সেকশন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

শিশুদের অনলাইনে তুলে দিয়ে কী হারাচ্ছি আমরা, জানেন?

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

এক খুদে মেয়ে তার মাকে ‘নানিকে সম্মান করার’ পরামর্শ দিচ্ছে। অসাধারণ ভঙ্গি, বড়দের মতো কথা। আমাদের মন ভরে যায়। হাজার হাজার লাইক, শেয়ার, কমেন্ট। মুহুর্তেই সে বনে যাচ্ছে তারকা।

প্রতিদিনই আমাদের ফিডে শিশুদের এমনই কত ভিডিও আসে। বাচ্চারা বাবা-মাকে জ্ঞান দিচ্ছে, নাচছে, গাইছে, অভিনয় করছে। ইউটিউবে গেলে দেখা যাবে হাজারো ‘কিডফ্লুয়েন্সার’, যারা এখনই তারকা। লক্ষ লক্ষ ভিউ, সাবস্ক্রাইবার, স্পন্সরশীপ।

কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা আমরা দেখি না।

এই শিশুরা কি স্কুল মিস করছে? ঠিকমতো ঘুমাচ্ছে, খাচ্ছে? নাকি বার বার ‘রেকর্ড, পোস্ট, রিপিট’ এর চাপে হাঁপিয়ে উঠছে? ক্যামেরা বন্ধ হলে হয়তো কেউ বলছে, ‘একটা ভালো শট দে না, পারছিস না কেন?’ অথচ সে হয়তো চায়, শুধু স্কুলে যেতে, খেলে বেড়াতে, একটু নিঃশ্বাস নিতে।

ব্যাড ইনফ্লুয়েন্সের বাস্তবতা

নেটফ্লিক্সের সাম্প্রতিক ডকুমেন্ট সিরিজ ‘ব্যাড ইনফ্লুয়েন্স’ এই অন্ধকার দিকটা তুলে ধরেছে। সেখানে জনপ্রিয় চাইল্ড ইনফ্লুয়েন্সার পাইপার রকেলের জীবন ও তার মা টিফানির গল্প দেখা যায়। যিনি কন্যার জনপ্রিয়তাকে কেন্দ্র করে সাফল্য, অর্থ, খ্যাতি যেভাবেই হোক পেতে চান।

সাংবাদিক টেলর লরেঞ্জ বলেন, ‘এই সিরিজ অনেক দরকারি প্রশ্ন তুলেছে। শিশুরা যখন ১৩ বা ১৪ বছরের মধ্যে আয় করতে শুরু করে, তখন তাদের সঙ্গে কেমন আচরণ করা উচিত? অভিভাবকেরা কি শুধু টাকা আর জনপ্রিয়তার দিকটাই দেখছেন?’

লাইকের নেশা কার?

মনোবিজ্ঞানী ড. মেঘা পুষ্কর্ণা বলেন, ‘শিশুরা বুঝে না, কিন্তু মা-বাবারা বুঝে, ‘ভিউ আসছে’, ‘ফলো বাড়ছে’। এর একটা ডোপামিন রাশ আছে, একটা আসক্তি আছে। অনেক সময় মা-বাবারাই না বুঝে সেই আসক্তি শিশুর মধ্যে ঢুকিয়ে দেন।’

আর যদি মা-বাবারাই এই নেশায় ডুবে যান। তাহলে থামার সীমানা টানবে কে?

প্যারেন্টিংয়ের পালাবদল

ড. মেঘা আরও বলেন, ‘এক সময় ভালো ছাত্র হওয়া মানেই শ্রেষ্ঠ হওয়া ছিল। এরপর এলো খেলাধুলা। এখন? সৃজনশীলতা—নাচ, গান, ভিডিও। কিন্তু পড়ালেখা বা খেলাধুলার সাফল্য পেতে সময় লাগে। আর  অনলাইন খ্যাতি আসে এক রাতেই। একটা ভাইরাল ভিডিও মানেই তারকা।’

তিনি আরও বলেন, ‘বাচ্চাদের প্রতিভা বিকাশ হওয়া উচিত। কিন্তু কখনো কখনো চাপটা অভিভাবকদের দিক থেকেই বেশি আসে। ওদের ওপর নয়, আমাদেরও নিজের দিকে তাকানো উচিত।’

শেষ প্রশ্নটা শিশুর জন্যই রাখা হোক

আজ যে মেয়েটি ভাইরাল হলো। সে যদি ১৮ বছর বয়সে ভাবে, ‘আমি তো চাইনি এই ভিডিও সবাই দেখুক।’ তখন কী হবে?

তাই একটা পোস্ট দেওয়ার আগে হয়তো সেই প্রশ্নটাই আমাদের করা উচিত। এই ভিডিওটা আমি কেন দিচ্ছি? কার জন্য দিচ্ছি? আর সেটা কি এই শিশুর জন্যও ভালো?

তথ্যসূত্র: টাইমস নাউ

ত্বকের যত্নে এখন সবচেয়ে বেশি আলোচনায় রেটিনল। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে ডার্মাটোলজিস্টরাও রেটিনলকে বলছেন স্কিনকেয়ারের ‘হলি গ্রেইল’। তবে এটি ব্যবহার শুরু করলেই কি ত্বক ঝলমলে...
সন্তান স্কুল থেকে ফিরেছে, দরজা খুলে ঘরে ঢুকেছে মাত্র। আপনি বললেন, ‘আজ ক্লাস কেমন হলো?’ কিংবা ‘কুইজ কেমন দিয়েছ? অথবা ‘হোমওয়ার্ক ঠিকমতো হয়েছে কিনা’ এসব প্রশ্ন আমরা প্রতিদিনই করি, একেবারে...
বেশিভাগ কুকুরই তার মালিকের ভক্ত হয়। কিন্তু কিছু জাত আছে, যারা একটু বেশি। মানে একটু বেশি অনুভব করতে পারে। একটু বেশি আঁকড়ে ধরে। তারা শব্দ, আচরণ, মনোভাব—সবকিছুতে সাড়া দেয়। এমন ১০টি সংবেদনশীল কুকুরের...
মোটা সোল, একটু ভারী আকৃতির জুতা। আপনার চোখের সামনে নিশ্চয় ভেসে উঠছে পুরোনো দিনের সেই কেডসগুলোর কথা।  স্নিকারের এমন লুক দেখে আপনার মতই মুখ ফিরিয়ে নিত তরুণরা। এটি ছিল শুধু ‘বাবাদের জুতা’ নামে পরিচিত।...
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ভবন থেকে শামীম হোসেন (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.