এক সময় শুধুই সৈকত বা বাথরুমে ব্যবহার করার জন্যই ব্যবহার হতো দেশি স্যান্ডেল। কিন্তু সময়ের বিবর্তন এই স্যান্ডেল হয়ে উঠেছে আধুনিক ফ্লিপ ফ্লপ। আরামদায়ক বলেই নয়, এখন এগুলো বিলাসবহুল ডিজাইনে রূপান্তরিত হয়ে জায়গা করে নিয়েছে র্যাম্পে ও শহরের রাস্তায়।
এক সময় সৈকত কিংবা বাথরুমের সঙ্গেই যার পরিচয়, সেই সাদামাটা স্যান্ডেল এখন হয়ে উঠেছে ফ্যাশনের বড় তারকা। বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ড এখন নতুন করে নজর দিয়েছে এই আরামদায়ক পায়ের জুতার দিকে। স্যান্ডেলকে রীতিমতো স্টাইল স্টেটমেন্ট বানিয়ে তুলছে তারা।
২০২৫ সালের শুরু থেকেই ফ্যাশনের জগতে ফ্লিপ ফ্লপ বা দেশি স্যান্ডেলের জয়জয়কার। দামী উপকরণ, আধুনিক কাটছাঁট আর স্টাইলিশ ডিজাইনের কারণে এখন এটি শুধু ঘরের ভেতর পরার জন্য সীমাবদ্ধ নয়। বরং শহরের রাস্তায়, ফ্যাশন র্যাম্পে, এমনকি অভিজাত পার্টিতেও পরা যাচ্ছে এই স্যান্ডেল।
রানওয়ে ছেড়ে রাস্তায়
চামড়ার স্ট্র্যাপ, সুয়েড ফিনিশ, প্ল্যাটফর্ম হিল, মেটালিক শাইন, এই সব কিছুই এখন স্যান্ডেলের নতুন পরিচয়। আগে যেখানে স্যান্ডেল মানেই হতো শর্টস বা লুঙ্গির সঙ্গে ঘরের বাইরে যাওয়ার একটা বাহানা, এখন তা পাল্টে গেছে। পালাজ্জো, কুলটস, জগার, এমনকি ক্রপড ব্লেজারের সঙ্গেও চলছে এই স্যান্ডেল।
বড় ব্র্যান্ড, বড় বদল
দ্য রো, ফেরাগামো, এত্রো, ইসাবেল মারাঁ ও ক্রিস্তিয়াঁ লুবুতাঁর মতো আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোও এবার নাম লিখিয়েছে এই ট্রেন্ডে। হাভাইয়ানাসের সঙ্গে দোলচে অ্যান্ড গাব্বানা, শ্যানেল, লোয়েভে আর প্রাদায়ের যৌথ প্রচেষ্টায় এসেছে বিলাসবহুল স্যান্ডেল। দ্যা রোয়ের স্যান্ডাল তো ফ্লিপ ফ্লপের পুরনো ভাবনাকেই পাল্টে দিয়েছে।
ফ্যাশনের নতুন বোল্ড মুখ
স্যান্ডেল এখন আর পেছনে পড়ে থাকা কোনো সাদামাটা পণ্য নয়। বরং এখনকার ফ্যাশনে একপ্রকার ‘বিপ্লবী’ হয়ে উঠেছে এটি। উন্নত ডিজাইন, আরামদায়ক ফিনিশ, বহুমুখী ব্যবহার আর পুরনো দিনের স্মৃতি, সব মিলিয়ে ২০২৫ সালের অন্যতম আলোচিত ট্রেন্ড হয়ে উঠেছে ফ্লিপ ফ্লপ।
বর্ষা মানেই স্যান্ডেল
বর্ষা তো এসে গেছেই। এই সময়ে কাদা-পানিতে ভেজা রাস্তা সামলাতে যেমন আরামদায়ক জুতা দরকার, তেমনি দরকার স্টাইলও। এই সময়ে জেলি ফ্লিপ-ফ্লপ, ওয়েজ হিল কিংবা মিনিমাল লেদার স্যান্ডেল হতে পারে ফ্যাশন আর আরামের চমৎকার সমন্বয়।
স্যান্ডেল মানেই আর শুধু বাড়ির ভেতর নয়। বরং এখন সেটা রীতিমতো ফ্যাশনের নতুন ভাষা। ২০২৫ সালে পায়ের নিচের এই চুপচাপ আইটেমটাই ফ্যাশনের সবচেয়ে উচ্চারিত নাম।