ঈদুল আজহার ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে কেউ ছুটছেন সিনেমা হলে। আবার কেউ আত্মীয়স্বজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পার্ক কিংবা পর্যটন কেন্দ্রে। তবে ঈদ আনন্দ উদযাপনে কোনো কোনো বাধা হয়ে দাঁড়িয়েছে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল উৎসুক জনতা।
টাঙ্গাইলের কালিহাতিতে শাকিব খানের ‘তান্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে, সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে সিলেটের কোম্পানীগঞ্জের উৎমাছড়ায় পর্যটকদের ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে! এভাবে পর্যটন কেন্দ্র এবং সিনেমা প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। এবার এ ঘটনায় মুখ খুললেন নির্মাতা আশফাক নিপুণ।
বুধবার (১১ জুন) মধ্যরাতে সামাজিকমাধ্যমের এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘‘অতি সম্প্রতি তৌহিদী জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিহাতিতে ‘তান্ডব’ সিনেমা প্রদর্শন বন্ধ। সিলেটে পর্যটন কেন্দ্র বন্ধ। আর প্রধান উপদেষ্টা আপনি এখনও পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যেকোনো প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে। কিন্তু মব নিয়ন্ত্রণের ব্যাপারে সেরকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে?’’
যোগ করে নিপুণ বলেন, ‘‘অবিলম্বে কালিহাতিতে ‘তান্ডব’ প্রদর্শনের ব্যবস্থা করেন। যেকোনো পর্যটন কেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেন। সবার আগে মবের উল্লম্ফন বন্ধ করেন। গত ১০ মাসে এটা না করতে পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস এটা আপনার মূল কাজ হওয়া উচিত।’’
প্রসঙ্গত, সিলেটের কোম্পানীগঞ্জের উৎমাছড়ায় পর্যটকদের বাধা দেওয়ার ঘটনায় বাধাদানকারীরা ‘নিজেদের ভুল স্বীকার করেছেন’ বলে দাবি করেছে পুলিশ। তবে টাঙ্গাইলে তান্ডব প্রদর্শনী বন্ধ নিয়ে এখনও এমন কিছু শোনা যায়নি।