ভ্রমণপ্রেমীদের জন্য মোটেও সুখবর নয়। কারণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ফিলিপাইনকে ২০২৫ সালের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ ঘোষণা করেছে আন্তর্জাতিক নিরাপত্তা জরিপ।
আন্তর্জাতিক আর্থিক প্ল্যাটফর্ম হেলোসেইফ প্রকাশিত গ্লোবাল ট্রাভেল সেফটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৮২.৩২ স্কোর পেয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে দেশটি। সহিংসতা, অপরাধের মাত্রা, রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল বিচারব্যবস্থা, এসব বিবেচনায় এই অবস্থান।
আকর্ষণীয় সৈকত আর সাশ্রয়ী খরচে জনপ্রিয় হয়ে ওঠা ফিলিপাইনের জন্য এই রিপোর্ট বড় ধরনের ধাক্কা। যদিও বাংলাদেশী পর্যটকদেন জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা নেই। তবুও অনেকটাই সহজ ছিল ভিসা প্রক্রিয়া।
সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় ফিলিপাইনের পরেই রয়েছে-
কলোম্বিয়া (৭৯.২১): বহু বছর ধরে মাদক-সহিংসতা ও গেরিলা বিদ্রোহে জর্জরিত।
মেক্সিকো (৭৮.৪২): মিচোয়াকান ও সিনালোয়ার মতো এলাকায় অপহরণ ও অপরাধের ঝুঁকি বেড়েছে।
ভারত (৭৭.৮৬): কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা প্রভাব ফেলেছে।
রাশিয়া (৭৫.৬৫): ইউক্রেন যুদ্ধ এবং রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতি অস্থির করে তুলেছে।
তালিকায় আরও আছে ইয়েমেন, সোমালিয়া, পাকিস্তান, মজাম্বিক ও ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া যদিও পর্যটনপ্রিয়, তবে কিছু অঞ্চলে সন্ত্রাসী হামলা, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বল অবকাঠামো নিরাপত্তার জন্য হুমকি হয়ে আছে।
হেলোসেইফের প্রতিবেদনে বলা হয়েছে, এই সূচক তৈরি হয়েছে অপরাধের হার, সংঘাতের তীব্রতা, স্বাস্থ্যসেবার মান ও রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়কে ভিত্তি ধরে।
নিরাপদ গন্তব্যের তালিকায় শীর্ষে আইসল্যান্ড। সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে উঠে এসেছে আইসল্যান্ড। ১৮.২৩ স্কোর পেয়ে সূচকের এক নম্বরে রয়েছে শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটি।
সবচেয়ে নিরাপদ ৫টি দেশ-
- আইসল্যান্ড (১৮.২৩)
- সিঙ্গাপুর (১৯.৯৯)
- ডেনমার্ক (২০.০৫)
- অস্ট্রিয়া (২০.৩১)
- সুইজারল্যান্ড (২০.৫১)
বিশেষজ্ঞরা বলছেন, পর্যটনের সময় শুধু গন্তব্যের সৌন্দর্য নয়, নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে দেশের সামগ্রিক পরিস্থিতি ও ঝুঁকি মূল্যায়ন করা জরুরি।
তথ্যসূত্র: হেলোসেইফ গ্লোবাল ট্রাভেল সেফটি ইনডেক্স ২০২৫