সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

মুম্বাইয়ের জয় নিয়ে হারভাজান 

কোচ ভুল ছিলেন, আর দলের জয়ের পেছনে সব কৃতিত্ব সাবেক অধিনায়কের?

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১০:১৯ পিএম

১২ ওভারে ৩ উইকেটে ১৪০ রান। ২০৬ রানের লক্ষ্য তাড়ায় জয়ের জন্য প্রয়োজন ৪৮ বলে ৬৬ রান। রান তাড়া করা দলের জন্য সহজ সমীকরণই তো, তাই না? 

আইপিএলে গতকাল সহজ এই সমীকরণের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে হেরে বসেছে পরে ব্যাটিং করা দল দিল্লি ক্যাপিটালস। ১২ রানের ব্যবধানে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় মুম্বাই। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন জয়ের পর ভারতের সাবেক ক্রিকেটার হারভাজান সিং বলেছেন, মুম্বাইকে এমন হারের অবস্থান থেকে জয়ের দিকে টেনে এনেছে দলটির সাবেক অধিনায়ক রোহিত শার্মার এক আকস্মিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের পক্ষে প্রাথমিকভাবে ছিলেন না দলটির প্রধান কোচ মাহেলা জায়াভর্ধনে। 

তা রোহিতের সিদ্ধান্তটি কী? নতুন বল নেওয়া এবং কার্ন শার্মাকে বোলিং দেওয়া। আইপিএলে এবার নতুন নিয়ম অনুযায়ী, সন্ধ্যার ম্যাচে পরে বোলিং করা দল দশম ওভারের পর যেকোনো সময় চাইলে বল পরিবর্তন করে আরেকটি বল নিতে পারবে। মূলত শিশিরের সম্ভাব্য প্রভাব দূর করতেই এই নিয়ম চালু করা হয়েছে।
 
নিজের ইউটিউব চ্যানেলে মুম্বাই-দিল্লির ম্যাচ নিয়ে আলোচনা করতে গিয়ে হারভাজান বলেন, ‘এক সময় মনে হচ্ছিল, করুণ নায়ারের আগুনে ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতে যাবে। দিল্লির ৪ উইকেটে ১৪৫ রান ছিল, ৭ ওভারে জয়ের জন্য ৬১ রানের প্রয়োজন - তখন এমআই (মুম্বাই) বল পরিবর্তনের অনুরোধ করে এবং আম্পায়ার এটির অনুমোদন দিয়েছিলেন। এরপর যা হয়েছে, সেটা তো পুরো থ্রিলার। এখানে রোহিত শার্মা মাস্টারস্ট্রোকের ভূমিকা পালন করেছে। ও ডাগআউটে ছিল। ১৪তম ওভারে রোহিত শার্মা ডাগআউট থেকে কার্ন শার্মাকে বল পরিবর্তন করতে বলে। বল পরিবর্তনের সঙ্গে সঙ্গে উইকেট পড়া শুরু হয়। রোহিত শর্মার গুরুত্বপূর্ণ কৌশলে একটি হারা ম্যাচ জয়ে পরিণত হয়েছে।’

হারভাজান আরও বলেন, কোচ জায়াভার্ধনে হয়তো রোহিতের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। জায়াভার্ধনের কথা শুনলে মুম্বাই হেরে যেত দাবি করে হরভজন বলেন, ‘১৩তম ওভারে মনে হচ্ছিল ডিসি (দিল্লি) জিতবে। কিন্তু এরপর রোহিত হেড কোচ মাহেলা জায়াভার্ধনেকে স্পিনার আনার কথা বলে এবং কার্ন শর্মাকে বল দেয়া হয়। আমার মনে হয় রোহিত শার্মার সঙ্গে মাহেলা জায়াভার্ধনে একমত ছিল না। ওরা যদি জায়াভার্ধনের কথা মেনে চলত, তাহলে মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচটি হারতে পারত। রোহিত সেখানে ছিল এবং ও সেরা সিদ্ধান্ত নিয়েছে। ও অধিনায়ক। ও সব সময় অধিনায়কের মতো ভাবে। একজন অধিনায়ক সব সময়ই অধিনায়ক এবং ওর কৌশলগত দক্ষতা মুম্বাইয়ের জয়ে সাহায্য করেছে।’

জায়াভার্ধনের আগের কয়েকটি ভুল মনে করিয়ে দিয়ে হারভাজানের কথা, মাঝেমধ্যে একজন কোচের অহংবোধকে বিসর্জন দিয়ে অন্যদের পরামর্শ শোনায় ভুল কিছু নেই। এর আগে লাখনৌয়ের বিপক্ষে তিলাক ভার্মাকে রিটায়ার্ড করাটা লঙ্কান এই কোচে ভুল সিদ্ধান্ত ছিল জানিয়ে হরভজন বলেন, ‘মাহেলা জায়াভার্ধনে বাজে পদক্ষেপ গ্রহণ করেছিল। দিল্লির বিপক্ষে রোহিত দারুণ ছিল। মাঝে মধ্যে কোচদের নিজের অহংবোধ এক পাশে রেখে ভাবতে হয় যে দল কীভাবে উপকৃত হতে পারে। আমি আশা করি রোহিত শার্মা ডাগআউট থেকে তার মতামত শেয়ার করতে থাকবে।’

কোপা দেল রে-র ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ফাইনালের রেফারি বদল করা নিয়ে রীতিমতো...
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
পাকিস্তানের সাবেকের দাবি 
চলতি আইপিএলে সমালোচনার সূত্রপাত রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচ ঘিরে। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত সেই ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ তোলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে এবার গুরুতর অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ করা হয়েছে। আর এমন গুরুতর অভিযোগটি করেছেন রাজস্থান...
ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে দর্শকের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও...
পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের...
এ ঘটনার প্রতিবাদে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলন বয়কট করে মাদ্রিদ। পাশাপাশি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও অংশ নেননি কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিদ। লস ব্ল্যাঙ্কোদের এমন কড়া অবস্থানের পর...
কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.