সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কান উৎসবের লালগালিচায় থাকবে না নগ্ন পোশাক, ফ্ল্যাট জুতা, লম্বা গাউন

আপডেট : ১৩ মে ২০২৫, ০৩:৪৬ পিএম

মেট গালার ঝলমলে আলো ম্লান হতে না হতেই শুরু হলো আরেকটি ফ্যাশনের মহোৎসব, কান চলচ্চিত্র উৎসব। তবে এবারের কান যেন রঙিন পোশাকের নয়, বরং কড়া নিয়মের উৎসব। ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব। আর তার আগেই ঘোষণা এসেছে নতুন ড্রেস কোডের। লালগালিচায় আর দেখা যাবে না নগ্ন পোশাক, ফ্ল্যাট জুতা আর লম্বা গাউন।

চলতি বছর প্রথমবারের মতো উৎসব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে নগ্ন পোশাক নিষিদ্ধ। এমন কোনো পোশাক, যা শরীরের অধিকাংশ অংশ উন্মুক্ত করে বা যাকে ‘ন্যুড ড্রেসিং’ বলা যায়। তার জায়গা এবার লালগালিচায় নেই।

অতিরিক্ত ঝলমলে লম্বা ট্রেইনসহ গাউনও বাদ পড়েছে। কারণ? উৎসব কর্তৃপক্ষের ভাষায়, এগুলো শুধু দর্শনীর চোখের আনন্দই নয়, ভিড়ের ভেতর চলাফেরাতেও বড় বাধা তৈরি করে।

কী পরা যাবে, কী নয়

যারা গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মতো বড় সন্ধ্যা প্রিমিয়ারে আমন্ত্রণ পেয়েছেন, তাঁদের জন্য পোশাকের ক্ষেত্রে এবার কঠোরতা আরও বেশি। নারীদের জন্য রাজকীয় গাউন আর পুরুষদের জন্য টাক্সেডো নির্ধারণ করা হয়েছে। ব্যক্তিত্ব আর শৈলীতে কিছুটা ভিন্নতা আনা গেলেও, তা হতে হবে মার্জিত আর শালীন। একটা কালো ককটেল ড্রেস, গাঢ় রঙের প্যান্টসুট কিংবা নিখুঁত কাটিংয়ের আধুনিক পোশাক পরতেই পারেন। যদি সেটি যথেষ্ট পরিপাটি হয়।

জুতা নিয়ে পুরোনো বিতর্ক

কান চলচ্চিত্র উৎসব মানেই শুধু গাউন, গয়না আর গ্ল্যামার নয়। পোশাকের প্রতিটি অংশ নিয়ে থাকে আলাদা নজরদারি। আর তার মধ্যে সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো জুতা। জুতার ব্যাপারে কান উৎসবের রয়েছে নির্দিষ্ট নিয়ম। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, হিল জুতা বা পরিপাটি ফ্ল্যাট জুতা পরা যাবে। তবে খুব বেশি সাধারণ জুতা যেমন স্নিকারস, স্যান্ডেল বা অফিসের জুতা চলবে না।

তবে এই বিষয়টি একদিনে আলোচনায় আসেনি। পুরোনো এক বিতর্ক এখনো কানের লালগালিচায় রয়ে গেছে। কয়েক বছর আগে কান চলচ্চিত্র উৎসবে এমন কিছু নারী অতিথিকে লালগালিচায় ঢুকতে দেওয়া হয়নি। কারণ তাঁরা হাই হিল না পরে এসেছিলেন। অনেকেই বেছে নিয়েছিলেন মার্জিত ফ্ল্যাট জুতা। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁদের থামিয়ে দেন।

তখন এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। একটি উৎসবে কি জুতার হিলের উচ্চতা নিয়েও শর্ত থাকতে পারে? এই ঘটনাকে অনেকেই বলেছিলেন ‘অলিখিত হাই হিল নীতি’। যদিও উৎসব কর্তৃপক্ষ সরাসরি কোনো নীতির কথা স্বীকার করেনি। তবুও বিষয়টি থেকে যায় আলোচনার কেন্দ্রে। চলতি বছরেও উৎসব কর্তৃপক্ষ বলছে, জুতা হতে হবে মার্জিত ও উৎসবের মর্যাদার উপযোগী। তবে হিল বাধ্যতামূলক নয়। তবুও পুরোনো অভিজ্ঞতার কারণে অনেকেই দ্বিধায় আছেন।

নিয়ম মানবেন সবাই?

নতুন নিয়ম মানতে উৎসব অতিথিরা কতটা প্রস্তুত, সেটা সময়ই বলে দেবে। তবে কান মানেই তো একটু ব্যতিক্রমী স্টাইল! তাই কেউ কেউ নিয়ম ভেঙে সাহসী ফ্যাশন করবেন না, তা বলা যায় না।

কান উৎসবে এবার আর শুধু কে কেমন পোশাক পরলেন তা নয়। বরং কে কতটা নিয়ম মেনে চলেছে, সেটাই আলোচনার কেন্দ্র। নগ্ন পোশাক নয়, ফ্ল্যাট জুতা নয়, এবারের লালগালিচায় থাকবে মার্জিত সৌন্দর্য আর শালীনতার প্রতিচ্ছবি।

তথ্যসূত্র: টাইমস নাও, সিএনএন, ইয়াহু নিউজ

নিউ ইয়র্ক শহরের রাস্তায় হেঁটেই যেন পুরো র‍্যাম্প দখল করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন অ্যাকশন-কমেডি সিনেমা ‘হেডস অব স্টেট’-এর প্রমোশনে এসে একেবারে নিখুঁত ‘পাওয়ার ড্রেসিং’ এর নমুনা দিলেন এই বলিউড...
মায়ের পুরোনো শাড়ি মানেই ভাঁজ করা, এক কোণে তুলে রাখা, ন্যাপথালিনের গন্ধ মেখে থাকা এক টুকরো ভালোবাসা। আপনি যত শাড়িই কেনেন না কেন, সেই একখানা হ্যান্ডলুম শাড়ির মতো মায়া কোথাও নেই। শুধু স্মৃতির জন্য...
হাতব্যাগের দুনিয়ায় ‘হিমালয়ান বারকিন’কে ঘিরে কৌতূহলের শেষ নেই। ফরাসি ব্র্যান্ড হারমেসের এ ব্যাগ মিললেই যেন ভাগ্যে ছয়আনা। কারণ বাজারে এর সংখ্যা হাতে গোনা। দাম? ন্যূনতম আড়াই লাখ থেকে সাড়ে চার লাখ...
ফুলের সূক্ষ্ম সূচিকর্ম, হালকা গোলাপি রঙ আর একটুকরো রোমান্স, গ্রীষ্মের দুপুরে যেন শান্তির বাতাস বয়ে আনলেন রাশমিকা মান্দান্না। অনিতা ডংরির ডিজাইন করা ব্লাশ রঙের শাড়িতে নিজেকে জড়ালেন তিনি। শাড়িটির নাম...
জুলাই আন্দোলনের পর দেশের আইনশৃঙ্খলা অবনতির কারণে ৬টি মানি এক্সচেঞ্জ থেকে প্রায় ৫ কোটি টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ জানিয়েছে মানি চেঞ্জার্স এসোসিয়েশন। 
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনকে জাপান জীবাশ্ম জ্বালানি নির্ভর করে তুলছে বলে অভিযোগ করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। তাদের দাবি, দেশটির উৎপাদন কেন্দ্রে ব্যবহার হচ্ছে কয়লা, তেল ও গ্যাস। এই নির্ভরতায়...
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্জ। আজ মঙ্গলবার পার্লামেন্টে কথা বলার সময় মেয়ার্জ বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধ চলছে, সেখানে...
লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে আজ বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স জানিয়ে দিয়েছেন শান্ত ঠিক আছেন। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.