রভাব নিয়ে মতামত দেন তিনি।
সেমিনারের শুরুতেই বর্ষা নিজের পরিচয় দেন বাংলাদেশি অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে। তিনি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি আমি ব্যবসায় জড়িত, যেখানে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দিই। মানুষ ও সমাজের উন্নয়নে কাজ করতে আমি সব সময় আগ্রহী। একজন স্বেচ্ছাসেবক হিসেবে এ কারণে এই আয়োজনে অংশ নিয়েছি।’
বিশ্ব চলচ্চিত্রের প্রসঙ্গে বর্ষা বলেন, ‘গল্প বলার মধ্য দিয়ে সিনেমা মানুষের চিন্তা ও মননে গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাস্তবধর্মী গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
এবার নিয়ে দ্বিতীয়বারের মতো কান উৎসবে হাজির হলেন বর্ষা। এর আগে ২০২২ সালে ৭৫তম আসরে স্বামী চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে অংশ নিয়েছিলেন তিনি।
সেমিনারটিতে বর্ষার সঙ্গে আরও উপস্থিত ছিলেন পর্তুগিজ অভিনেত্রী ইসাবেল জুয়া, ফরাসি অভিনেত্রী মারিয়ানি বোরগো এবং হলিউড অভিনেত্রী ও নির্মাতা নোরা আরমানি।