শাকিব খানের দুই প্রাক্তন—অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিবের জীবন ও পর্দা ভাগ করে নিয়েছেন তারা। বাস্তব জীবনে এখন তারা দুই মেরুতে অবস্থান করছেন। প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরোক্ষ-প্রতিক্ষেপে ‘ভার্চ্যুয়াল যুদ্ধে’ জড়াচ্ছেন। কিন্তু জানেন কি, একসময় অপু বিশ্বাসকে ‘বুবলী’ নামে ডাকতেন শাকিব!
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মনের ঘরে বসত করে’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অপু বিশ্বাস। আর সেই চরিত্রের নামই ছিল বুবলী! সিনেমাটি নির্মাণ করেন জাকির হোসেন রাজু। যৌথভাবে প্রযোজনা করেন খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল। ছবিটির কারণে সেসময় অপুকে বুবলী নামেই ডাকতেন শকিব।
১৯ বছরের ক্যারিয়ারে অপু বিশ্বাস অভিনয় করেছেন প্রায় শতাধিক সিনেমায়। এর মধ্যে প্রায় ৮০টি সিনেমায় ছিলেন শাকিব খানের নায়িকা। কখনো ‘আলো’, কখনো ‘সাথি’ আবার কখনোবা ‘তানিয়া’। তবে ‘বুবলী’ চরিত্রটি আজকের প্রেক্ষাপটে বেশ কৌতূহলোদ্দীপক।
‘মনের ঘরে বসত করে’ সিনেমার গল্প গড়ে উঠেছে শহরের এক নামকরা আইনজীবী বুবলীকে ঘিরে। শৈশবে পরিবারের সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়ে অপহৃত হন বুবলী। অপহরণকারীদের দলের এক কিশোর শান্ত (শাকিব খান) বিচক্ষণতা দেখিয়ে তাকে উদ্ধার করে। তবে পালাতে গিয়ে ধরা পড়ে শান্ত। তাকে ব্যবহার করে পুলিশ চালায় বড়সড় অভিযান, গ্রেফতার হয় সন্ত্রাসীরা।
ভ্রমণ শেষে বুবলী পরিবারসহ ঢাকায় ফিরে আসে। এদিকে শান্তও ঢাকায় এসে খুঁজতে থাকে সেই ছোট্ট মেয়েটিকে। অন্যদিকে বুবলীও শান্তর স্মৃতিকে লালন করে এগিয়ে যায় জীবনে। এরপরই শুরু হয় দুই হারিয়ে যাওয়া আত্মার মিলনের গল্প।
সিনেমাটিতে আরও অভিনয় করেন চঞ্চলা চঞ্চু, মিশা সওদাগর, রেহানা জলি, কাজী হায়াত ও ইলিয়াস কোবরা। মুক্তির পর সিনেমাটি দর্শকদের মাঝে বেশ প্রশংসা পায়।