পপসংগীতের জনপ্রিয় কণ্ঠ ফেরদৌস ওয়াহিদ এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। উপস্থাপক হিসেবে শুরু করছেন পথচলা, অনুষ্ঠানটির নাম ‘চেনা মুখ দুঃখ সুখ’। শুরুতেই চমক—প্রথম পর্বে অতিথি হয়েছেন তারই ছেলে, জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
ইতিমধ্যে দৃশ্যধারণ শেষ হয়েছে তিনটি পর্বের। হাবিবের পাশাপাশি আরও দুই পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নতুন একটা অভিজ্ঞতা হলো। আমি আমার মতো করে প্রশ্ন করেছি, ওরা তাদের মতো করে উত্তর দিয়েছে। আমি উপভোগ করেছি, ওরাও করেছে। তখনই বুঝেছি, কিছু একটা ভালো হয়েছে।’
অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে শিল্পীরা কথা বলবেন তাদের শিল্পজীবনের নানা দিক নিয়ে। চলার পথে দেখা-জানা অভিজ্ঞতা, আনন্দ-বেদনা, সফলতা কিংবা সংগ্রাম—সবই উঠে আসবে। ব্যক্তিগত কিছু না, এখানে মূল ফোকাস থাকবে শিল্প নিয়ে ভাবনা আর অভিজ্ঞতায়। ফাঁকে ফাঁকে শ্রোতারা শুনতে পাবেন অতিথি শিল্পীর গানও।’
চেনা মুখ দুঃখ সুখ-এর পরিকল্পনায় রয়েছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। প্রযোজনায় আছেন পুনম প্রিয়ম। ১৬ পর্বে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিটে, চ্যানেল আইয়ে।