সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

অতি পর্যটনের বিরুদ্ধে ইউরোপের লড়াইয়ে যুক্ত হলো কান

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম

অতিরিক্ত পর্যটকের ভিড়ে হাঁসফাঁস করছে ইউরোপের জনপ্রিয় সব শহর। সেই তালিকায় এবার যোগ দিল ফ্রান্সের কান। ভেনিস, বার্সেলোনা, আমস্টারডামের মতো শহরগুলো যখন পর্যটক নিয়ন্ত্রণে কঠোর নিয়ম চালু করছে, এবার পিছিয়ে রইল না কানও। ২০২৬ সাল থেকে বড় ক্রুজ জাহাজে নিষেধাজ্ঞা দিয়ে জানিয়ে দিল শহরটি, অতিরিক্ত ভিড় আর নয়।

শহর কর্তৃপক্ষ বলছে, পর্যটনের ভারসাম্য বজায় রাখতে হলে এখনই পদক্ষেপ জরুরি। তাই এবার অতি পর্যটনের বিরুদ্ধে ইউরোপের চলমান লড়াইয়ে নতুন মুখ কান।

ইউরোপের একাধিক শহর ইতিমধ্যে বড় ক্রুজ জাহাজের আগমন সীমিত করেছে বা নিষিদ্ধ করেছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

৩০ জুন শহর পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে জানানো হয়, ১ জানুয়ারি ২০২৬ থেকে কান বন্দরে ১ হাজার জনের বেশি যাত্রী বহনকারী কোনো ক্রুজ জাহাজ আর নোঙর করতে পারবে না। প্রতিদিন সর্বোচ্চ ৬ হাজার জন যাত্রীকে নামার অনুমতি দেওয়া হবে। বড় জাহাজ এলে তাদের যাত্রীদের ছোট নৌকায় করে শহরে আনা-নেওয়া করতে হবে।

শহর কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত পর্যটকের চাপে শহরের পরিবেশ, পরিকাঠামো ও স্থানীয় জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‘আমাদের শহর পর্যটকদের জন্য খোলা, কিন্তু ভারসাম্য রক্ষা করাও জরুরি,’ এক কাউন্সিলর জানান।

কানই প্রথম নয়। ইউরোপের একাধিক শহর ইতিমধ্যে বড় ক্রুজ জাহাজের আগমন সীমিত করেছে বা নিষিদ্ধ করেছে।

ভেনিস, ইতালি: ২০২১ সালে শহরের ঐতিহাসিক লেগুনায় বড় জাহাজ ঢোকা পুরোপুরি নিষিদ্ধ করা হয়। পরিবেশ দূষণ আর স্থাপত্যগত ঝুঁকির কারণেই এ সিদ্ধান্ত।

আমস্টারডাম, নেদারল্যান্ডস: ২০২৩ সালে শহরের কেন্দ্রস্থলে ক্রুজ জাহাজ ভিড়ানো নিষিদ্ধ করা হয়। লক্ষ্য—বাতাসের দূষণ কমানো ও ঐতিহ্যবাহী খাল সংরক্ষণ।

বার্সেলোনা, স্পেন: একই বছরে শহরে প্রতিদিন কতজন যাত্রী নামতে পারবে, তা নির্ধারণ করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

নিস, ফ্রান্স: আগামী ১ জুলাই থেকে শহরে বড় আকারের জাহাজ ভিড়ানো সীমিত হচ্ছে।

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সান্তোরিনিতে ২০২৩ সালে ভিড় জমিয়েছেন প্রায় ৩৪ লাখ পর্যটক। এত মানুষের চাপ তার পুরোনো অবকাঠামো আর দৈনন্দিন জীবনযাত্রায় বিশৃঙ্খলা তৈরি করছে।

বহু শহরের বাসিন্দারা মনে করছেন, পর্যটনের সুবিধা থাকলেও এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ক্রুজ জাহাজ থেকে কয়েক হাজার মানুষ একসঙ্গে নামায় রাস্তাঘাট, দোকানপাট এমনকি আবর্জনার ব্যবস্থাপনায়ও হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

শহর কর্তৃপক্ষ বলছে, আমরা চাই টেকসই পর্যটন। আমাদের পরিবেশ, ঐতিহ্য ও নাগরিকদের জীবনকে রক্ষা করেই পর্যটকদের স্বাগত জানাতে হবে।

এবার টাকা ছাড়াই বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে জাপান। বিষয়টা অবাক করা হলেও, সত্যি। সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য এমনই সুযোগ নিযে এসেছে জাপান এয়ারলাইন্স। তবে টোকিও নয়, জাপানের নির্জন গ্রামে বা দ্বীপে...
তিন বছর আগে বিনোদনের উদ্দেশ্যে গাঁজা ব্যবহার বৈধ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল থাইল্যান্ড। দেশটি হয়ে উঠেছিল এশিয়ার প্রথম গাঁজা-উন্মুক্ত দেশ। কাও সান রোড, পাতায়া কিংবা ফুকেট, দেশের জনপ্রিয়...
বিমানবন্দরের নিরাপত্তা চেকিং এমন এক জায়গা, যেখানে আপনার ব্যাগের প্রতিটি জিনিস স্ক্যান হয়, পর্যবেক্ষণ করা হয়। একটু অসতর্ক হলেই আপনার ফেলে দিতে হতে পারে পছন্দের পারফিউম বা সদ্য কেনা পাওয়ার ব্যাংকটিও।...
বিশ্বের বহু দেশ এখন অতিরিক্ত পর্যটকের চাপে নাজেহাল। কিন্তু পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র পালাও এখনো অনেকটাই অচেনা। খুব কম মানুষই এই দেশ ঘুরতে যান। অথচ প্রাকৃতিক সৌন্দর্য, নীল পানি আর...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.