সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ইজতেমায় জিকিরে মশগুল মুসল্লিরা, রোববার আখেরি মোনাজাত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশননিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। খিত্তায় খিত্তায় জিকির আসকার, ইবাদত বন্দেগি ও বয়ান শুনে সময় পার করছেন মুসল্লিরা। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসুল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি‌ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আজ ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিম হবে। তালিমের মওজু (ফজিলত ও আদব) মুফতি ইয়াকুব। ‌১০টা থেকে শুরু খিত্তায় খিত্তায় তালিম। জোহরের নামাজের পরে বয়ান হবে, যার তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করবেন হাফেজ মঞ্জুর, তরজমায় মাওলানার রুহুল আমিন। আসরের বয়ানের পরে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে।

মিডিয়া সমন্বয়ক আরও বলেন, বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ যার তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। এছাড়া ফজরের নামাজের পর বয়ান করবেন ভারতের মোরসালিন, তরজমায় মাওলানা ওসামা ইসলাম। হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমায় মাওলানা মুনির বিন ইউসুফ। ইজতেমায় চলছে দেশ বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করবেন। 

এদিকে ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন দেশবিদেশের লাখো মুসুল্লি। আগামীকাল আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। 

খিত্তায় খিত্তায় জিকির আসকার, ইবাদত বন্দেগি ও বয়ান শুনে সময় পার করছেন মুসল্লিরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনইজতেমায় বিদেশি মুসল্লি 
গেল রাত ১০টা পর্যন্ত মোট ৪৯টি দেশের ১ হাজার ৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন। তারা ইজতেমার বিদেশি কামরার অবস্থান করছেন। এ ছাড়া বিদেশি মেহমান আসা চলমান আছে।

তিন মুসল্লির মৃত্যু
টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে সাদ কান্দলভির বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত দুই মুসল্লিরা হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০) ও বগুড়ার চকপাতালিয়া গ্রামের মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন  (৭৫)। 

মোহাম্মদ সায়েম বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টায় ২৭ নম্বর খিত্তায় মারা যান মোহাম্মদ আব্দুল আজিজ শেখ। এছাড়া রাত ২টা ৫ মিনিটে নাজমুল হোসেন শ্বাসকষ্ট অনুভব করেন। তাঁকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এবারের ধাপে তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে। 

অন্যদিকে, আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশবিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। এই ধাপের মাধ্যমে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা।

রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ। আজ পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
মব জাস্টিসের বিষয়ে সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে এবং সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ শনিবার সকালে নিজের...
মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথরের আঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাস...
জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-জনতা ও ভোলাবাসীকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.