বাংলাদেশের মূকাভিনয়চর্চার অন্যতম শিল্পী নিথর মাহবুব আসছেন একক মূকাভিনয় নিয়ে। মূকাকু হিসেবে খ্যাত এ অভিনেতা আগামী ১৮ মে রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে মঞ্চস্থ করবেন ‘রক্তে আগুন লেগেছে’ নামের মূকাভিনয়।
এক ঘণ্টার বেশি সময়জুড়ে চলবে এই পরিবেশনা, যেখানে শব্দহীন ভাষায় ফুটে উঠবে সমাজ, সময় ও জীবনের নানা দিক। রচনা, নির্দেশনা ও অভিনয়—সবই নিথর মাহবুবের। এই শো কেবল একটি পারফরম্যান্স নয়, এটি সময়ের অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ বলে জানান তিনি।
রক্তে আগুন লেগেছে মূলত ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত। সেই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের প্রতিরোধ, বঞ্চনা ও আশার গল্প উঠে আসবে নির্বাক শিল্পভাষায়। পারফরম্যান্সটি উৎসর্গ করা হয়েছে সেই আন্দোলনের সাহসী অংশগ্রহণকারীদের উদ্দেশে।
এদিন সন্ধ্যায় আরও পরিবেশিত হবে নিথর মাহবুবের কিছু জনপ্রিয় ও নতুন খণ্ড মূকাভিনয়। প্রতিটি পরিবেশনায় থাকছে সমাজের বাস্তবতা, নিপীড়িত মানুষের কথা, আর মনের গভীর যন্ত্রণা, যা ভাষাহীন হয়েও জোরালো বার্তা বহন করবে।
আয়োজনে সহকারী নির্দেশনা ও ফটোগ্রাফিতে রয়েছেন ফয়সাল মাহমুদ। মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। নেপথ্যে কাজ করছেন লেমন, টুটুল, রিপন, অনিক, রবিন ও ব্যাপ্তি আলমগীর।