মা হলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগে। বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিকমাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন তিনি ও তাঁর স্বামী ক্রিকেটার জহির খান।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সাগরিকা-জহির। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। তাঁরা দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা। যদিও কবে মা হলেন সেই বিষয়ে এখনও জানাননি এই দম্পতি।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’
এই সুখবর পেয়ে আনন্দে আত্মহারা সাগরিকা ও জহিরের ভক্তরা। কেবল ভক্তরাই নন, তারকারাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের। শুভেচ্ছা জানিয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টির মতো তারকারা। সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও জানিয়েছেন অভিনন্দন।
প্রসঙ্গত, ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তাঁর চরিত্রের নাম ছিল প্রীতি। জহির ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।
২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন সাগরিকা-জহির। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তান বাবা-মা হলেন তাঁরা।