ঈদের ছুটিতে একে একে দুই তারকা ঘুরলেন ভারত মহাসাগরের দ্বীপদেশ শ্রীলঙ্কা। বিদ্যা সিনহা মিমের পর সেখানে গিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। আর স্বপ্নময় সেই ভ্রমণের ঝলক ভাগ করে নিয়েছেন নিজের সামাজিকমাধ্যমে।
সম্প্রতি শবনম ফারিয়া ঘুরে এসেছেন মিরিসার কোকোনাট হিল থেকে। সামাজিকমাধ্যমের এক পোস্টে দেখা যায়, নীল সমুদ্র, সোনালি আকাশ আর বাতাসে দুলতে থাকা নারকেল গাছের ফাঁকে দাঁড়িয়ে হাসছেন তিনি। কালো পোশাকে, কাঁধে ঝোলানো ছোট ব্যাগ আর মুখভর্তি মিষ্টি হাসিতে রঙিন হয়ে উঠেছে তাঁর ছবি।
সেই পোস্টে অভিনেত্রীর ভক্তরাও দারুণভাবে সাড়া দিয়েছেন। কেউ লিখেছেন, ‘সুন্দর জায়গায় সুন্দর মানুষ’, কেউবা জানতে চেয়েছেন, ‘আপনি নাটকে অভিনয় করেন না কেন?’
ছবির ক্যাপশনেও ফারিয়া ছিলেন কাব্যিক। তিনি লিখেছেন, ‘‘একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’। যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’’
আরও এক পোস্টে তিনি লেখেন, ‘আরেকটা স্বপ্নপূরণ হলো। তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’
এর আগে ঈদুল আজহার ছুটিতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। হিক্কাডুয়া, কন্দালামা আর ইনফিনিটি পুলে কাটানো সেই মূহূর্তগুলোও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। মিম লিখেছিলেন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।’