চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতেছে, তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রাভিন্দ্র। কিন্তু এ নিয়েও আপত্তি ভারতের সাবেক অফ স্পিনার রাভিচন্দ্রন আশউইনের। তাঁর চোখে, রাচিন নয়, টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কারটা ভারতেরই স্পিনার ভরুন চক্রবর্তীর পাওয়া উচিত ছিল।
গত ৯ ফেব্রয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় ভরুণ চক্রবর্তীর। ঠিক এক মাস পর ৩৩ বছর বয়সী লেগস্পিনারের নামের পাশে যোগ হয় চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। সেটাও কী দারুণ পারফরম্যান্সে!
বৈশ্বিক এ টুর্নামেন্টের ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে অনেকটা অবিশ্বাস্যভাবে শেষ মুহূর্তে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পান ভরুণ। টুর্নামেন্টে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ বেঞ্চেই কাটিয়ে দেন। একাদশে সুযোগ পান নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ওই ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নেন ডানহাতি স্পিনার। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২টি ও ফাইনালে কিউইদের বিপক্ষে আরও ২ উইকেট নেন ভরুণ। মাত্র ৩ ম্যাচ সুযোগ পেয়ে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান তিনি। ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি জেতাতে রাখেন বড় অবদান।
চ্যাম্পিয়নস ট্রফিতে এমন দুর্দান্ত বোলিংয়ের পর চারদিকে চলছে ভরুণ বন্দনা। বর্তমান থেকে সাবেক, দেশটির অনেক ক্রিকেটারই ভরুণকে প্রশংসায় ভাসাচ্ছেন। কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো আশউইন যোগ দিয়েছেন সে দলে।
টুর্নামেন্ট সেরা রাচিন রাভিন্দ্রও দুর্দান্ত কাটিয়েছেন এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ২ সেঞ্চুরিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৬৩ রান করেছেন রাভিন্দ্র। সঙ্গে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। ফাইনালেও খেলেছেন ৩৭ রানের ইনিংস।
তবে আশআউনের মতে, রাভিন্দ্রর চেয়েও বেশি ইমপ্যাক্ট রেখেছেন ভরুণ। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ভরুণকে ভারতের ‘এক্স ফ্যাক্টর’ উল্লেখ করে আশআউন বলেছেন, ‘যা-ই বলা হোক না কেন, আমার মতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিল ভরুণ চক্রবর্তী। ও পুরো টুর্নামেন্ট খেলেনি। অথচ বড় পার্থক্য গড়ে দিয়েছে। যদি বরুণ চক্রবর্তী না থাকত, আমার মনে হয় ম্যাচটা অন্যরকম হয়ে যেত। ও ছিল এক্স ফ্যাক্টর এবং সবাইকে চমকে দিয়েছে। আমি বিচারক হলে, (টুর্নামেন্ট সেরার পুরস্কার) আমি ভরুণকে দিতাম। ওই সবচেয়ে বড় পার্থক্যটা গড়ে দিয়েছে।’
এরপর গ্লেন ফিলিপসকে আউট করা ডেলিভারির প্রশংসা করে আশআউট আরও বলেছেন, ‘গ্লেন ফিলিপসকে ও যেভাবে আউট করেছে, সেটা একবার দেখুন। সে (ফিলিপস) স্ট্যাম্প আড়াল করেনি। তাই ভরুণ ওয়াইড অব দ্য ক্রিজে গিয়ে গুগলিটা করে। আমার মতে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা ভরুণের পাওয়া উচিত ছিল। পুরস্কারটা তাকেই দেওয়া উচিত, যে সবচেয়ে বড় ব্যবধান গড়ে দিয়েছে। সিরিজের (টুর্নামেন্টের) সেরা খেলোয়াড়ের পুরস্কারটা ভরুণেরই প্রাপ্য।’