কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নে এবারও জায়গা করে নিয়েছে ভারত। আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা নিরাজ গাইওয়ান পরিচালিত চলচ্চিত্র ‘হোমবাউন্ড’।
এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার ও বিশাল জেতোয়া। এবারই প্রথম কানের মঞ্চে প্রিমিয়ার হতে চলেছে তাঁদের অভিনীত সিনেমা।
গত বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রিঁ জিতেছিল ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এবার হোমবাউন্ড’র মনোনয়নপ্রাপ্তি বেশ আলোচনা তৈরি করেছে। এটি প্রযোজনা করেছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর।
আগামী ১৩ মে শুরু হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৪ মে। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে থাকছে আমেলি বোনাঁর প্রথম সিনেমা ‘লিভ ওয়ান ডে’। এবারই প্রথমবার কোনো অভিষিক্ত নির্মাতার সিনেমা দিয়ে শুরু হচ্ছে মর্যাদাপূর্ণ এই উৎসব।
এ বছর মূল প্রতিযোগিতা বিভাগে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন জুলিয়েট বিনোশ। সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন বর্ষীয়ান হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো।
৭৮তম কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে যেসব সিনেমা—
আলফা, জুলিয়া দুকোর্নো (ফ্রান্স, বেলজিয়াম)
দোসিয়ে ১৩৭, ডমিনিক মোল (ফ্রান্স)
ঈগলস অব দ্য রিপাবলিক, তারিক সালেহ (সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক ও ফিনল্যান্ড)
ফুয়োরি, মারিও মার্তোনে (ইতালি, ফ্রান্স)
এডিংটন, আরি অ্যাস্টার (যুক্তরাষ্ট্র)
নুভেল ভাগ, রিচার্ড লিঙ্কলেটার (ফ্রান্স)
দ্য ফিন্যান্সিয়াল স্কিম, ওয়েস অ্যান্ডারসন (যুক্তরাষ্ট্র, জার্মানি)
দ্য হিস্টোরি অব সাউন্ড, অলিভার হারমানাস (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র)
ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জাফর পানাহি (ইরান, ফ্রান্স)
দ্য লিটল সিসটার, হাফসিয়া হারজি (ফ্রান্স, জার্মানি)
দ্য মাস্টারমাইন্ড, কেলি রেইচার্ড (যুক্তরাষ্ট্র ও জার্মানি)
রেনোয়ার, হায়াকাওয়া চিয়ে (জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া)
রোমেরিয়া, কার্লরা সিমোন (স্পেন ও জার্মানি)
দ্য সিক্রেট এজেন্ট, ক্লেবার মেন্ডোনসা ফিলো (ব্রাজিল, ফ্রান্স)
সেনটিমেন্টাল ভ্যালু, জোয়াকিম ট্রিয়ের (নরওয়ে, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য)
সিরাত, অলিভার লাক্সে (স্পেন ও ফ্রান্স)
সাউন্ড অব ফলিং, মাসচা শিলিনস্কি (জার্মানি)
টু প্রসিকিউটরস, সের্গেই লোজনিৎসা (লাটভিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, রোমানিয়া ও লিথুনিয়া)
দ্য ইয়ং মাদার্স হোম, দারদেন ব্রাদার্স (বেলজিয়াম)
কান প্রিমিয়ার
আমরুম, পরিচালক: ফাতিহ আকিন
স্প্লিটসভিল, পরিচালক: মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো
লা ওলা, পরিচালক: সেবাস্তিয়ান লেলিও
কনেমারা, পরিচালক: আলেক্স লুটজ
অরওয়েল: ২+২=৫, পরিচালক: রাউল পেক
দাস ফেরশভিন্ডেন দেস যোজেফ মেনগেলে, পরিচালক: কিরিল সেরেব্রেনিকভ
বিশেষ প্রদর্শনী
স্টোরিজ অব সারেন্ডার, পরিচালক: বোনো
টেল হার দ্যাট আই লাভ হার, পরিচালক: রোমেন বোহরিঞ্জার
আ ম্যাগনিফিসেন্ট লাইফ, পরিচালক: সিলভাঁ শোমে
সূত্র: দ্য হলিউড রিপোর্টার