গ্রিসের রাজকুমারী মারিয়া অলিম্পিয়া যেন ফিরে গেলেন ৯০-এর দশকের নিউইয়র্ক শহরে। জনপ্রিয় একটি টেলিভিশন সিরিজের প্রধান চরিত্র ক্যারি ব্র্যাডশ যেই ‘নেকেড ড্রেস’ পরে ছিলেন, সেই বিখ্যাত পোশাকেই দেখা গেল অলিম্পিয়াকে।
এই পোশাকটি তৈরি করেছিলেন নামকরা ডিজাইনার ডোনা কারান, ১৯৯৯ সালের সামার ফ্যাশন শোতে। এটি ছিল হালকা গোলাপি রঙের এক ধরনের পাতলা, শরীরঘেঁষা পোশাক। উপরের অংশটা ছিল স্ট্র্যাপলেস এবং নিচের অংশে ছিল এক পাশে লম্বা স্লিট। সঙ্গে পরেছিলেন গোলাপি হিল জুতা, যার সামনের অংশে ছিল ছোট গোলাপ ফুলের মতো সাজ।
অলিম্পিয়া ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আই কুড্ন্ট হেল্প বাট ওয়ান্ডার…’ ক্যারি ব্র্যাডশ’র বিখ্যাত সংলাপ। এক ঝলকে মনে হচ্ছিল, যেন ক্যারিই ফিরেছেন রাজকুমারীর রূপে।
কে এই অলিম্পিয়া?
অলিম্পিয়া হলেন গ্রিসের রাজপুত্র পাভলোস এবং তাঁর স্ত্রী মেরি চ্যান্টালের একমাত্র মেয়ে। তিনি একজন ফ্যাশন মডেল হিসেবেও কাজ করছেন। রাজকীয়তার পাশাপাশি তাঁর ফ্যাশনও বেশ প্রশংসিত।
ক্যারি ব্র্যাডশ, এক ফ্যাশন আইকন
ক্যারি ব্র্যাডশ চরিত্রটি বহু বছর ধরে ফ্যাশনপ্রেমীদের অনুপ্রেরণা দিয়ে আসছে। তাঁর পোশাক নির্বাচন ছিল সাহসী, বৈচিত্র্যময় এবং ট্রেন্ডের বাইরে। এখনো অনেক তারকা তাঁর পুরনো পোশাকগুলো নতুনভাবে পরিধান করে শ্রদ্ধা জানাচ্ছেন।
সম্প্রতি আরেক তারকা জেনা ওর্তেগা পরেছিলেন ক্যারির আরেকটি জনপ্রিয় পোশাক। ভিনটেজ ক্রিশ্চিয়ান ডিওরের একটি কালেকশন। যেটা প্রথম দেখা গিয়েছিল ২০০০ সালের প্যারিস ফ্যাশন উইকে।
ফ্যাশন ফিরে ফিরে আসে
অলিম্পিয়ার এই সাজ দেখিয়ে দিল, ফ্যাশন কখনো পুরনো হয় না। সময় বদলালেও ডিজাইন আর স্টাইল বারবার ফিরে আসে। নতুনভাবে, নতুন কোনো মানুষকে কেন্দ্র করে।