সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম


আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ও পুরস্কৃত কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’ অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। দীর্ঘ সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ১১ জুলাই থেকে টানা সাতদিন ছবিটি ঢাকায় সিনেমা হলে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন।

২০১৪ সালে সানড্যান্স ফিল্ম ফান্ড থেকে অনুদানপ্রাপ্ত এই ছবিটি ২০২১ সালে নেদারল্যান্ডসের ইডফা উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর কান, লোকার্নো, ক্যামডেন, নিউইয়র্কের মমি, জুরিখ, সিডনি ও নন্তের থ্রি কন্টিনেন্টস-সহ নানা আন্তর্জাতিক উৎসবে অংশ নেয় এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ, ক্যামডেনের হ্যারেল অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করে।

তবুও দেশের সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। পরিচালক কামার বলছেন, ‘বিগত রেজিমের রাজনৈতিক ভাষ্য সহ্য হয়নি, তাই আটকে দেওয়া হয় অন্যদিন…কে।’

কামার আহমাদ সাইমনের অন্যদিন… ছবির দৃশ্যসম্প্রতি এক বিবৃতিতে পরিচালক কামার বলেন, ‘একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করা। ২৪'র জুলাইয়ের আগে ছবিটি দেখানো নিষিদ্ধ ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো ছবি বানাবো না। কিন্তু এবার জুলাই এসে ওলটপালট করে দিল। তাই এই ছবিটি উৎসর্গ করছি এই জুলাইকে।’

প্রযোজক সারা আফরীন জানান, দেশে নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক অঙ্গনে ‘অন্যদিন…’ প্রশংসিত হয়েছে ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’ বলে। 

উল্লেখ্য, ‘অন্যদিন…’ ছবিটি কামার আহমাদ সাইমনের ‘জলত্রয়ী’র দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘শুনতে কি পাও!’ ছবি দিয়ে তিনি প্যারিস, মুম্বাইসহ নানা আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন এবং পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

হলিউড এনসাইক্লোপেডিয়ায় (বিশ্বকোষ) নতুন মাত্রা যোগ করেছে অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান এবং বিখ্যাত প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের মার্কেটিং কৌশল।   আগামী বছরের ১৭ জুলাই মুক্তি...
মাত্র চার বছর বয়সে বাবা-মায়ের হাত ধরে ফ্রান্সে পাড়ি জমিয়েছিল এক ঢাকাই ছেলে। জায়গা হয় প্যারিস শহরের এক গাদাগাদি ঘরে। কখনো মেঝেতে ঘুম, কখনো ফুল বিক্রি—জীবনটা শুরু হয়েছিল কষ্ট দিয়েই। সময়টা ছিল ১৯৯৪...
প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ প্রকাশের ৯০ বছর পূর্তিতে পর্দায় দেখা যাবে কুসুম, শশী ও কুমুদের। একই শিরোনামে সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের...
রাশিয়ার মস্কোতে শুরু হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজ’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’। ৪ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে...
নোয়াখালীতে বৃহস্পতিবার সকাল থেকে আবারও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বাড়ার সাথে সাথে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হচ্ছে।  জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম...
দেশে বেকারত্বের হার এখনো আশানুরূপ কমেনি, মন্তব্য করে এ সমস্যার সমাধানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.