সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ছোট রান্নাঘর সাজানোর নতুন কৌশল জাপানডি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩০ পিএম

আপনার রান্নাঘর যদি ছোট হয়ে থাকে, আর আপনি এটাকে ঠিকঠাকভাবে সাজাতে চান, তবে বেছে নিতে পারেন জাপানডি স্টাইল। এতে ঘরের যেমন নিখুঁত ব্যালেন্স তৈরি হবে। সেই সাথে আপনার রান্নাঘরে বজায় থাকবে শান্তিপূর্ণ পরিবেশ।

জাপানডি স্টাইল হলো জাপানি মিনিমালিজম এবং স্ক্যান্ডিনেভিয়ায়ের সংমিশ্রণ। যা আপনার ছোট রান্নাঘরকে সাজিয়ে তুলতে সাহায্য করবে। এখানে কয়েকটি জাপানডি স্টাইল ডেকর আইডিয়া রয়েছে। যা আপনার ছোট রান্নাঘরের সাজাতে সাহায্য করবে।

ঘরে নিউট্রাল টোনস রাখুন

নিউট্রাল টোনস জাপানডি স্টাইলের একটি প্রধান বৈশিষ্ট্য। আপনার ছোট রান্নাঘরে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে, এমন রঙ বেছে নিন। যেমন হালকা সাদা, মৃদু ধূসর, বেইজ এবং কাঠের রঙ। এই রঙগুলো রান্নাঘরকে প্রশস্ত এবং উজ্জ্বল মনে করাবে। পাশাপাশি আরামদায়ক এবং শান্ত পরিবেশও তৈরি করবে। হালকা এবং প্রাকৃতিক রঙ আপনাকে শান্তি এবং স্নিগ্ধতা প্রদান করবে।

সাদা ক্যাবিনেট, হালকা কাঠের শেলফ এবং বেইজ রঙের টাইলস দেয়ালে ব্যবহার করার কথা ভাবুন। এই উপকরণগুলো জাপানডি স্টাইলে রান্নাঘরের জন্য আদর্শ হতে পারে। সাদা ক্যাবিনেট রান্নাঘরকে উজ্জ্বল এবং খোলামেলা দেখাবে। হালকা কাঠের শেলফ প্রাকৃতিক ছোঁয়া দেবে। অন্যদিকে বেইজ রঙের টাইলস দেয়ালে পরিবেশকে স্নিগ্ধ ও হালকা করে তুলবে।

প্রাকৃতিক উপকরণ

জাপানডি ডিজাইনে কাঠ, বাঁশ, পাথর এবং সিরামিকের মতো প্রাকৃতিক উপকরণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই উপাদানগুলো একদিকে যেমন দেবে নান্দনিক রূপ, অন্যদিকে টেকসই করবে। তাই ছোট রান্নাঘরের এটি হতে পারে সবচেয়ে ভালো মাধ্যম। কাঠের কাউন্টারটপ বা ক্যাবিনেট, বাঁশের ড্রয়ার অর্গানাইজার বা পাথরের ব্যাকস্প্ল্যাশ ব্যবহার করুন। এই উপকরণগুলো আপনার রান্নাঘরে প্রাকৃতিক ছোঁয়া দেবে।

রাখতে পারেন ভার্টিকাল স্টোরেজ

ছোট রান্নাঘরে জায়গা যতটা সেইভ করা যায়, ততোই মঙ্গল। তাই ভার্টিকাল স্টোরেজের ব্যবহার করতে পারে। সেদিক থেকে ফ্লোটিং শেলফ হতে পারে ভালো সমাধান। এটি মূলত জাপানডি থেকে অনুপ্রাণিত। এতে থালা-বাসনও রাখতে পারেন, আবার গাছপালা দিয়েও সাজাতে পারেন। এটি রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে সাহায্য করে। সেই সাথে রান্নাঘরকে আরও প্রশস্ত দেখাতে সহায়তা করে।

দেয়ালের সঙ্গে বা সিঙ্কের ওপরে এ ধরনের কাঠের শেলফ লাগানো হয়। যা দেখতেও স্টাইলিশ লাগে এবং বাড়তি স্টোরেজ সুবিধাও দেবে। শেলফগুলোতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র পরিকল্পিতভাবে সাজাতে পারেন। যেমন সিরামিকের প্লেট, স্টোরেজ জার বা সামান্য সবুজের ছোঁয়ার জন্য ছোট গাছের টব রাখতে পারেন।

খুব সাধারণ ক্যাবিনেট বেছে নিন

খুব বেশি ডিজাইনের ক্যাবিনেট রাখবেন না। যেগুলোর সামনে সোজা দরজা থাকে এবং অতিরিক্ত ডিজাইন সেগুলো এড়িয়ে চলুন। সাদামাটা কিন্তু স্টাইলিশ লুক পেতে হালকা রঙের কাঠের বা ম্যাট ব্ল্যাক ক্যাবিনেট বেছে নিতে পারেন। রান্নাঘরকে মিনিমাল রাখতে, চিকন ও রিসেসড হ্যান্ডেলস বেছে নিন। অথবা হ্যান্ডল ছাড়া ক্যাবিনেট ব্যবহার করুন। জাপানডি স্টাইল সবসময় খুব সাধারণ কিন্তু স্টাইলিশ, এই বিষয়টি নিয়ে কাজ করে।

ছিমছাম পোশাকে খাপ খাইয়ে নিখুঁত জুতা পরার দিন বুঝি ফুরিয়েছে। এখন ফ্যাশনে চলছে ‘ভুল’ জুতা পরার প্রবণতা। অন্তত ইনস্টাগ্রাম আর টিকটক সেটাই বলছে। আর এই নতুন স্টাইলেন নাম, রং শু থিওরি। এই থিওরি অনুযায়ী,...
নিত্যদিনের ব্যস্ততার মাঝে এখন অস্বস্তিকর গরম আবহাওয়া। পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় স্বস্তিদায়ক আরামের পোশাক নির্বাচনে রঙের পাশাপাশি প্রাধান্য দিতে হবে ফেব্রিককে। তাই গরমে আরামে থাকা এবং ফ্যাশনেবল এই...
ঘর সাজানো কি শুধু প্রয়োজনের জন্য? এখন আর শুধু তাই নয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে ঘরের রুচি, নকশা আর রঙের ধারা। যেমন পোশাকে ট্রেন্ড বদলায়, তেমনি বদলায় অন্দরসজ্জার ধারা। এক সময় যা দারুণ জনপ্রিয় ছিল,...
গরম ও আর্দ্র আবহাওয়ার এই দেশে, ঘাম-প্রতিরোধী মেকআপ কেবল প্রয়োজন নয়, বলা চলে দরকারি। গরমের এই সময়টাতে দুপুরের পর আয়নার সামনে দাঁড়ালে দেখা যায়, সকালের সেই সুন্দর মুখটাই যেন কোথায় হারিয়ে গেছে।...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যসহ চার আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
ক্লাব বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হচ্ছিল ম্যাচটিকে। ম্যাচের আগে আবহাওয়াও অপেক্ষায় রাখিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ম্যাচ শুরুর পর আসল ঝড় বয়ে গেল রেয়াল মাদ্রিদের ওপর। পিএসজির আক্রমণের...
এখন বাজারে গেলে কাঁকরোল দেখতে পাবেন। কাঁকরোল দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের তরকারি। তরকারি ছাড়াও কাঁকরোল দিয়ে ভর্তাও করা যায়। এই ভর্তা বানানো খুবই সহজ এবং গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.