সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

ভালো–মন্দ স্পর্শ সম্পর্কে জানাতে হবে শিশুদের 

আপডেট : ১২ জুন ২০২৪, ১২:৫৭ পিএম

স্নেহ করা বা স্পর্শ করে শিশুকে আদর করা প্রাকৃতিক ও স্বাভাবিক একটি আচরণ। তবে শৈশব বা কৈশোরের কিছু কিছু অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত স্পর্শ শিশুর মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলে, যা পরবর্তীতে তার সামাজিক ও মানসিক বিস্তারে বাধা হয়ে দাঁড়ায়।

সচেতন অভিভাবক হিসেবে সন্তানদের ভালো–মন্দ স্পর্শ সম্পর্কে সচেতন করা পারিবারিক ও সামাজিক দায়িত্ব কর্তব্য। যেন হঠাৎ অনাকাঙ্ক্ষিত স্পর্শের সম্মুখীন হলে শিশু নিজেই প্রতিরোধ করতে পারে।

কীভাবে শেখাবেন?
যৌন নির্যাতনের শিকার উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সকল শ্রেণি ও সব বয়সী শিশুরাই হতে পারে। শুধু মেয়ে শিশুরা নয়, ছেলে শিশুরাও যৌন নির্যাতনের সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞদের মতে, শিশুকে অবশ্যই তার প্রাইভেট পার্ট সম্পর্কে সচেতন করতে হবে। অভিভাবক হিসেবে কাজটি করতে হবে আপনাকে।

আপনার সন্তান শিশু হলেও তার থেকে অনুমতি নেওয়ার অভ্যাস করুন। এতে সে অনুমতির গুরুত্ব শিখবে। পোশাক পরিবর্তন কিংবা গোসলের সময় তাকে স্পর্শ করার আগে অবশ্যই তার অনুমতি নিন। এতে অনুমতি ছাড়া যে প্রাইভেট পার্টে হাত দেওয়া যায় না, এটি বুঝতে শিখবে।আপনার শিশুকে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে ধারণা দিন।  পাশাপাশি আরও শেখান যে তার শরীর একান্তই ব্যাক্তিগত এবং এর উপর শুধু তার অধিকার। কোনো পরিচিত বা অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত স্পর্শকে সে না বলার অধিকার রাখে।

ভালো–মন্দ স্পর্শ শেখানোর কোন সঠিক বয়স আছে কি?
অনেক অভিভাবকেরা মনে করেন, যে কোনো বয়সেই শিশুকে এসব শেখানো প্রয়োজন। অনেকে মনে করেন, শিশুরা যখন কোনো বিশেষ বয়সে পৌঁছে তখন তাদের এ ধরনের বিষয়ে শিক্ষা দেওয়া উত্তম। মূলত যে বয়স থেকে শিশু বোঝে ও কথা বলতে শেখে, তখনই এ ব্যাপারে শিশুকে ধারণা দিন। যৌন নির্যাতন প্রতিরোধে অভিভাবক ও শিশুর নিজের সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধক।

সবার আগে অবশ্যই শিশুর সঙ্গে অভিভাবকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। নতুবা শিশু তার কোনো গোপন বা স্পর্শকাতর বিষয়গুলো নির্দ্বিধায় প্রকাশ করতে চাইবে না বা ভয় পাবে। শিশুদের দ্বিধা, অভিযোগ এবং গোপন বিষয়গুলোকে উপেক্ষা না করে গুরুত্ব দিন। কোনো পরিচিত কাছের মানুষ সম্পর্কে অভিযোগ করলে বকা না দিয়ে বিশ্বাস করুন। আপনি যে আপনার শিশুর সবচেয়ে নিরাপদ ও আস্থার স্থান তা নিশ্চিত করুন।

এ ছাড়া কেউ অনাকাঙ্ক্ষিত স্পর্শ করলে কী কী পদক্ষেপ নিতে হবে তা শিশুকে আগে থেকে গুছিয়ে বলুন। শিশুকে স্পষ্টভাবে জানান, বড়দের কোনো স্পর্শ শিশুর অস্বস্তিকর লাগলে যেন সঙ্গে সঙ্গে মা-বাবাকে জানায়। তাকে বলুন- তাৎক্ষণিক ভাবে ‘না’ বলতে হবে। ব্যক্তিটিকে বলতে হবে যে, তুমি পছন্দ করছ না এবং তুমি চাচ্ছো না তিনি তোমাকে এভাবে স্পর্শ করুক। আশেপাশে কেউ থাকলে তার কাছে সাহায্য চাইতে হবে। প্রয়োজনে চিৎকার করতে হবে।
যৌন নির্যাতনের ভয়ে শিশুদের বাইরে খেলাধুলা বা সামাজিক যোগাযোগ বন্ধ করা যাবে না। কারণ পরিপূর্ণ মানসিক বিকাশে খেলাধুলা এবং সামাজিক মেলামেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিশু বয়সের যৌন নির্যাতনের ফলে অনেক মারাত্মক ও দীর্ঘমেয়াদি শারীরিক এবং মানসিক প্রভাব ফেলে। যেমন মানুষের প্রতি অবিশ্বাস ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাসের ঘাটতি এবং বিবিধ মানসিক সমস্যা।

সুতরাং প্রত্যেক মা–বাবা তাদের সন্তানকে ভালো ও মন্দ স্পর্শ সম্পর্কে শেখাতে হবে। তাই এ বিষয়গুলো নিয়ে মা-বাবাকেই শুরু থেকে সচেতন থাকতে হবে। 

লেখক: শিশু বিকাশ বিষয়ক গবেষক, শিশু বিকাশ ডট কম

বৃষ্টি হলেই ভিজে আবহাওয়া আর আর্দ্রতার সঙ্গে বাড়ে জীবাণু ও পরজীবীর উপদ্রব। শুধু মানুষ নয়, এই সময় সবচেয়ে বিপাকে পড়ে ঘরের আদরের পোষ্যটিও। বিশেষ করে কুকুরের শরীরে পরজীবী সংক্রমণের ঝুঁকি বর্ষায় বেড়ে...
চোখে দেখলে সব ঠিকঠাক। এক ছাদের নিচে থাকা দম্পতি, সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে যাওয়া, বর্ষপূর্তিতে ছবি পোস্ট, সবই আছে। কিন্তু বাস্তবে তারা একে অপর থেকে বহু দূরে, মানসিকভাবে বিচ্ছিন্ন। ঝগড়াঝাঁটি নেই,...
বাবারা প্রায়ই বলেন, ‘আমার কিছুই লাগবে না’ কিংবা ‘একটু সময় দিলেই চলবে।’ কিন্তু আদতে তারা সন্তানের কাছ থেকে একটু মমতা, একটু যত্ন, আর ভালোবাসার ছোঁয়া খুঁজে ফেরেন। তাই এই দিনটিতে বাবাকে খুশি করতে...
বাবা শব্দটা যত সহজ, এর গভীরতা ঠিক ততটাই বেশি। অনেক সময় মুখে কিছু বলেন না, কিন্তু তাঁর কাজ আর উপস্থিতি জীবনের প্রতিটি ধাপে পড়ে থাকে ছাপ রেখে। সাইকেল চালানো শেখানো হোক কিংবা জীবনের কঠিন সময়ে নীরবে...
হলিউড এনসাইক্লোপেডিয়ায় (বিশ্বকোষ) নতুন মাত্রা যোগ করেছে অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান এবং বিখ্যাত প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের মার্কেটিং কৌশল।   আগামী বছরের ১৭ জুলাই মুক্তি...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিতিতে তাদের...
'কোনো এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/ জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট' — এমনই মন খারাপ করা লাইন দিয়ে শুরু হচ্ছে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’।...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.