গান, অভিনয়, উপস্থাপনা—সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা রেখে চলেছেন পপসংগীতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ। সম্প্রতি ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেও দেখা যাচ্ছে তাঁকে। এবার দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন নতুন একটি নির্মাণ নিয়ে—এবারও চমক!
নতুন যাত্রায় ফেরদৌস ওয়াহিদ নির্মাণ করতে যাচ্ছেন একটি গোয়েন্দা ধারাবাহিক, নাম ‘সিক্রেট ফাইল—আমরা গোয়েন্দা’। শুধু পরিচালনা নয়, এই সিরিজে তিনি অভিনয় করবেন মূল চরিত্রে। তাঁর সঙ্গে থাকবেন কিছু নতুন মুখও, যাঁদের এ সিরিজে প্রথমবার দেখা যাবে।
বর্তমানে চলছে সিরিজটির চিত্রনাট্য লেখার কাজ। বর্ষা শেষে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘গোয়েন্দা গল্পের প্রতি আমার দুর্বলতা বহুদিনের। অনেক আগেই ইচ্ছে ছিল এমন কিছু বানানোর। এবার সময়-সুযোগ হয়েছে, তাই করতে যাচ্ছি।’
‘সিক্রেট ফাইল’-এর প্রথম সিজনে থাকবে ৩৫টি পর্ব। ইতিমধ্যে লোকেশন খোঁজা শুরু হয়েছে।
ফেরদৌস ওয়াহিদের ভাষায়, ‘ভিন্ন ধাঁচের কিছু করার চেষ্টা করছি। দর্শক এই সিরিজে একেবারে অন্যরকম একটা আয়োজন দেখবেন বলে বিশ্বাস।’
এদিকে, ধারাবাহিকের পাশাপাশি ফেরদৌস ওয়াহিদ কাজ করছেন একটি সিনেমার পরিকল্পনায়ও। ‘সন্ধ্যা মায়া’ নামের ওই চলচ্চিত্রে তিনি থাকবেন পরিচালক এবং অভিনেতা—দুই ভূমিকাতেই।