জাপান এমন একটি দেশ, যেখানে প্রতিটি ঋতুই একেকটি পোস্টকার্ডের মতো সুন্দর। কখনও চারদিকে ছড়িয়ে পড়ে সাকুরার গোলাপি ফুল, কখনও পাহাড় ঢেকে যায় সাদা বরফে। কেউ কেউ সেখানে যান ফুল দেখতে, কেউ আবার বরফে ভেজা বানরের খেলা দেখতে। আপনি কোন অভিজ্ঞতা চান, তার ওপর নির্ভর করবে কখন যাবেন।
চলুন জেনে নেওয়া যাক, জাপান ভ্রমণের জন্য কোন ঋতুতে কী পাবেন।
বসন্ত (মার্চ থেকে মে), সাকুরার জাদু
বসন্তকাল জাপান ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় সময়। এই সময় চারদিকে ফুটে ওঠে সাকুরা বা চেরি ফুল। পার্ক, রাস্তা, নদীর ধারে সব জায়গা যেন পরিণত হয় গোলাপি-সাদা এক স্বপ্নপুরীতে।
এই সময় ‘হানামি’ অর্থাৎ ফুল দেখা এক জাতীয় উৎসবে পরিণত হয়। পরিবার-বন্ধুবান্ধব মিলে চলে পিকনিক, গান-বাজনা, আর আনন্দ। তবে মনে রাখবেন, এটি পিক সিজন তাই হোটেল, টিকিট, সবকিছুই আগে থেকে বুক করা দরকার।
গ্রীষ্ম (জুন থেকে আগস্ট), উৎসব আর পর্বতের ডাক
গ্রীষ্মে জাপান গরম ও আর্দ্র হলেও এ সময় দেশজুড়ে চলে রঙিন উৎসব ‘মাতসুরি’। মানুষ পরে ‘ইউকাতা’ নামের হালকা কিমোনো, বাজে ঢাক-ঢোল, চলে আতশবাজি। বিশেষ করে জুলাই-আগস্টে জাপানের প্রতিটি শহর আলোকিত হয়ে ওঠে।
এ সময় পাহাড়ি এলাকায় হাইকিং করার জন্য আদর্শ। ফুজি পাহাড়ে ওঠার মৌসুমও এটি। তবে শহরগুলো একটু বেশি ভিড়ভাট্টা হয়ে যায়। কারণ স্থানীয় পর্যটকেরাও তখন ঘুরতে বের হন।
শরৎ (সেপ্টেম্বর থেকে নভেম্বর), লাল-সোনালি পাতার দেশ
শরৎ মানেই পাতাঝরা রঙিন সৌন্দর্য। গাছের পাতা লাল, কমলা, সোনালি রঙে রূপ নেয়। সাকুরার মতোই এখানে চলে ‘কোয়ো’ অর্থাৎ পাতার রং দেখার আয়োজন। বিশেষ করে কিয়োতোর আরাশিয়ামা বা নারা পার্কের মতো জায়গায় এই সময় যাওয়া মানে চোখজুড়ানো দৃশ্য দেখা।
আবহাওয়াও থাকে মনোরম, হালকা ঠান্ডা ও পরিষ্কার আকাশ। তাই ভ্রমণের একদম উপযুক্ত সময়।
শীত (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি), বরফে ঢাকা স্বপ্নলোক
শীতকাল মানে উত্তর জাপানে রীতিমতো তুষারে ঢাকা শহর। বিশেষ করে নিসেকো, হোক্কাইডো এলাকায় জাপানের বিখ্যাত স্কি রিসর্টগুলো অবস্থিত। যারা বরফ ভালোবাসেন, তারা শীতে একবার হলেও জাপান ঘুরতে চান।
এই সময় অনসেন (প্রাকৃতিক গরম পানির ঝরনা) ঘোরার সময়। বরফের মধ্যে গরম পানিতে বসে থাকা এক অদ্ভুত সুখ। আর ইয়ামানোউচির ‘জিগোকুদানি বানর পার্কে’ দেখা মেলে এমন বানরের। যারা বরফের মধ্যে গরম পানিতে গোসল করে।
তাহলে কখন যাবেন?
সব ঋতুরই আলাদা সৌন্দর্য আছে। ফুল দেখতে চাইলে মার্চ-এপ্রিল। উৎসবে মেতে উঠতে চাইলে জুলাই-আগস্ট। রঙিন গাছ দেখতে চাইলে অক্টোবর-নভেম্বর। বরফ আর অনসেন উপভোগ করতে চাইলে ডিসেম্বর-ফেব্রুয়ারি।
তবে আগে থেকে পরিকল্পনা করলে, যেকোনো সময়েই জাপান আপনাকে মন ভরিয়ে দেবে।