সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

‘আমলনামা’ নিয়ে কাউন্সিলর একরামুলের স্ত্রীর ক্ষোভ, যা বললেন রায়হান রাফী

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড—এমন নানা ঘটনা বেশ আলোচনায় ছিল। তার মধ্যে ২০১৮ সালে কথিত বন্দুকযুদ্ধে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনাটি দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল। বিশেষ করে তিনি নিহত হওয়ার আগমুহূর্তে মেয়ের সঙ্গে আলাপনের একটি অডিও টেপ প্রকাশ্যে আসার পরই ওই মাদকবিরোধী অভিযান নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছিল। মানুষজনের মনে সারাক্ষণ প্রতিধ্বনিত হচ্ছিল একটি বাক্য—‘আব্বু, তুমি কানতেছ যে...?’

বৃহস্পতিবার (১৩ মার্চ) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এই আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘আমলনামা’ নামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী। তবে সিনেমাটি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বন্দুকযুদ্ধে নিহত একরামুলের স্ত্রী আয়েশা বেগমের দাবি, আমলনামা দেখে একশ্রেণীর দর্শক বছর ছয়েক আগের সেই ঘটনার সঙ্গে গুলিয়ে ফেলছেন। তারা তাঁর পরিবারকে দোষারোপ করছেন!

একরামুলের স্ত্রী আয়েশা বেগমের অভিযোগ
রোববার (১৬ মার্চ) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকের একটি পোস্টে সেসব অবতারণা করেছেন একরামুলের স্ত্রী আয়েশা বেগম। তিনি বলেন, ‘(পরিচালক) রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোনো সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মনমতো করে কাল্পনিকভাবে এই মুভি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে।’

আয়েশা বেগমের পোস্টের স্ক্রিনশট

‘আমলনামা নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে’—মুক্তির আগে এমনটাই মন্তব্য করেছিলেন সিনেমাটির সংশ্লিষ্টরা। নির্মাতা রায়হান রাফী বলেছিলেন, ‘আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। আমরা ঘটনার ইনার ফিলিংটা (অন্তর্নিহিত মনোভাব) ধরার চেষ্টা করেছি। এমন ঘটনা অনেক হয়েছে, দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন।’

এদিকে, অনেকে আমলনামা সিনেমাটির গল্পের সঙ্গে সত্যিকার ঘটনা মিলিয়ে নিহত একরামুলের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন আয়েশা বেগম। ফলে নির্মাতা রাফীকে বিষয়টি নিয়ে আরও স্পষ্টভাবে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।  
 
ফেসবুক পোস্টে আয়েশা বেগম বলেন, ‘‘আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন। রায়হান রাফী যদি বলে যে এই মুভি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি রায়হান রাফীকে বলব ‌‘এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোনো মিল নেই’ এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’’

এদিকে, আয়েশা বেগমের পোস্টে আলোচনায় এসেছে দৈনিক প্রথম আলোর একটি ফটোকার্ড, যেটির শিরোনাম ছিল—‌‘‘অনেকে বলছেন, কথিত বন্দুকযুদ্ধে টেকনাফের পৌর কাউন্সিলয় একরামুল হক নিহত হওয়ার ঘটনা নিয়েই ‘আমলনামা’।’’

এ বিষয়ে আয়েশা বেগমের ভাষ্য, ‘‘প্রথম আলো এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনোরকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন না। সে আজ মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি প্রথম আলোকে অনুরোধ করছি যে, অতিশীঘ্রই এই ঘটনাটি ‘একরামুল হকের ঘটনার সাথে কোনো মিল নেই’—এই কথাটি সবার সামনে বলার জন্য।’’

রায়হান রাফী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যা বলছেন রায়হান রাফী
আয়েশা বেগমের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্য মুখ খুলেছেন নির্মাতা রায়হান রাফীও। রোববার (১৬ মার্চ) সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ‘‘‘আমলনামা’ কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি। ‘আমলনামা’ অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা।’’

প্রসঙ্গত, সিনেমাটির চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।

তুমুল জনপ্রিয় ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়েল সিতারে জামিন পার। এতে আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি সুজা। এছাড়া এ সিনেমায় দশজন বিশেষ চাহিদা সম্পন্ন অভিনেতা-অভিনেত্রীও অভিনয় করেছেন।...
সম্প্রতি রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে অতিথি হিসেবে বিভিন্ন গণমাধ্যমের বিনোদন সাংবাদিকরা আমন্ত্রিত ছিলেন। তবে প্রদর্শনীতে...
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নির্মাতা আসিফ আকবর ২০২৩ সালে তৈরি করেছিলেন ‘এমআর-নাইন’। এই সিনেমায় হলিউডের খ্যাতনামা তারকারা অভিনয় করেন। সে তালিকায় ছিলেন ফ্র্যাঙ্ক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো...
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ এখন দেশীয় দর্শকের আলোচনায়। মুক্তির পর থেকেই হলগুলোতে বেশ রমরমা ব্যবসা করছে সিনেমাটি। ঈদে অল্প সংখ্যাক হলে মুক্তি পেলেও দর্শকদের চাহিদায় এরইমধ্যে বেড়েছে হল...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ সোমবার শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন।
সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা। তাঁর জীবনে বিশাল একটি ক্ষেত্র ছিল। তিনি সকলকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিনি সংগ্রাম, কাব্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারী...
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ও সিলেট–৬ আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী আ ম অহিদ আহমদের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। রোববার...
গত বিশ বছর ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে জর্জ ডব্লিউ বুশ নামটা জড়ানো ছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন যেন এই যুদ্ধের সঙ্গে তাঁর নামও জড়ায়। ট্রাম্পের হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.