সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

প্রযুক্তি টিপস

পাসওয়ার্ড ছাড়াই ফেসবুকে লগইন, কীভাবে জেনে নিন

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:৫৬ পিএম

সোশ্যাল মিডিয়ার এই যুগে একাধিক প্ল্যাটফর্মের জন্য পাসওয়ার্ড মনে রাখার বিষয়টি অনেকের কাছেই বেশ ঝামেলার ও বিরক্তিকর। এই সমস্যার সমাধানে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ফেসবুক এমন একটি ফিচার নিয়ে এসেছে যার কল্যাণে ফেসবুকে লগইন করার জন্য ব্যবহারকারীকে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না। অর্থাৎ, পাসওয়ার্ড ছাড়াই নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে পারবেন ব্যবহারকারী। নতুন এই ফিচারটি হচ্ছে ‘পাসকি’।

‘পাসকি’ ফিচারটি ফেসবুক অ্যাপের জন্য নতুন হলেও এক্স, টিকটক, লিংকডইনের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও আগে থেকেই আছে এটি। শুধু তাই নয়, গুগল, অ্যাপল, মাইক্রোসফট, এমনকি মেটা’র আরেক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে লগইন করার ক্ষেত্রেও ‘পাসকি’ ব্যবহারের সুযোগ আছে।

উল্লেখ্য, ‘পাসকি’ ফিচার কেবলমাত্র মোবাইলভিত্তিক অ্যাপের (অ্যাপ্লিকেশনের) ক্ষেত্রেই প্রযোজ্য। 

‘পাসকি’ আসলে কী?
‘পাসকি’ হচ্ছে এমন এক প্রযুক্তি যেখানে নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে লগইন করার ক্ষেত্রে প্রয়োজন হয় না কোনো পাসওয়ার্ডের। তার পরিবর্তে একটি ‘পাসকি’ ব্যবহার করা হয়- যেটি হতে পারে ব্যবহারকারীর আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট), মুখমন্ডলের স্ক্যান (ফেস স্ক্যান বা ফেস আইডি), কিংবা ফোন (ডিভাইস) আনলক করার কোনো একটি উপায় (ডিভাইস অথেনটিকেশন)। 

আর এভাবেই ব্যবহারকারী নিজের বায়োমেট্রিক ফিচার (যেমন: আঙুলের ছাপ কিংবা ফেস স্ক্যান) কিংবা ডিভাইস অথেনটিকেশনের মাধ্যমে নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে লগইন করতে পারেন। অর্থাৎ, পাসওয়ার্ড ব্যবহার না করেই একটি প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত পরিচয় প্রমাণের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্সেস করার সুযোগ পান তিনি।  

‘পাসকি’ প্রযুক্তি দিচ্ছে যেসব সুবিধা
‘পাসকি’ প্রযুক্তি ব্যবহারের প্রথম সুবিধাতো অবশ্যই পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি পাওয়া। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ফিশিংয়ের মতো সাইবার আক্রমণের শিকার হয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড বেহাত হয়ে যায় এবং এক্ষেত্রে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যেতে পারে অন্য কারো হাতে। সোশ্যাল মিডিয়া বা ই-মেইলের মতো সেবার নিয়ন্ত্রণ হারালে সেটা যে কতটা ভয়াবহ হতে পারে সে সম্পর্কে কম-বেশি সকলেরই জানা আছে। 

উল্লেখ্য, ফিশিং হচ্ছে এমন এক ধরণের সাইবারঅ্যাটাক যেখানে আক্রমণকারী প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন সংবেদনশীল তথ্য যেমন ইউজারনেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের বিবরণ বা অন্যান্য ব্যক্তিগত ডেটা হাতিয়ে নেন। অনেক ক্ষেত্রে এমনটাও হয়, ব্যবহারকারী নিজের অজান্তেই ভুয়া বা ক্ষতিকারক কোনো সাইটে কোনো সার্ভিস নেওয়ার ক্ষেত্রে ফেসবুক বা ই-মেইলের লগইন তথ্য প্রদান করেন এবং অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারান। 

কিন্তু কেমন হবে, যদি ব্যবহারকারী লগইন করতে কোনো পাসওয়ার্ড-ই ব্যবহার না করেন? তাহলে পাসওয়ার্ড বেহাত হওয়ার প্রশ্নটিই আর উঠবে না। মূলত এই ধারণা থেকেই ‘পাসকি’ পদ্ধতির উৎপত্তি। কেননা ইউজারনেম, পাসওয়ার্ড হয়তো বেহাত হতে পারে, কিন্তু ফেস স্ক্যান বা আঙুলের ছাপ হাতিয়ে নেওয়া সম্ভব নয়। অর্থাৎ, ব্যবহারকারীর অ্যাকাউন্টের সার্বিক সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি প্রযুক্তি হয় এই ‘পাসকি’।

ফেসবুক অ্যাপে ‘পাসকি’ সুবিধা চালু প্রসঙ্গে যা বলছে মেটা
মেটা বলেছে, ‘পাসকি’ প্রযুক্তির কল্যাণে ব্যবহারকারীরা অতি সহজে, দ্রুততার সাথে ফেসবুকে লগইন করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজন হবে না পাসওয়ার্ড মনে রাখার। আপাতত আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসেই ব্যবহার করা যাবে ‘পাসকি’। 

শুধু তাই নয়, অচিরেই ফেসবুক ম্যাসেঞ্জারেও ‘পাসকি’ ফিচারটি নিয়ে আসার কথা জানিয়েছে মেটা। সেক্ষেত্রে একই ‘পাসকি’ ব্যবহার করে অ্যাক্সেস করা যাবে ফেসবুক ও ম্যাসেঞ্জার। অর্থাৎ, দুটো প্ল্যাটফর্মেই সাইন-ইন করার ক্ষেত্রে এই সুবিধাটি ব্যবহার করা যাবে। 

এছাড়া মেটা আরও জানিয়েছে যে, ফেসবুক ও মেসেঞ্জারে লগইনের পাশাপাশি ভবিষ্যতে মেটা পে-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও ‘পাসকি’ ফিচারটি চালু করার পরিকল্পনা আছে তাঁদের। আর এমনটা হলে, মেটা পে ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে পেমেন্ট সম্পর্কিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ (অটোফিল) করার ক্ষেত্রেও ‘পাসকি’ সুবিধা ব্যবহার করা যাবে। 

ফেসবুকে ‘পাসকি’ ব্যবহার করবেন যেভাবে
‘পাসকি’ প্রযুক্তি ব্যবহারের জন্য প্রথমে ফেসবুকে একটি ‘পাসকি’ তৈরি করতে হবে। এজন্য ফেসবুক অ্যাপের সেটিংস অপশন থেকে ‘অ্যাকাউন্টস সেন্টারে’ যেতে হবে। এবারে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ সেকশনে গিয়ে ‘পাসকি’ অপশনটিতে ট্যাপ করলেই ‘ক্রিয়েট পাসকি’ অপশনটি দেখতে পাবেন ব্যবহারকারী। 

‘ক্রিয়েট পাসকি’ অপশনে ট্যাপ করে ব্যবহারকারী তাঁর আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট), ফেস স্ক্যান বা স্ক্রিন লক ব্যবহার করে একটি পাসকি তৈরি করে নিতে পারবেন। এরপর ফোন আনলক করার মতোই ব্যবহারকারী নিজের পাসকি দিয়ে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। 

মেটা জানিয়েছে, ‘পাসকি’ তৈরির সময় ব্যবহারকারীর প্রদত্ত বায়োমেট্রিক তথ্য তাঁরা সংরক্ষণ করে না এবং অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার সাথে শেয়ারও করে না। অর্থাৎ, ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত ও নিরাপদ থাকবে বলেই আশ্বাস দিচ্ছে মেটা।

‘পাসকি’ ব্যবহার করলে পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কী হবে?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ফেসবুকে ‘পাসকি’ ব্যবহার করে লগইন করা হলে পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা ‘সিকিউরিটি কি’ ফিচারগুলো কী তবে নিষ্ক্রিয় হয়ে যাবে? এক কথায় উত্তর হচ্ছে, না। 

অর্থাৎ, ‘পাসকি’ ব্যবহার করলেও ব্যবহারকারীরা চাইলে আগের মতোই বিদ্যমান পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেনটিকেশন, কিংবা ‘সিকিউরিটি কি’ ব্যবহার করে ফেসবুকে লগইন বা সাইন-ইন করতে পারবে। অ্যাকাউন্ট অ্যাক্সেস করার ক্ষেত্রে ব্যবহারকারী যেকোনো একটি উপায় বা পদ্ধতি বেছে নিতে পারেন। মোট কথা, লগইনের ক্ষেত্রে ‘পাসকি’ শুধুই নতুন একটি অপশন বা ফিচার; পুরাতন লগইন অপশনগুলোর বদলি হিসেবে আনা হচ্ছে না এটি। 

তথ্যসূত্র: মেটা, দ্য ভার্জ

গত বুধবার (১৩ জুলাই) উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও জেড ফ্লিপ ৭ স্মার্টফোন দুটি। তার একদিন পর, অর্থাৎ বৃহস্পতিবারই জানা যায়, চলতি বছরই একটি ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজ ফোন বাজারে...
ইলন মাস্কের মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স এবার বিনিয়োগ করতে যাচ্ছে তাঁরই মালিকানাধীন এআই স্টার্টআপ এক্সএআই-তে। শেয়ার মালিকানার বিনিময়ে ৫ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ উত্তোলনের যে পরিকল্পনা...
নিজেদের বিজনেস মডেলে আর কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস। এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে শুক্রবার (১১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,...
ইলন মাস্কের এআই স্টার্টআপ প্রতিষ্ঠান ‘এক্সএআই’ বিনিয়োগকারীদের কাছ থেকে আরও অর্থ উত্তোলনের পরিকল্পনা করছে। পরবর্তী বিনিয়োগ উত্তলনের রাউন্ডে নিজেদের বাজারমূল্য ১৭০ থেকে ২০০ বিলিয়ন ডলার ধার্য করতে...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.