সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

জানতাম, রাসেল আমাকে একটাও বাউন্ডারি মারতে পারবে না: সাইফউদ্দিন

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৮:৫৯ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইনিংসের শেষ ওভার সেটি। তার ওপর স্ট্রাইকে আগের ওভারে তিন ছক্কা হাঁকানো আন্দ্রে রাসেল। অনুমিতভাবে শেষ ওভারেও ক্যারীবিয়ান ব্যাটসম্যানের ব্যাটিং ঝড় দেখার আশায় ছিলেন ভিক্টোরিয়ানসের সমর্থকেরা। কিন্তু বাউন্ডারি তো দূরের কথা, রাসেলকে যেন বল বুঝতেই দিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন।

দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন ২৭ বছর বয়সী ডানহাতি পেসার। সেখানেও আবার তিনটি ওয়াইড ও একটি ছিল নো বল। সাইফউদ্দিনের ওই ওভারে রাসেল ৫ বল খেলে নিতে পেরেছেন মাত্র ১ রান। বড় সংগ্রহের আশায় থাকা কুমিল্লা আটকে যায় ১৫৪ রানে। ফলে শিরোপা জয়ের পথটাও সহজ হয়ে যায় ফরচুন বরিশালের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফউদ্দিনের ওভারটিকে গেম-চেঞ্জার হিসেবে আখ্যা দিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ওই ওভার নিয়ে মন্তব্য করেছেন সাইফউদ্দিন নিজেও।  ম্যাচ শেষে জানিয়েছেন, নিজের ওপর বিশ্বাস ছিল, তাঁর ওভারে বাউন্ডারি মারতে পারবেন না রাসেল।

সাইফউদ্দিন জানিয়েছেন, শেষ ওভারে রাসেলের বিরুদ্ধে বল করার জন্য অধিনায়ক তামিম যখন তাঁকে বেছে নেন, সেটাই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। জাতীয় দলের পেসারের ভাষ্য, ‘রাসেল আগের ওভারে যখন ছয়গুলো মারল, এরপর (তামিম) আমাকে সাহস দিয়ে বলেছিলেন ‘তুই এটা করতে পারবি।’ যে কারণে আমার আত্মবিশ্বাস ছিল যে, রাসেল আমাকে একটা বাউন্ডারিও মারতে পারবে না।’

পিঠের চোটের কারণে বরিশালের প্রথম ছয় ম্যাচে খেলতে পারেননি সাইফউদ্দিন। এরপর যোগ দিয়ে ফিরেছেন স্বরূপে। টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েও বরিশালের পক্ষে সর্বোচ্চ ১৫টি উইকেট শিকার করেছেন এ পেসার। সেটাও আবার ওভারপ্রতি সাত রানের কম খরচ করে।  আবার ব্যাট হাতে ৪ ইনিংসে সুযোগ পেয়ে ১৮৫ স্ট্রাইকরেটে করেছেন ৬৩ রান। বিপিএলে এমন পারফরম্যান্সের পরেও আসন্ন শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা হয়নি সাইফউদ্দিনের। তবে এ নিয়ে হতাশা নেই তাঁর।

সাইফউদ্দিন বলেছেন, ‘এ নিয়ে আমার কোনো আফসোস নেই। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। বিসিবি আমার জন্য যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। আমি একটানা অনেকগুলো বড় ম্যাচ খেলেছি। অবশ্যই আমার  বিশ্রাম প্রয়োজন।’

শ্রীলঙ্কা সিরিজে ডাক না পাওয়াকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন সাইফউদ্দিন। জানালেন, এতে আরও পরিপূর্ণভাবে ফিট হতে পারবেন তিনি, ‘যেহেতু দীর্ঘ বিরতির পরে অনেকগুলো বড় ম্যাচ খেলেছি, আমার শরীরে কিছু ব্যথা আছে। পুরোপুরি ফিট হয়ে, বোলিং ওয়ার্কলোডের জন্য প্রস্তুত হয়ে জাতীয় দলে ফেরাটাই আমার জন্য ভালো হবে।’

বিপিএলে চিটাগংয়ের মেন্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা আফ্রিদি চুক্তি অনুযায়ী পারিশ্রমিকের ৮০ ভাগও না পেয়ে অনেকটা বাধ্য হয়ে চিঠি লিখেছেন বিসিবি সভাপতিকে। এক লাখ ডলারের চুক্তি...
গতকাল রাতে তাই নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মুনিম। পোস্টে লিখেছেন, ‘আমি (২০২৩-২৪) মৌসুমে অনুষ্ঠিত “ঢাকা প্রিমিয়ার লিগ” ক্রিকেটে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ...
বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস ও দলের সঞ্চালক ইয়াশা সাগরের মধ্যকার দ্বন্দ্ব থামার কোনো লক্ষণ নেই। একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এখন আইনি নোটিশ পর্যন্ত গড়িয়েছে। কানাডিয়ান মডেল নিজের...
সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে এবার সমালোচনা কম হয়নি। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের ক্রিকেটকে ‘ভিন্নভাবে’ তুলে ধরেছে। ফরচুন বরিশালের মালিকের কাছে তো এক বিদেশি ক্রিকেটার...
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.