সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ঘরের গাছ ভালো রাখতে ৭টি টিপস

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

ঘরের গাছ ঘরকে শুধু সুন্দরই করে না, বরং বাতাসও বিশুদ্ধ রাখে। কিন্তু বছরের সব ঋতুতে গাছগুলোকে সুস্থ রাখা সহজ কাজ নয়। অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যায়। গাছ বাড়ে না, এমনকি শুকিয়ে যেতে শুরু করে। তবে একটু যত্ন আর সঠিক নিয়ম জানা থাকলে, আপনার ঘরের গাছগুলোও থাকতে পারে সতেজ ও প্রাণবন্ত।

আপনার গাছ যত্নে রাখার জন্য বাগান বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। বেশির ভাগ ঘরের গাছ সহজে টিকে থাকতে পারে। শুধু প্রয়োজন ঠিকঠাক আলো, পানি ও পরিবেশ। নিচের এই সাতটি টিপস মেনে চললে সারা বছর আপনার গাছ থাকবে সবুজ আর সতেজ।

গাছে উপযুক্ত আলো দিন

সব গাছ সমান আলো চায় না। কোনোটির রাখতে হয় জানালার পাশে পুরো রোদে। আবার কোনোটি অল্প আলোয়ও ভালো থাকে। ক্যাকটাস বা সাকুলেন্টের মতো গাছ রাখুন জানালার ধারে। তবে মানিপ্ল্যান্ট বা স্নেক প্ল্যান্টের মতো কম আলো লাগে। তাই এসব গাছ রাখুন ঘরের এক কোণে, হালকা আলোয়। যদি দেখেন গাছ আলোর দিকে ঝুঁকে যাচ্ছে, বুঝবেন আলো কম পড়ছে।

প্রয়োজন হলে তবেই পানি দিন

বেশিরভাগ মানুষ গাছের যত্ন নিতে গিয়ে পানি বেশি দিয়ে ফেলে। এতে গাছের গোড়া পচে যেতে পারে। পানি দেওয়ার আগে মাটি হাত দিয়ে ছুঁয়ে দেখুন। মাটির ওপরের ২-৩ সেন্টিমিটার শুকনো মনে হলে, তবেই পানি দিন। অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে, টবে এমন ছিদ্র যেন থাকে খেয়াল রাখুন।

সঠিক টব ও মাটি ব্যবহার করুন

গাছের জন্য মাটির টব সবচেয়ে ভালো। ক্যাকটাস বা সাকুলেন্টের জন্য আলাদা ধরনের মাটি দরকার হয়। আর পাতাযুক্ত গাছের জন্য দরকার আরেক ধরনের। গাছের ধরন অনুযায়ী মাটি বেছে নিন। যাতে শিকড় ভালোভাবে বেড়ে উঠতে পারে।

ঠিকঠাক তাপমাত্রায় রাখুন

ঘরের গাছ সাধারণত ১৮-২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে। গাছের পাশে গরম হিটার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রাখবেন না। হঠাৎ তাপমাত্রা পরিবর্তন গাছের ক্ষতি করতে পারে।

পাতাগুলো পরিষ্কার ও ছাঁটাই করুন

পাতায় ধুলো জমলে আলো পৌঁছায় না। তাই কয়েক সপ্তাহ পরপর ভেজা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দিন। এতে পোকামাকড় আছে কি না, তাও বোঝা যায়। হলুদ বা শুকনো পাতা কেটে ফেলুন, গাছের শক্তি বাঁচে।

মাঝে মাঝে সার দিন

ঘরের টবের গাছের জন্য একটু বাড়তি খাবার লাগে। বসন্ত ও গ্রীষ্মকালে তরল সার ব্যবহার করুন। প্রতি ৪-৬ সপ্তাহে একবার দিতে পারেন। তবে শীতে সার দেওয়া থেকে বিরত থাকুন। তখন গাছ বিশ্রামে থাকে।

গাছের অসুস্থতার লক্ষণ খেয়াল করুন

গাছ নিজেই অনেক কিছু জানায়। পাতার রং যদি হলুদ হয়, বুঝবেন হয়তো পানি বেশি পেয়েছে। পাতা শুকিয়ে গেলে বোঝা যায় বাতাস হয়তো বেশি শুষ্ক। পাতার নিচে যদি পোকা বা দাগ দেখেন, তবে দ্রুত ব্যবস্থা নিন। যত আগে ধরা পড়বে, তত সহজে সমাধান সম্ভব।

ঘরের গাছ যত্নে রাখার জন্য অনেক সময় বা খরচ লাগে না। শুধু দরকার একটু মনোযোগ। এই ৭টি টিপস মেনে চললে, আপনার গাছগুলো থাকবে সতেজ আর সবুজ, বছরজুড়েই।

ছিমছাম পোশাকে খাপ খাইয়ে নিখুঁত জুতা পরার দিন বুঝি ফুরিয়েছে। এখন ফ্যাশনে চলছে ‘ভুল’ জুতা পরার প্রবণতা। অন্তত ইনস্টাগ্রাম আর টিকটক সেটাই বলছে। আর এই নতুন স্টাইলেন নাম, রং শু থিওরি। এই থিওরি অনুযায়ী,...
ছোটবেলায় স্কুল ড্রেস বা পিকনিকে বিছানো চেক কাপড় মনে আছে? ঠিক সেই চেনা চেক প্রিন্ট আবার ফিরে এসেছে ফ্যাশনের দুনিয়ায়। নাম তার ‘জিনঘ্যাম’। তবে এবার আর আগের মতো নয়, ২০২৫ সালে জিনঘ্যাম এসেছে নতুন কাটে,...
নিত্যদিনের ব্যস্ততার মাঝে এখন অস্বস্তিকর গরম আবহাওয়া। পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় স্বস্তিদায়ক আরামের পোশাক নির্বাচনে রঙের পাশাপাশি প্রাধান্য দিতে হবে ফেব্রিককে। তাই গরমে আরামে থাকা এবং ফ্যাশনেবল এই...
ঘর সাজানো কি শুধু প্রয়োজনের জন্য? এখন আর শুধু তাই নয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে ঘরের রুচি, নকশা আর রঙের ধারা। যেমন পোশাকে ট্রেন্ড বদলায়, তেমনি বদলায় অন্দরসজ্জার ধারা। এক সময় যা দারুণ জনপ্রিয় ছিল,...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যসহ চার আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
ক্লাব বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হচ্ছিল ম্যাচটিকে। ম্যাচের আগে আবহাওয়াও অপেক্ষায় রাখিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ম্যাচ শুরুর পর আসল ঝড় বয়ে গেল রেয়াল মাদ্রিদের ওপর। পিএসজির আক্রমণের...
এখন বাজারে গেলে কাঁকরোল দেখতে পাবেন। কাঁকরোল দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের তরকারি। তরকারি ছাড়াও কাঁকরোল দিয়ে ভর্তাও করা যায়। এই ভর্তা বানানো খুবই সহজ এবং গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.