সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম: প্রধান উপদেষ্টার প্রেস সচিব 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম। গত শনিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এক সাক্ষাৎকারে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, হত্যায় জড়িতদের অবশ্যই বিচার করা হবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রেস সচিব জানান, ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ। তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, যেন উভয়পক্ষের স্বার্থ রক্ষা হয়। 

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর গত ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে চট্টগ্রাম কারাগারে নেওয়ার সময় আদালত এলাকায় শুরু হয় সহিংসতা। এসময় খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেন আইনজীবীরা। 

এ ঘটনায় বাংলাদেশ ও ভারত বিবৃতি ও পালটা–বিবৃতিসহ নানা কর্মসূচি দেয় দুদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ভারতের গণমাধ্যমগুলো সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তোলে।

এসব অভিযোগ অপপ্রচার দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, ঘাতকদের চিহ্নিত করতে এরই মধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অবশ্যই দায়ীদের বিচার করা হবে। 

শফিকুল আলম বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় আমরা অলরেডি ফুটেজ পেয়েছি। ঘাতকদের চিহ্নিত করে অবশ্যই তাদের বিচার করা হবে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ ঘটনায় বরং রাজনৈতিক দলগুলো শান্ত রয়েছে, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। যারা মার্ডারটা করল তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে আইনের সামনে আনা এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা বিচার করতে পারি সে ব্যবস্থা নেওয়া। ভারতীয় মিডিয়ায় যেসব খবর প্রচারিত হচ্ছে তার বেশিরভাগই টুইসটেড ও অপপ্রচার।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি জানান, অবশ্যই বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক চায়। তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে। যেন উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়।

শফিকুল আলম বলেন, ‘আমরা ভারতীয় সাংবাদিকদের আহ্বান জানিয়েছি আপনারা এসে দেখে যান কতটা দাঙ্গা এখানে চলছে। কিন্তু তারা আসছেন না, বরং প্রপাগান্ডা ছড়িয়েই যাচ্ছেন। তারা বিশ্বের সামনে এটা প্রচার করতে চাইছে যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। আমরা চাই ভারতের সাথে একটি সুসম্পর্ক তৈরি হোক। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই এবং অবশ্যই এটা ফেয়ারনেস ও ইক্যুইটির ভিত্তিতে হতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদের স্বার্থটা দেখতে হবে। তারা তাদের স্বার্থ দেখুক, কিন্তু আমাদের তো আমাদের স্বার্থটা দেখতে হবে। আগে এটা অনুপস্থিত ছিল। আগে আমাদের স্বার্থটা দেখা হতো না।’ 

সংস্কার বিষয়ে শফিকুল আলম বলেন, এরই মধ্যে ১৫টির মতো কমিশন করা হয়েছে। তারা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিলে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে নির্বাচনের দিকে যাবে সরকার।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।‌ বুধবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছেন...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে। তিনি জানান, দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ...
গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র-শ্রমিক-জনতার ওপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন-নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের...
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা, যারা সরাসরি বিক্ষোভ পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন এবং অন্যান্য অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে যে কীভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্ষেত্রের...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। বুধবার স্থানীয় সরকার...
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই পদচিহ্ন রেখে গেছেন হুমায়ুন ফরীদি। মঞ্চ দিয়ে তাঁর অভিনয়জীবনের হাতেখড়ি। তবে টিভি নাটক ও চলচ্চিত্রে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। জনপ্রিয়তাও পেয়েছিলেন...
ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তুর্কি বার্তা সংস্থা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.