চলতি বছর নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। রাজনৈতিক দৃশ্যপটে আলোচনায় আসার আগে তিনি একজন র্যাপার অথবা সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। এবার মেয়র পদে প্রার্থী হওয়ার পর সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর সেই পুরনো গানগুলো। অন্যদিকে, ভিন্নমাত্রার প্রচারণার ক্ষেত্রেও নজর কেড়েছেন তিনি, যেখানে বলিউডের প্রভাব ছিল স্পষ্ট।
রাজনৈতিক উত্থানের আগে ‘ইয়ং কার্ডামম’ এবং তারপর ‘মিস্টার কার্ডামম’ নামে র্যাপ করতেন এই তারকা রাজনীতিবিদ। সম্প্রতি তাঁর পুরনো ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে কৌতূহলী ভোটাররা সেসব গানে মজেছেন। এর মধ্যে ‘নানি’ ও ‘#ওয়ান স্পাইস’ গান দুটি ইউটিউবে সবচেয়ে বেশি শোনা হচ্ছে।
২০১৯ সালে দ্য নিউইয়র্ক টাইমসে অভিনেত্রী-লেখিকা মধুর জাফরিকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০০০ সালের শেষদিকে ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে পড়াকালীন ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন জোহরান মামদানি। শুরুটা সৌখিন শিল্পী হিসেবে হলেও ২০১০ সালের মাঝামাঝি সময়ে তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু আব্দুল বার হুসেনের সঙ্গে একটি সংগীত জুটি গড়ে তোলেন।
২০১৬ সালে এই জুটি ‘সিদ্দা মুকিয়ালো’ নামে ৬টি গানে সাজানো একটি অ্যালবাম প্রকাশ করেন। যেখানে তাঁরা উগান্ডার শিকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছয়টি ভিন্ন ভাষায় র্যাপ করেন।
মি. কার্ডামম তাঁর গানের কথায় রাজনৈতিক মহলে আলোচিত বিষয়গুলো তুলে ধরতে কখনও দ্বিধা করেননি এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ‘আসকারি’ নামের একটি গানে নিরাপত্তারক্ষীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি, যে কিনা শ্বেতাঙ্গ একজনকে দ্রুত গেট খুলে দেন।
মামদানির সংগীত জীবনের খবর প্রকাশ্যে আসার দুই সপ্তাহ আগের তুলনায় সম্প্রতি (২৩ মে-৫ জুন) এই জুটির ক্যাটালগ মার্কিন যুক্তরাষ্ট্রে ২,৩০০ শতাংশ এবং বিশ্বব্যাপী ১,৫৪৩ শতাংশ বেড়ে গেছে।
অন্যদিকে, মেয়র প্রার্থী মামদানি প্রচারণার ক্ষেত্রেও ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। সেখানে বলিউড শৈলী যোগ করেছে নতুন মাত্রা। নেটিজেনরা তাঁর প্রচারণার এই শক্তিশালী কার্যকারিতার প্রশংসা করছেন। বিশেষ করে একটি প্রচারণার ভিডিও রীতিমতো ভাইরাল, যা দক্ষিণ এশীয় সংস্কৃতি ও বিনোদন জগতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
ভাইরাল হওয়া সেই প্রচারণার ভিডিওতে বলিউডের অমিতাভ বচ্চনের ‘দিওয়ার (১৯৭৫)’ সিনেমার একটি দৃশ্যকে পুনঃসৃজন করেছেন এই রাজনীতিবিদ। যেখানে বিগ বি’র সংলাপ ছিল— ‘আজ আমার বাড়ি-গাড়ি আছে, সম্পত্তি আছে, একটা বাংলো আছে, ব্যাংক-ব্যালেন্স আছে। তোমার কী আছে?’ সেই ভিডিওতে সুপারস্টার শাহরুখ খানেরও ছোট্ট একটি সংলাপও ব্যবহৃত হয়েছে—‘আমার আছে তুমি’।
বাস্তবজীবনে অভিনেতা না হলেও অন্য একটি প্রচারণামূলক ছবিতে মামদানিকে দেখা গেছে কিং খানের সিগনেচার পোজেও।
প্রসঙ্গত, নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। তাঁর মা মিরা নায়ার একজন খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। ২০১৬ সালে মায়ের পরিচালিত ‘কুইন অব কাটওয়ে’ চলচ্চিত্রে ‘#ওয়ান স্পাইস’ গানটি গেয়েছেন মামদানি।
সূত্র: বিলবোর্ড