কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন বা স্পেশাল ডিসটিঙ্কশন অ্যাওয়ার্ড (বিশেষ স্বীকৃতি পুরস্কার) জিতেছে নির্মাতা আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘আলী’। বাংলাদেশের জন্য যা এক ঐতিহাসিক মাইলফলক। কেননা, এবারই প্রথম এই উৎসবে অফিসিয়াল কোনো পুরস্কার লাভ করেছে বাংলাদেশি সিনেমা।
এদিকে, রাজীবের কান-জয়ের পর থেকেই সামাজিকমাধ্যমে নেটিজেনদের অনেকে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ বা ‘বিশেষ স্বীকৃতি পুরস্কার’ কী—এই সম্পর্কে জানতে কৌতূহলী হয়ে উঠেছেন। কেউ কেউ বলছেন, এটা কি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের কোনো পুরস্কার? উত্তর হলো—হ্যাঁ, এটা মূলত জুরি অ্যাওয়ার্ড বা বিচারকদের সম্মতিপ্রাপ্ত পুরস্কার।
বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে এই জুরি পুরস্কার প্রবর্তন করে কান কর্তৃপক্ষ। ১৯৪৬ সালে সর্বপ্রথম পুরস্কারটি পেয়েছিল মূল প্রতিযোগিতা বিভাগের ফিচার ফিল্ম ‘দ্য ব্যাটেল অব দ্য রেইলস’। এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে জুরি পুরস্কার দেওয়া হয়। যেমন ‘প্রিঁ দ্যু জুরি’, ‘প্রিঁ দ্যু জুরি এক্স-একো’, ‘প্রিমিয়ার প্রিঁ দ্যু জুরি’, ‘প্রিঁ স্পেশাল দ্যু জুরি’, ‘প্রিঁ দ্যু জুরি এভেক মেনশন’ কিংবা ‘প্রিঁ স্পেশাল দ্যু জুরি এক্স-একো’ প্রভৃতি।
মার্কিন চলচ্চিত্র সমালোচক ডেভ কেহরের মতে, একটি মৌলিক কাজকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এই পুুরস্কার দেওয়া হয়, যা নির্মাতার অন্বেষণের চেতনাকে মূর্ত করে তোলে। ব্রিটিশ চলচ্চিত্র শিক্ষাবিদ অ্যান্ড্রু এম বাটলারের মতে, জুরি পুরস্কার একটি চলচ্চিত্রকে বিতরণ চুক্তি অর্জনে সহায়তা করে।
মূল প্রতিযোগিতার ফিচার ফিল্ম ও শর্ট ফিল্মসহ বেশ কিছু বিভাগে জুরি পুরস্কার দেওয়া হয়। বিচারকদের বিশেষ সুপারিশে এই পুরস্কার দেওয়া হয়। আবার কোনো কোনো বছর একটি সিনেমাও এই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয় না। চলচ্চিত্র-সংশ্লিষ্ট তথ্যভিত্তিক প্রতিষ্ঠান স্টিফেন ফলোস জানিয়েছে, ১৯৯০ সাল পর্যন্ত মাত্র ৬টি চলচ্চিত্র এই পুরস্কার পেয়েছিল। নব্বইয়ের দশক থেকে অবশ্য প্রায় প্রতি বছরই এই পুরস্কার দেওয়া হয়েছে।
এ বছর ৭৮তম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জুরি প্রাইজ পেয়েছে স্পেনিশ নির্মাতা অলিভার লুক্সের ‘সিরেট’ এবং জার্মান নির্মাতা মাশা শিলিনস্কি পরিচালিত ‘সাউন্ড অব ফলিং’। স্পেশাল প্রাইজ জিতেছে চীনের নির্মাতা বাই গানের চলচ্চিত্র ‘রেজারেকশন’। অন্যদিকে, শর্ট ফিল্ম বিভাগে স্পেশান মেনশন পেয়েছে আদনান আল রাজীবের আলী।
সূত্র: ফেস্টিভ্যাল দে কানস, স্টিফেন ফলোস