সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ভ্রমণের জন্য শুধু বাজেট নয়, নিরাপত্তাকেও সামনে আনুন

ভ্রমণের জন্য আপনি যদি সৈকত, ট্রেন্ডিং গন্তব্য কিংবা বাজেটবান্ধব জায়গা খুঁজে থাকেন, তাহলে এবার আপনার তালিকায় নিরাপত্তাকেও অন্তর্ভুক্ত করা উচিত। কারণ সম্প্রতি ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম হেলোসেইফ প্রকাশিত এক জরিপে, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে উঠে এসেছে ফিলিপাইনের নাম।

আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

ভ্রমণপ্রেমীদের জন্য মোটেও সুখবর নয়। কারণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ফিলিপাইনকে ২০২৫ সালের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ ঘোষণা করেছে আন্তর্জাতিক নিরাপত্তা জরিপ।

আন্তর্জাতিক আর্থিক প্ল্যাটফর্ম হেলোসেইফ প্রকাশিত গ্লোবাল ট্রাভেল সেফটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৮২.৩২ স্কোর পেয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে দেশটি। সহিংসতা, অপরাধের মাত্রা, রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল বিচারব্যবস্থা, এসব বিবেচনায় এই অবস্থান।

আকর্ষণীয় সৈকত আর সাশ্রয়ী খরচে জনপ্রিয় হয়ে ওঠা ফিলিপাইনের জন্য এই রিপোর্ট বড় ধরনের ধাক্কা। যদিও বাংলাদেশী পর্যটকদেন জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা নেই। তবুও অনেকটাই সহজ ছিল ভিসা প্রক্রিয়া।

সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় ফিলিপাইনের পরেই রয়েছে-

কলোম্বিয়া (৭৯.২১): বহু বছর ধরে মাদক-সহিংসতা ও গেরিলা বিদ্রোহে জর্জরিত।

মেক্সিকো (৭৮.৪২): মিচোয়াকান ও সিনালোয়ার মতো এলাকায় অপহরণ ও অপরাধের ঝুঁকি বেড়েছে।

ভারত (৭৭.৮৬): কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা প্রভাব ফেলেছে।

রাশিয়া (৭৫.৬৫): ইউক্রেন যুদ্ধ এবং রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতি অস্থির করে তুলেছে।

তালিকায় আরও আছে ইয়েমেন, সোমালিয়া, পাকিস্তান, মজাম্বিক ও ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া যদিও পর্যটনপ্রিয়, তবে কিছু অঞ্চলে সন্ত্রাসী হামলা, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বল অবকাঠামো নিরাপত্তার জন্য হুমকি হয়ে আছে।

হেলোসেইফের প্রতিবেদনে বলা হয়েছে, এই সূচক তৈরি হয়েছে অপরাধের হার, সংঘাতের তীব্রতা, স্বাস্থ্যসেবার মান ও রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়কে ভিত্তি ধরে।

নিরাপদ গন্তব্যের তালিকায় শীর্ষে আইসল্যান্ড। সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে উঠে এসেছে আইসল্যান্ড। ১৮.২৩ স্কোর পেয়ে সূচকের এক নম্বরে রয়েছে শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটি।

সবচেয়ে নিরাপদ ৫টি দেশ-

  • আইসল্যান্ড (১৮.২৩)
  • সিঙ্গাপুর (১৯.৯৯)
  • ডেনমার্ক (২০.০৫)
  • অস্ট্রিয়া (২০.৩১)
  • সুইজারল্যান্ড (২০.৫১)

বিশেষজ্ঞরা বলছেন, পর্যটনের সময় শুধু গন্তব্যের সৌন্দর্য নয়, নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে দেশের সামগ্রিক পরিস্থিতি ও ঝুঁকি মূল্যায়ন করা জরুরি।

তথ্যসূত্র: হেলোসেইফ গ্লোবাল ট্রাভেল সেফটি ইনডেক্স ২০২৫

ফিনল্যান্ডের গ্লাস ইগলু হোটেলগুলোর ছবি ইদানীং ইনস্টাগ্রামে প্রায়ই চোখে পড়ে। ট্রান্সপ্যারেন্ট এই ছোট ছোট গম্বুজে শুয়ে থেকে চোখের সামনে দেখা যায় নর্দার্ন লাইটস। সত্যিই স্বপ্নময়! তবে ভাবুন তো, শুধু...
তিন বছর আগে বিনোদনের উদ্দেশ্যে গাঁজা ব্যবহার বৈধ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল থাইল্যান্ড। দেশটি হয়ে উঠেছিল এশিয়ার প্রথম গাঁজা-উন্মুক্ত দেশ। কাও সান রোড, পাতায়া কিংবা ফুকেট, দেশের জনপ্রিয়...
বিমানবন্দরের নিরাপত্তা চেকিং এমন এক জায়গা, যেখানে আপনার ব্যাগের প্রতিটি জিনিস স্ক্যান হয়, পর্যবেক্ষণ করা হয়। একটু অসতর্ক হলেই আপনার ফেলে দিতে হতে পারে পছন্দের পারফিউম বা সদ্য কেনা পাওয়ার ব্যাংকটিও।...
বিশ্বের বহু দেশ এখন অতিরিক্ত পর্যটকের চাপে নাজেহাল। কিন্তু পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র পালাও এখনো অনেকটাই অচেনা। খুব কম মানুষই এই দেশ ঘুরতে যান। অথচ প্রাকৃতিক সৌন্দর্য, নীল পানি আর...
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.