সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে ‘ইউক্রেন ডে’ পালনে

আপডেট : ১৩ মে ২০২৫, ১১:৪৯ এএম

পর্দা উঠছে সিনেদুনিয়ার জৌলুসপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব! আজ উদ্বোধনী দিনেই এক ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে উৎসব কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ মে) প্যালেস দে ফেস্টিভ্যালের সাল বাজিন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে ‘ইউক্রেন ডে’। যেখানে ইউক্রেন-রাশিয়া যুদ্ধভিত্তিক তিনটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনের মধ্যদিয়ে স্মরণ করা হবে চলমান সংঘাতের নির্মম বাস্তবতা।

এই উদ্যোগে একসঙ্গে যুক্ত হয়েছে ফ্রান্স টেলিভিশন, ব্রুট. এবং ফেস্টিভ্যাল দে কান। আয়োজকরা জানিয়েছেন, ইউরোপের কেন্দ্রে চলতে থাকা এই যুদ্ধ শুধু ইউক্রেন নয়, গোটা বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। সেই বাস্তবতাকে তুলে ধরতেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন।

ফ্রান্স টেলিভিশন ও ব্রুট.—এই দুই অফিসিয়াল পার্টনারের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ দিনটি উৎসর্গ করা হয়েছে সাংবাদিক, শিল্পী ও লেখকদের প্রতি—যারা সত্যের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধের ঘটনাপ্রবাহ নথিবদ্ধ করে চলেছেন। কান উৎসবও সেই দায়িত্ব থেকেই মনে করিয়ে দিতে চায়,  চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সময়ের সাক্ষ্য বহনকারী একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনটি চলচ্চিত্রের এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট, মানবিক সংকট ও তাৎপর্যপূর্ণ চরিত্রগুলোর জীবনসংগ্রাম।

উৎসব কর্তৃপক্ষের ভাষায়, ‘এই আয়োজনটি কান চলচ্চিত্র উৎসবের দায়বদ্ধতা এবং চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের চ্যালেঞ্জগুলোর—যা আমাদের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত—গল্প বলার সক্ষমতার একটি স্মারক।’

যে ৩টি চলচ্চিত্র দেখানো হবে—

জেলেনস্কি
পরিচালনা করেছেন ইভ জেলাঁ, লিসা ভাপনে ও আরিয়েন শ্যমান। এই চলচ্চিত্রে ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির শৈশব, কমেডিয়ান থেকে রাজনীতিতে উঠে আসার গল্প এবং একটি অস্থির সময়ে ইউক্রেনের প্রেক্ষাপটে তাঁর নেতৃত্বগুণ তুলে ধরা হয়েছে। স্বাধীনতার পরবর্তী দুঃসময়, দুর্নীতি, অর্থনৈতিক সংকট—সবকিছুর মধ্যদিয়ে কীভাবে একজন শিল্পী হয়ে ওঠেন রাষ্ট্রনায়ক, তা উঠে এসেছে ছবিতে।

নটর ঘুর
পরিচালনা করেছেন বার্নার-আঁরি লেভি ও মার্ক রুশেল। চলচ্চিত্রটি মূলত একটি ব্যক্তিগত যুদ্ধদিনলিপি। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়কালে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধক্ষেত্রে অবস্থানরত সৈন্যদের জীবনের ঝুঁকিপূর্ণ বাস্তবতা, সাধারণ মানুষের দুর্দশা এবং যুদ্ধের মধ্যেও তাদের দৃঢ় মনোবল তুলে ধরা হয়েছে। এতে ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে একটি সাক্ষাৎকার এবং বাংকারে সেনাদের সঙ্গে তাঁর সাক্ষাতের দৃশ্যও রয়েছে।

২০০০ মিটার টু আন্দ্রিইভকা
পরিচালনা করেছেন মস্তিস্লাভ চেরনভ। অস্কারজয়ী তথ্যচিত্র ‘মারিউপোলে বিশ দিন’-এর নির্মাতা এবারও সামনে এনেছেন ইউক্রেন যুদ্ধের এক কঠিন অধ্যায়। পূর্ব ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে সেনারা কীভাবে খালি হাতে, বিস্ফোরক-ভরা বনপথ পেরিয়ে এগিয়ে যায়, তা অত্যন্ত বাস্তবধর্মীভাবে চিত্রিত হয়েছে এই চলচ্চিত্রে। পরিচালক নিজেই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে দৃশ্যগুলো ধারণ করেছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে ইউক্রেনীয় নির্মাতাদের প্রতি সহানুভূতি ও সংহতির বার্তা উঠে আসছে। এবারের কান উৎসবে সেটি আরও একধাপ এগিয়ে গেল।

কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন বা স্পেশাল ডিসটিঙ্কশন অ্যাওয়ার্ড (বিশেষ স্বীকৃতি পুরস্কার) জিতেছে নির্মাতা আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘আলী’। বাংলাদেশের জন্য যা এক ঐতিহাসিক...
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। তারাজ্বলা সন্ধ্যা, গল্পে মোড়া সিনেমা আর শিল্পের বৈচিত্র্যে ভরপুর ছিল টানা ১২ দিনব্যাপী এই উৎসব। বাংলাদেশ সময় রোববার (২৪ মে) দিবাগত রাতে অনুষ্ঠিত হলো...
বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ইতিহাস সৃষ্টি করল। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে এটি পেয়েছে স্পেশাল মেনশন পুরস্কার। এর ফলে বাংলাদেশ প্রথমবারের মতো...
স্বল্পদৈর্ঘ্য সিনেমায় সাহসী উপস্থাপন
বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ প্রদর্শিত হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে। বৃহস্পতিবার (২২ মে) উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে...
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ইরান। দেশের পার্লামেন্ট ইতোমধ্যেই প্রণালীটি বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন...
রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপ‌জেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় এই ঘটনা ঘ‌টে। পরে খবর পেয়ে আজ সোমবার সকাল ৯টার...
ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। হঠাৎ কেন এই চর্ম  রোগ ব্যাপকভাবে দেখা দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই চিকিৎসকদের। তবে এটি প্রতিরোধে বাড়তি সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.