বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সুপারহিট সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস। ১৯৯৮ সালে টিভি প্রিমিয়ারের পর দর্শকের আগ্রহে প্রেক্ষাগৃহেও মুক্তি পায় ছবিটি। পরিচালনা করেছিলেন কলকাতার প্রখ্যাত নির্মাতা বাসু চ্যাটার্জি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস।
প্রথম সিনেমাতেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পান ফেরদৌস। সেই সঙ্গে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা অভিনেতা হিসেবে। তাঁর বিপরীতে ছিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। আর সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী এই ছবির গান দিয়ে দুই বাংলার শ্রোতাদের মন জয় করেছিলেন।
প্রায় ২৭ বছর পর সিনেমাটির সিক্যুয়াল—‘আবার হঠাৎ বৃষ্টি’ নিয়ে আসছে এর প্রযোজনা প্রতিষ্ঠান আশীর্বাদ চলচ্চিত্র। আজ সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে মহরতের মাধ্যমে এর শুটিং শুরু হচ্ছে। এবার ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র। পরিচালনার দায়িত্বে আছেন কামরুজ্জামান।
সিনেমাটিতে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি এবং একঝাঁক নতুন মুখ। তাঁদের নাম-পরিচয় মহরতে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
তবে বড় চমক—নতুন এই সিক্যুয়ালে থাকছেন না মূল ছবির নায়ক-নায়িকা ফেরদৌস ও প্রিয়াঙ্কা।