সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

৭ বছর পর আবার সুন্দরীদের খোঁজে ‘লাক্স সুপারস্টার’

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:১০ পিএম

সাত বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে ‘লাক্স সুপারস্টার’। ২০০৫ সালে যাত্রা শুরু করা এই রিয়্যালিটি শো দেশের বিনোদন অঙ্গনে উপহার দিয়েছে একঝাঁক তারকা। শানারেই দেবী শানু, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ—তাঁদের প্রত্যেকের ক্যারিয়ারের সূচনা হয়েছিল এই প্রতিযোগিতার মাধ্যমে।

প্রথম কয়েক বছর টানা অনুষ্ঠিত হলেও ২০১০ সালের পর প্রতিযোগিতাটিতে আসে ছন্দপতন। এক বছর বিরতির পর ২০১২ সালে আবার ফিরে আসে, তবে তা ছিল ক্ষণস্থায়ী। ২০১৪ সালে অনুষ্ঠিত হলেও এরপর চার বছর বন্ধ থাকে। সর্বশেষ ২০১৮ সালের আয়োজনে বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা। এরপর বন্ধ হয়ে যায় এই আয়োজন।

লম্বা বিরতির পর ২০২৫ সালে আবারও আয়োজন করা হচ্ছে ‘লাক্স সুপারস্টার’। ৬ মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীরা অংশ নিতে পারবেন এই রিয়্যালিটি শোয়ে। আবেদন করতে হবে লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে।

এবারের প্রতিযোগিতার ফরম্যাটে এসেছে পরিবর্তন। আগের মতো শুধু অভিনয় বা স্টাইলিং নয়, এবার যোগ হয়েছে কনটেন্ট মেকিংয়ের মতো সমসাময়িক একটি বিভাগ। বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

লাক্সের ফেসবুক পেজে প্রকাশিত প্রমো ভিডিওতে মেহজাবীন জানান, ২০০৯ সালে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তিনিও ছিলেন নার্ভাস। তবে এই মঞ্চই তাঁকে সাহস দিয়েছে, তৈরি করেছে আত্মবিশ্বাস। এবার যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত।

প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা।

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ এখন দেশীয় দর্শকের আলোচনায়। মুক্তির পর থেকেই হলগুলোতে বেশ রমরমা ব্যবসা করছে সিনেমাটি। ঈদে অল্প সংখ্যাক হলে মুক্তি পেলেও দর্শকদের চাহিদায় এরইমধ্যে বেড়েছে হল...
শাকিব খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’-এর পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে (৩৫) গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে জেলা শহরের মোহাম্মদিয়া...
‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়’–নাট্যকার মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের এই সংলাপ জনজীবনে বহুলভাবে চর্চিত। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর ‘তান্ডব’...
বহু বছর পর দর্শকরা যেন নির্মল আনন্দের কোনো সিনেমা পেল! তাদের ভাষ্য, ঈদের মতো সার্বজনীন উৎসবে প্রেক্ষাগৃহে বাবা-মা-সন্তান তথা পরিবার মিলে উপভোগ করার মতো সিনেমা ‌‘উৎসব’। অনুভূতি প্রকাশ করতে গিয়ে নানা...
সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা। তাঁর জীবনে বিশাল একটি ক্ষেত্র ছিল। তিনি সকলকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিনি সংগ্রাম, কাব্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারী...
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ও সিলেট–৬ আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী আ ম অহিদ আহমদের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। রোববার...
গত বিশ বছর ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে জর্জ ডব্লিউ বুশ নামটা জড়ানো ছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন যেন এই যুদ্ধের সঙ্গে তাঁর নামও জড়ায়। ট্রাম্পের হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে...
কর ফাঁকির অভিযোগে বেশ ক’জন তারকার ব্যাংক হিসাব জব্দ হয়েছে। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা! এবার বিষয়টি...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.