এক বছর পর আবারও গার্টার ডে’তে ফিরে এলেন প্রিন্সেস অফ ওয়েলস, কেট মিডলটন। উইন্ডসরের ঐতিহ্যবাহী সেন্ট জর্জ চ্যাপেলে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে হাজির হয়ে তিনি যেন জানান দিলেন, অসুস্থতা কাটিয়ে আগের মতোই তিনি আছেন রাজকীয় মেজাজে।
পুরোনো পোশাকেও নতুন উজ্জ্বলতা
গার্টার ডে উপলক্ষে কেট পরেছিলেন সেল্ফ-পোর্ট্রেট ব্র্যান্ডের একটি ক্রিম রঙা মিডি ড্রেস। যার ওপরের অংশে ছিল ব্লেজার শৈলী আর নিচে স্নিগ্ধ চিফন স্কার্ট। এই একই পোশাক কিছুদিন আগেই আরেকটি অনুষ্ঠানে পরেছিলেন তিনি। তবে এবার সেই পোশাকেই তিনি এনেছেন নতুন মাত্রা। মিলিয়েছেন স্মার্ট হ্যাট আর মুক্তার গয়না।
টেকসই ফ্যাশনের পক্ষে বরাবরই সোচ্চার কেট। নতুন পোশাক না কিনেও কীভাবে পুরোনো সাজকে আধুনিকভাবে উপস্থাপন করা যায়, তা তিনি বারবার প্রমাণ করছেন।
মুক্তোর গয়নায় ঐতিহ্যের ছোঁয়া
ড্রেসের সঙ্গে পরেছিলেন সিন ব্যারেটের নকশা করা একটি সসার-স্টাইল হ্যাট এবং ভিন্টেজ মুক্তার কানের দুল। এই দুলটিও তিনি আগেই এক অনুষ্ঠানে পরেছিলেন। পুরোনো গয়না নতুনভাবে ব্যবহার করে কেট যেন জানিয়ে দিলেন, রাজকীয় স্টাইল মানে শুধু চকচকে নতুন কিছু নয়।বরং তাতে থাকে ব্যক্তিত্ব ও পরিমিতিবোধের ছাপ।
ব্রিটেনের রাজকীয় ঐতিহ্যের উৎসব
প্রায় ৭০০ বছরের পুরোনো অর্ডার অব দ্য গার্টার ব্রিটেনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন নাইটহুডের সম্মান। প্রতিবছর এর আয়োজন হয় রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে। এবারও উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস অ্যান এবং ডিউক অব এডিনবরো। কেট এই অনুষ্ঠানে প্রতিবারই অংশ নেন স্বামীর সঙ্গে, এবং প্রতিবারই তাঁর রাজকীয় ফ্যাশন নজর কাড়ে সবার।
চলতি বছর কেটের ফেরা ছিল শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়। বরং এক আত্মবিশ্বাসী, শক্তিশালী প্রত্যাবর্তন। রাজকীয় আয়োজনে তাঁর স্নিগ্ধ উপস্থিতি প্রমাণ করল, প্রিন্সেস অফ ওয়েলস নিজের জায়গায় আবারও দৃঢ়ভাবে ফিরেছেন।