১২ ওভারে ৩ উইকেটে ১৪০ রান। ২০৬ রানের লক্ষ্য তাড়ায় জয়ের জন্য প্রয়োজন ৪৮ বলে ৬৬ রান। রান তাড়া করা দলের জন্য সহজ সমীকরণই তো, তাই না?
আইপিএলে গতকাল সহজ এই সমীকরণের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে হেরে বসেছে পরে ব্যাটিং করা দল দিল্লি ক্যাপিটালস। ১২ রানের ব্যবধানে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় মুম্বাই। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন জয়ের পর ভারতের সাবেক ক্রিকেটার হারভাজান সিং বলেছেন, মুম্বাইকে এমন হারের অবস্থান থেকে জয়ের দিকে টেনে এনেছে দলটির সাবেক অধিনায়ক রোহিত শার্মার এক আকস্মিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের পক্ষে প্রাথমিকভাবে ছিলেন না দলটির প্রধান কোচ মাহেলা জায়াভর্ধনে।
তা রোহিতের সিদ্ধান্তটি কী? নতুন বল নেওয়া এবং কার্ন শার্মাকে বোলিং দেওয়া। আইপিএলে এবার নতুন নিয়ম অনুযায়ী, সন্ধ্যার ম্যাচে পরে বোলিং করা দল দশম ওভারের পর যেকোনো সময় চাইলে বল পরিবর্তন করে আরেকটি বল নিতে পারবে। মূলত শিশিরের সম্ভাব্য প্রভাব দূর করতেই এই নিয়ম চালু করা হয়েছে।
নিজের ইউটিউব চ্যানেলে মুম্বাই-দিল্লির ম্যাচ নিয়ে আলোচনা করতে গিয়ে হারভাজান বলেন, ‘এক সময় মনে হচ্ছিল, করুণ নায়ারের আগুনে ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতে যাবে। দিল্লির ৪ উইকেটে ১৪৫ রান ছিল, ৭ ওভারে জয়ের জন্য ৬১ রানের প্রয়োজন - তখন এমআই (মুম্বাই) বল পরিবর্তনের অনুরোধ করে এবং আম্পায়ার এটির অনুমোদন দিয়েছিলেন। এরপর যা হয়েছে, সেটা তো পুরো থ্রিলার। এখানে রোহিত শার্মা মাস্টারস্ট্রোকের ভূমিকা পালন করেছে। ও ডাগআউটে ছিল। ১৪তম ওভারে রোহিত শার্মা ডাগআউট থেকে কার্ন শার্মাকে বল পরিবর্তন করতে বলে। বল পরিবর্তনের সঙ্গে সঙ্গে উইকেট পড়া শুরু হয়। রোহিত শর্মার গুরুত্বপূর্ণ কৌশলে একটি হারা ম্যাচ জয়ে পরিণত হয়েছে।’
হারভাজান আরও বলেন, কোচ জায়াভার্ধনে হয়তো রোহিতের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। জায়াভার্ধনের কথা শুনলে মুম্বাই হেরে যেত দাবি করে হরভজন বলেন, ‘১৩তম ওভারে মনে হচ্ছিল ডিসি (দিল্লি) জিতবে। কিন্তু এরপর রোহিত হেড কোচ মাহেলা জায়াভার্ধনেকে স্পিনার আনার কথা বলে এবং কার্ন শর্মাকে বল দেয়া হয়। আমার মনে হয় রোহিত শার্মার সঙ্গে মাহেলা জায়াভার্ধনে একমত ছিল না। ওরা যদি জায়াভার্ধনের কথা মেনে চলত, তাহলে মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচটি হারতে পারত। রোহিত সেখানে ছিল এবং ও সেরা সিদ্ধান্ত নিয়েছে। ও অধিনায়ক। ও সব সময় অধিনায়কের মতো ভাবে। একজন অধিনায়ক সব সময়ই অধিনায়ক এবং ওর কৌশলগত দক্ষতা মুম্বাইয়ের জয়ে সাহায্য করেছে।’
জায়াভার্ধনের আগের কয়েকটি ভুল মনে করিয়ে দিয়ে হারভাজানের কথা, মাঝেমধ্যে একজন কোচের অহংবোধকে বিসর্জন দিয়ে অন্যদের পরামর্শ শোনায় ভুল কিছু নেই। এর আগে লাখনৌয়ের বিপক্ষে তিলাক ভার্মাকে রিটায়ার্ড করাটা লঙ্কান এই কোচে ভুল সিদ্ধান্ত ছিল জানিয়ে হরভজন বলেন, ‘মাহেলা জায়াভার্ধনে বাজে পদক্ষেপ গ্রহণ করেছিল। দিল্লির বিপক্ষে রোহিত দারুণ ছিল। মাঝে মধ্যে কোচদের নিজের অহংবোধ এক পাশে রেখে ভাবতে হয় যে দল কীভাবে উপকৃত হতে পারে। আমি আশা করি রোহিত শার্মা ডাগআউট থেকে তার মতামত শেয়ার করতে থাকবে।’