সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

পুরোনো পোশাকেই রাজকীয় ভঙ্গিতে ফিরলেন কেট

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম

এক বছর পর আবারও গার্টার ডে’তে ফিরে এলেন প্রিন্সেস অফ ওয়েলস, কেট মিডলটন। উইন্ডসরের ঐতিহ্যবাহী সেন্ট জর্জ চ্যাপেলে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে হাজির হয়ে তিনি যেন জানান দিলেন, অসুস্থতা কাটিয়ে আগের মতোই তিনি আছেন রাজকীয় মেজাজে।

পুরোনো পোশাকেও নতুন উজ্জ্বলতা

গার্টার ডে উপলক্ষে কেট পরেছিলেন সেল্ফ-পোর্ট্রেট ব্র্যান্ডের একটি ক্রিম রঙা মিডি ড্রেস। যার ওপরের অংশে ছিল ব্লেজার শৈলী আর নিচে স্নিগ্ধ চিফন স্কার্ট। এই একই পোশাক কিছুদিন আগেই আরেকটি অনুষ্ঠানে পরেছিলেন তিনি। তবে এবার সেই পোশাকেই তিনি এনেছেন নতুন মাত্রা। মিলিয়েছেন স্মার্ট হ্যাট আর মুক্তার গয়না।

টেকসই ফ্যাশনের পক্ষে বরাবরই সোচ্চার কেট। নতুন পোশাক না কিনেও কীভাবে পুরোনো সাজকে আধুনিকভাবে উপস্থাপন করা যায়, তা তিনি বারবার প্রমাণ করছেন।

মুক্তোর গয়নায় ঐতিহ্যের ছোঁয়া

ড্রেসের সঙ্গে পরেছিলেন সিন ব্যারেটের নকশা করা একটি সসার-স্টাইল হ্যাট এবং ভিন্টেজ মুক্তার কানের দুল। এই দুলটিও তিনি আগেই এক অনুষ্ঠানে পরেছিলেন। পুরোনো গয়না নতুনভাবে ব্যবহার করে কেট যেন জানিয়ে দিলেন, রাজকীয় স্টাইল মানে শুধু চকচকে নতুন কিছু নয়।বরং তাতে থাকে ব্যক্তিত্ব ও পরিমিতিবোধের ছাপ।

ব্রিটেনের রাজকীয় ঐতিহ্যের উৎসব

প্রায় ৭০০ বছরের পুরোনো অর্ডার অব দ্য গার্টার ব্রিটেনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন নাইটহুডের সম্মান। প্রতিবছর এর আয়োজন হয় রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে। এবারও উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস অ্যান এবং ডিউক অব এডিনবরো। কেট এই অনুষ্ঠানে প্রতিবারই অংশ নেন স্বামীর সঙ্গে, এবং প্রতিবারই তাঁর রাজকীয় ফ্যাশন নজর কাড়ে সবার।

চলতি বছর কেটের ফেরা ছিল শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়। বরং এক আত্মবিশ্বাসী, শক্তিশালী প্রত্যাবর্তন। রাজকীয় আয়োজনে তাঁর স্নিগ্ধ উপস্থিতি প্রমাণ করল, প্রিন্সেস অফ ওয়েলস নিজের জায়গায় আবারও দৃঢ়ভাবে ফিরেছেন।

টিকটকে ভাইরাল, ফ্যাশন শোয়ে নজরকাড়া আর অনলাইনে লঞ্চের সঙ্গে সঙ্গে বিক্রি শেষ, ২০২৫ সালের সবচেয়ে আলোচিত ব্যাগ এখন কোচের ‘লার্জ কিসলক ফ্রেম ব্যাগ’। ২০২৫ সালের বসন্ত ফ্যাশন শোতেই যাত্রা শুরু। এরপর...
ছিমছাম পোশাকে খাপ খাইয়ে নিখুঁত জুতা পরার দিন বুঝি ফুরিয়েছে। এখন ফ্যাশনে চলছে ‘ভুল’ জুতা পরার প্রবণতা। অন্তত ইনস্টাগ্রাম আর টিকটক সেটাই বলছে। আর এই নতুন স্টাইলেন নাম, রং শু থিওরি। এই থিওরি অনুযায়ী,...
মেকআপের জগতে স্মোকি আই লুকের বেশ কদর রয়েছে। এই মেকআপ চোখে এনে দেয় গ্ল্যামার আর রহস্যময়তার ছোঁয়া। কিন্তু ভুল হলেই হয়ে যায় এলোমেলো। আর চোখ দেখায় ক্লান্ত। এমনকি র‍্যাকুন চোখের মত অবস্থা তৈরি হতে পারে।...
ছোটবেলায় স্কুল ড্রেস বা পিকনিকে বিছানো চেক কাপড় মনে আছে? ঠিক সেই চেনা চেক প্রিন্ট আবার ফিরে এসেছে ফ্যাশনের দুনিয়ায়। নাম তার ‘জিনঘ্যাম’। তবে এবার আর আগের মতো নয়, ২০২৫ সালে জিনঘ্যাম এসেছে নতুন কাটে,...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
চীন ও কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে, তারা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.