সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

‘মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে...’, কবে আসছে আমলনামা

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম

চরকি অরিজিনাল ফিল্ম ‘আমলনামা’ এমন এক গল্প, যা সম্পর্কে অল্পবিস্তর প্রায় সবাই জানেন কিন্তু এর রূঢ় দৃশ্য অদেখা। ফিকশনের আশ্রয় নিয়ে নির্মাতা রায়হান রাফী এবার সেই অদেখা দৃশ্য এবং অনুভূতি সবার সামনে আনার চেষ্টা করলেন। আমলনামা’র অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। পোস্টারে সিনেমাটির চরিত্রের ছবি তো আছেই, কিন্তু তার পেছনে ঝাপসা অক্ষরে লেখা ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। ধারণা করাই যায়, সিনেমাটির গল্পও এগিয়েছে সেই পথেই।

৮ মার্চ প্রকাশ পেয়েছে আমলনামা’র ট্রেলার। সেখানেও নানান ইঙ্গিত রয়েছে গল্পটির। ট্রেলারটির শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেশার আছে।’ এ ছাড়া, ট্রেলারে কিছু বাক্য ব্যবহার করা হয়েছে এমন, ‘মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে’, ‘তাঁহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’।

আমলনামা’র দৃশ্যে তমা মির্জা। ছবি: চরকি

শুধু তাই নয়, ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে। যার লাইন এমন– ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’। কবি-অভিনেতা-নির্মাতা কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো’ কবিতা থেকে নেয়া হয়েছে লাইন দুটি। মজার বিষয় হলো, ট্রেলারের জন্য আবৃত্তি করেছেন কবি নিজেই। সিনেমাটিতে তিনি অভিনয়ও করেছেন।

কামরুজ্জামান কামু বলেন, ‘এই সিনেমায় অভিনয়ের অন্যতম কারণ হলো, আমার এবং নির্মাতার ভাবনার মিল। রাফী যখন চরিত্রটির জন্য আমাকে বলেন, তখন ভেবে দেখলাম, যে কথা তিনি বলতে চান, সেকথা তো আমিও বলেছি, বলতে চাই। চরিত্রটি অনেক কিছু বলে এবং এটা বলা দরকার।’

একটি দৃশ্যে জাহিদ হাসান ও কামরুজ্জামান কামু। ছবি: চরকি

আমলনামা ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে এমন ‘বলা দরকার’ তাগিদ থেকেই। যে তাগিদ অনুভব করেছেন রায়হান রাফী। এই নির্মাতা বলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল।’ 

রাফীর মতে, এ ধরনের কাজ তিনি যখনই করতে গেছেন, যখনই সমাজকে প্রশ্ন করেছেন, সিস্টেমকে প্রশ্ন করতে গেছেন, তখনই কোনো না কোনো সমস্যা এসেছে তার সামনে। কিন্তু সেগুলো কখনোই আটকাতে পারেনি রাফীকে। তিনি বলেন, ‘আমি সিনেমা বানাই এবং সিনেমাই আমার প্রতিবাদের ভাষা। আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। আমরা ঘটনার ইনার ফিলিংটা (অন্তর্নিহিত মনোভাব) ধরার চেষ্টা করেছি। এমন ঘটনা অনেক হয়েছে, দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন।’

একটি দৃশ্যে সারিকা সাবরিন। ছবি: সংগৃহীত

সত্য ঘটনার ছায়া অবলম্বনে কোনো কনটেন্ট বা সিনেমা নির্মাণ করলে রায়হান রাফী সেভাবেই নির্মাণ করতে চান, যেন অপরাধী দেখলেও আতঙ্কিত হয়, বুঝতে পারে সে কী করেছে। আমলনামা-তেও রাফী সেই চেষ্টা করেছেন বলে জানান। রাফী বলেন, ‘একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে। তবে আমি বিশেষভাবে বলতে চাই এটা একজন বাবারও গল্প।’

সিনেমায় পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। ট্রেলারের প্রায় পুরোটা সময়জুড়ে তার ছোটাছুটি। স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুতি বিভিন্ন দৃশ্যে স্পষ্ট। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘এ চরিত্র আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে। খুবই বাস্তবধর্মী একটি চরিত্র এবং চরিত্রটির যে টেনশন, সেটা দর্শকদেরও চিন্তিত করে তুলবে বলে আমার মনে হয়।’ 

ট্রেলারে জানানো হয়েছে আমলনামা মুক্তির তারিখ। সিনেমাটি চরকিতে আসছে আগামী ১২ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে (১৩ মার্চ)। সিনেমাটিতে ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। পর্দায় তিনি একজন পুলিশ সদস্য। তার স্ত্রীর চরিত্রে আছেন সারিকা সাবরিন। সিনেমায় আরেকটি পরিবারে দেখা যাবে কামরুজ্জামান কামু ও তমা মির্জাকে। অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ। রায়হান রাফীর গল্পে আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম।       

দু’জনেই ছিলেন রূপালি পর্দার কিংবদন্তি। এক জন কণ্ঠের জাদুকর, আর অন্য জন অপরূপা রূপসী। প্রেম, বিচ্ছেদ, বিয়ে আর মৃত্যু—সব মিলে কিশোর কুমার ও মধুবালার জীবনের গল্প যেন এক করুণ উপন্যাস। এক সময়ে প্রেমে...
বলিউডে রাজকীয় বিয়ের যে চল, তার পথিকৃৎ বলা যায় কারিশমা কাপুরকে। ২০০৩ সালে মুম্বাইয়ে দাদু রাজ কাপুরের বাড়িতে চার দিন ধরে হয়েছিল এলাহি আয়োজন—সংগীত, মেহেদি, বিয়ে, রিসেপশন—সব মিলিয়ে যেন এক...
গাছের নিচে গামছা পরে শুয়ে থাকা অবস্থায় ভাইরাল হওয়া ছবি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা সমু চৌধুরী। জানালেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং ঘটনাটি ছিল মাজার ভ্রমণ ও আধ্যাত্মিক সময় কাটানোর অংশ। গত...
ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ছবিতে অভিনয় করে শাকিব খানের বিপরীতে আলোচনায় এসেছেন ছোট পর্দার তারকা সাবিলা নূর। আলোচনা চলছে আরেক জনপ্রিয় টিভি অভিনেতা ফারহান আহমেদ জোভানকে নিয়েও। ঈদে প্রচারিত জোভান...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.