ভারতেও তুমুল জনপ্রিয়তা নগরবাউল জেমসের। বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক ব্যান্ড তারকাই গুরু হিসেবে সম্মান করেন জেমসকে। সেই তালিকায় আছে ফসিলসও। এবার সেই পশ্চিমবঙ্গের শহর কলকাতায় মঞ্চে উঠছেন জেমস ও ফসিলসের রূপম ইসলাম।
আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে কনসার্টটি। এর শিরোনাম—‘পুজোওয়ালাদের গান–পুজো’।এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে।
দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী। আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’।
জানা গেছে, বিকেল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত। এর মাধ্যমে জেমস চার বছর পর কলকাতার মঞ্চে উঠছেন।
এদিকে সম্প্রতি একটি কনসার্টে রূপম ইসলামের মারমুখী আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল নেটিজেনরা। এরপরই কনসার্ট আর না করার ইঙ্গিত দিয়েছিলেন শিল্পী। তবে ভক্তদের জন্য সুখরব, ব্যান্ডটি আবারও মঞ্চে ফিরছে।