ঈদ মানেই নতুন পোশাক, সাজসজ্জা আর উৎসবের প্রস্তুতি। বিশেষ করে ঈদ উল আযহা এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় কোরবানির ব্যস্ততা। আর সেই সঙ্গে চলে নতুন জামাকাপড় কেনার ধুম। উৎসবের এই রঙিন মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ হাজির হয়েছে। এবারের ঈদ উপলক্ষে ব্যতিক্রমী ডিজাইনের এক বিশেষ সংগ্রহ নিয়ে।
প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশের পোশাকের ডিজাইনে রয়েছে থিমভিত্তিক চমক। এবারের থিমে জায়গা পেয়েছে বাংলার ঐতিহ্যবাহী আল্পনার নকশা আর ইতিহাসখ্যাত আল হামরা মসজিদের স্থাপত্যশৈলী। এই দুই ধারার মেলবন্ধনে ঈদের পোশাকে এসেছে শুদ্ধতা, সৌন্দর্য ও স্টাইলের সমন্বয়। পোশাকের প্রতিটি ছাঁটে থাকছে নান্দনিকতার ছাপ, রঙের ব্যবহারেও থাকছে শান্ত, নরম রঙের আধিপত্য।
রঙ বাংলাদেশ সবসময় কাপড়ের গুণগত মান, আরামদায়ক ফিটিং আর ট্রেন্ডি লুকের প্রতি মনোযোগী। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ঈদকালীন গরমের কথা মাথায় রেখে ব্যবহৃত হয়েছে হালকা, আরামদায়ক কাপড়। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে নেভিব্লু ও আকাশী, যা উৎসবের রঙে যোগ করছে পরিমিত সৌন্দর্য।
পোশাকের ধরনেও রয়েছে বৈচিত্র্য। এবারের ঈদ সংগ্রহে থাকছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, ফ্রক, স্ট্রেচ ড্রেস, টি-শার্ট, শার্টসহ নানা আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে একই ডিজাইনের পারিবারিক পোশাক, যা ছোট থেকে বড় সবার জন্য উপযোগী। একই রঙ ও নকশার পোশাকে সাজতে পারবে পুরো পরিবার। যার ফলে ঈদের পারিবারিক ফটোসেশনের মুহূর্ত হয়ে উঠবে আরও দারুণ।
ক্রেতাদের বাড়তি আনন্দ দিতে রঙ বাংলাদেশ দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফার থাকছে দেশীদশ ছাড়া সব আউটলেটে। ঢাকার ভেতরে ও বাইরের ২০টি আউটলেটে পাওয়া যাচ্ছে ঈদ কালেকশন।