এই মা দিবসে ঢাকা রিজেন্সি মায়ের জন্য এক বিশেষ আয়োজন করেছে। এই দিনটিতে বিশেষ আয়োজনে থাকছে ‘ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম’। একটি ভালোবাসায় মোড়ানো সন্ধ্যা কাটাতে পারবেন। গুনতে হবে ৬ হাজার ৬৬৬ টাকা। যেখানে মায়ের সাথে গল্পে গল্পে ভরে উঠবে রাতের আকাশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে হোটেলটি।
এছাড়াও তাদের গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে ৫০ শতাংশ ছাড়ে গ্র্যান্ড বুফে ডিনার। যেটা উপভোগ করা যাবে ৫ হাজার ৫৫৫ টাকায়। যেখানে আপনি আপনার মাকে উপহার দিতে পারেন এক রাজকীয় নৈশ ভোজের অভিজ্ঞতা। ফেসবুকে থাকছে ‘উইন এ মাদার’স ডে স্পেশাল কেক’। প্রতিযোগিতায় ঢাকা রিজেন্সির পোস্টে মাকে ট্যাগ বা মেনশন করলেই জিতে নিতে পারেন এক ওয়েল ডিজাইন্ড সারপ্রাইজ কেক। যা শুধুই আপনার মায়ের জন্য।
এই আয়োজন শুধু অতিথিদের জন্যই সীমাবদ্ধ নয়, ঢাকা রিজেন্সি পরিবারকেও ছুঁয়ে গেছে অন্তর থেকে। এই বিশেষ দিনে সব আলাদা করে সম্মান জানানো হবে হোটেলটির সকল কর্মজীবী মাকে। যাঁরা প্রতিদিনই দক্ষতা আর ভালোবাসার অনন্য ভারসাম্যে আগলে রাখেন প্রতিষ্ঠান ও পরিবার, উভয়কেই।