ঘরের গাছ ঘরকে শুধু সুন্দরই করে না, বরং বাতাসও বিশুদ্ধ রাখে। কিন্তু বছরের সব ঋতুতে গাছগুলোকে সুস্থ রাখা সহজ কাজ নয়। অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যায়। গাছ বাড়ে না, এমনকি শুকিয়ে যেতে শুরু করে। তবে একটু যত্ন আর সঠিক নিয়ম জানা থাকলে, আপনার ঘরের গাছগুলোও থাকতে পারে সতেজ ও প্রাণবন্ত।
আপনার গাছ যত্নে রাখার জন্য বাগান বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। বেশির ভাগ ঘরের গাছ সহজে টিকে থাকতে পারে। শুধু প্রয়োজন ঠিকঠাক আলো, পানি ও পরিবেশ। নিচের এই সাতটি টিপস মেনে চললে সারা বছর আপনার গাছ থাকবে সবুজ আর সতেজ।
গাছে উপযুক্ত আলো দিন
সব গাছ সমান আলো চায় না। কোনোটির রাখতে হয় জানালার পাশে পুরো রোদে। আবার কোনোটি অল্প আলোয়ও ভালো থাকে। ক্যাকটাস বা সাকুলেন্টের মতো গাছ রাখুন জানালার ধারে। তবে মানিপ্ল্যান্ট বা স্নেক প্ল্যান্টের মতো কম আলো লাগে। তাই এসব গাছ রাখুন ঘরের এক কোণে, হালকা আলোয়। যদি দেখেন গাছ আলোর দিকে ঝুঁকে যাচ্ছে, বুঝবেন আলো কম পড়ছে।
প্রয়োজন হলে তবেই পানি দিন
বেশিরভাগ মানুষ গাছের যত্ন নিতে গিয়ে পানি বেশি দিয়ে ফেলে। এতে গাছের গোড়া পচে যেতে পারে। পানি দেওয়ার আগে মাটি হাত দিয়ে ছুঁয়ে দেখুন। মাটির ওপরের ২-৩ সেন্টিমিটার শুকনো মনে হলে, তবেই পানি দিন। অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে, টবে এমন ছিদ্র যেন থাকে খেয়াল রাখুন।
সঠিক টব ও মাটি ব্যবহার করুন
গাছের জন্য মাটির টব সবচেয়ে ভালো। ক্যাকটাস বা সাকুলেন্টের জন্য আলাদা ধরনের মাটি দরকার হয়। আর পাতাযুক্ত গাছের জন্য দরকার আরেক ধরনের। গাছের ধরন অনুযায়ী মাটি বেছে নিন। যাতে শিকড় ভালোভাবে বেড়ে উঠতে পারে।
ঠিকঠাক তাপমাত্রায় রাখুন
ঘরের গাছ সাধারণত ১৮-২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে। গাছের পাশে গরম হিটার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রাখবেন না। হঠাৎ তাপমাত্রা পরিবর্তন গাছের ক্ষতি করতে পারে।
পাতাগুলো পরিষ্কার ও ছাঁটাই করুন
পাতায় ধুলো জমলে আলো পৌঁছায় না। তাই কয়েক সপ্তাহ পরপর ভেজা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দিন। এতে পোকামাকড় আছে কি না, তাও বোঝা যায়। হলুদ বা শুকনো পাতা কেটে ফেলুন, গাছের শক্তি বাঁচে।
মাঝে মাঝে সার দিন
ঘরের টবের গাছের জন্য একটু বাড়তি খাবার লাগে। বসন্ত ও গ্রীষ্মকালে তরল সার ব্যবহার করুন। প্রতি ৪-৬ সপ্তাহে একবার দিতে পারেন। তবে শীতে সার দেওয়া থেকে বিরত থাকুন। তখন গাছ বিশ্রামে থাকে।
গাছের অসুস্থতার লক্ষণ খেয়াল করুন
গাছ নিজেই অনেক কিছু জানায়। পাতার রং যদি হলুদ হয়, বুঝবেন হয়তো পানি বেশি পেয়েছে। পাতা শুকিয়ে গেলে বোঝা যায় বাতাস হয়তো বেশি শুষ্ক। পাতার নিচে যদি পোকা বা দাগ দেখেন, তবে দ্রুত ব্যবস্থা নিন। যত আগে ধরা পড়বে, তত সহজে সমাধান সম্ভব।
ঘরের গাছ যত্নে রাখার জন্য অনেক সময় বা খরচ লাগে না। শুধু দরকার একটু মনোযোগ। এই ৭টি টিপস মেনে চললে, আপনার গাছগুলো থাকবে সতেজ আর সবুজ, বছরজুড়েই।