সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

গরম যখন চরম, ওরা ভুলছে নিজ ‘ধরম’

আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:২১ এএম

আজই শুরু হচ্ছে মেয়েদের ইউরো। এদিকে ইউরোপে চলছে তাপপ্রবাহে। তীব্র গরমে এরই মধ্যে ইতালিতে দুজনের মৃত্যু হয়েছে। তাই নিজেদের নিয়ম ভেঙে ইউরোতে সমর্থকদের পানির বোতল নিয়ে ঢোকার অনুমতি দিয়েছে উয়েফা।

দক্ষিণ স্পেন ও পর্তুগালে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইংল্যান্ডেও ৩৫ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে কিছু অঞ্চলে। ইউরোর আয়োজক সুইজারল্যান্ডে তাপমাত্রা এতটা তীব্র না হলেও তাপপ্রবাহের প্রভাব সেখানে পড়েছে। ৩০ ডিগ্রির ওপরে থাকছে তাপমাত্রা।

টুর্নামেন্টের আয়োজক ও এই অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকাল জানিয়েছে ইউরোর প্রথম দুইদিন অর্থাৎ ২ ও ৩ জুলাই নিরাপত্তার কঠিন নিয়মে একটু ঢিল দেবে তারা। সমর্থকদের আধা লিটারের প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের পানির বোতল আনতে দেওয়া হবে। তবে কোনো কাঁচের বোতল নেওয়া যাবে না।

যদিও উয়েফার বাকি সব টুর্নামেন্টের মতো ইউরোর টিকিটেই লেখা ছিল, ‘কোনো ধরনের বোতল, জগ বা ক্যান কিংবা প্লাস্টিক, গ্লাস বা ভঙ্গুর অন্য কোনো বস্তু দিয়ে বানানো অন্য কোনো জিনিস’ স্টেডিয়ামে আনা যাবে না। শুধু চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঢোকা যাবে। নিরাপত্তার স্বার্থে বানানো এই নিয়মটাই দুই দিনের জন্য শিথিল করছে কর্তৃপক্ষ।

মিটিওরোলজিকাল সার্ভিস মিটিওসুইস বলছে, আজ নরওয়ের বিপক্ষে স্বাগতিক সুইজারল্যান্ডের ম্যাচের সময় বাসেলের তাপমাত্রা ৩৫ ডিগ্রির মতো থাকতে পারে। সারা দেশেই এমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে।

উয়েফা এক বিবৃতিতে দর্শকদের ছায়ায় থাকার এবং নিয়মিত পানি পান করার পরামর্শ দিয়েছে, ‘আমরা চাই নারী ইউরো চলাকালে আপনারা নিরাপদ বোধ করুন, যাতে উচ্চ তাপমাত্রাতেও আপনারা টুর্নামেন্ট উপভোগ করতে পারেন।’  

তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে উয়েফার নিয়ম অনুযায়ী কুলিং ব্রেকও নেওয়া যায়, রেফারিও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারেন।

তবে সব ম্যাচেই পানির বোতল নেওয়ার সুযোগ এখনো দেয়নি উয়েফা। আপাতত ২ ও ৩ জুলাইয়ের চারটি ম্যাচ- সুইজারল্যান্ড-নরওয়ে, আইসল্যান্ড-ফিনল্যান্ড, বেলজিয়াম-ইতালি ও স্পেন-পর্তুগালের ম্যাচে এ সুযোগ থাকছে। 

আগামী ২ জুলাই শুরু হচ্ছে ২০২৫ নারী ইউরো। ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক সুইজারল্যান্ড।  দেশের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন আলিসা লেমান ও তাঁর দল। কিন্তু সে প্রস্তুতি...
গত পরশু বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান অঞ্চলে দুর্দান্ত এক ম্যাচ উপহার উপহার দিয়েছে বেলজিয়াম ও ওয়েলস। ঘরের মাঠে ২৭ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কিন্তু সে ম্যাচেই সমতা নিয়ে আসে ওয়েলস। ৮৮...
নর্থ মেসিডোনিয়ান ফুটবলার আন্দ্রেই লাজারোভ গত রোববার এক নাইটক্লাবের আগুনে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন। জানা গেছে ২৫ বছর বয়সী ফুটবলার...
বেলজিয়ামের নতুন কোচ রুদি গার্সিয়া বলেছেন মার্চের ম্যাচের জন্য জাতীয় দলে ফিরছেন গোলকিপার থিবো কোর্তোয়া। আগের ম্যানেজার ডমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলার পর গত আগস্টে রেয়াল মাদ্রিদ গোলকিপার ঘোষণা...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.