সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

ভারতের আইপিএলের জন্য মরিয়া, পাকিস্তানের পিএসএলে খেলবেন 'না'

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম

পিঠের চোটের কারণে গত নভেম্বর থেকেই মাঠের বাইরে রশিদ খান। চোট কাটিয়ে উঠতে অস্ত্রোপচারও করেছেন। এখন চলছে পুনর্বাসন প্রক্রিয়া। পুরোপুরি সেরে না ওঠায় বাড়তি সতর্কতার অংশ হিসেবে আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আফগান তারকা।

এর আগে এ মাসের শুরুতে আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে ভারত সফর করলেও মাঠে নামেননি রশিদ। সর্বশেষ বিগব্যাশ ও এসএ-টোয়েন্টি থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন ২৫ বছর বয়সী লেগ স্পিনার। এবার সরে দাঁড়ালেন পিএসএল থেকে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আগামী মার্চে শুরু হতে যাওয়া আইপিএলে নিজেকে পুরোপুরি ফিট রাখতে আর বাড়তি ঝুঁকি নিতে চান না রশিদ।

পিএসএলের সর্বশেষ তিন মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রশিদ। এর মধ্যে ২০২২ ও ২০২৩ মৌসুমে লাহোরকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন আফগান লেগ স্পিনার। এরই ধারাবাহিকতায় এবারের পিএসএল ড্রাফটের আগে সিলভার ক্যাটাগরি থেকে রশিদকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি।

কিন্তু আনুষ্ঠানিকভাবে নাম সরিয়ে নেওয়ায় টুর্নামেন্টের এ মৌসুমে আর খেলা হবে না রশিদের। তবে আগামী মৌসুমগুলোতে রশিদকে আবারও ধরে রাখতে পারবে লাহোর। এদিকে পিসিবি নিশ্চিত করেছে রশিদের পরিবর্তে আগামী সোমবার রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে একজন খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে রশিদের নাম তুলে নেওয়াকে বাড়তি সতর্কতার অংশ হিসেবে দাবি করেন আফগানিস্তানে কোচ জোনাথন ট্রট, ‘ সে (রশিদ খান) একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের এটা নিশ্চিত করতে হবে, সে খেলার জন্য শতভাগ ফিট থাকে। এ ধরনের সার্জারি থেকে সেরে উঠার জন্য তাড়াহুড়ো করা যাবে না। যখন ও পুরোপুরি প্রস্তুত হবে, ও নিজেই আগে মাঠে নামবে। সবকিছু ঠিকঠাক আছে কি না, এটা জানতে আরো কিছু চেকআপ করতে হবে। সে কারণে কবে পুরোপুরি সেরে উঠবে, এটা বলা কঠিন। তবে আশা করছি, এটা খুব দ্রুতই হবে। কিন্তু কোনো তাড়া নেই, কোনো চাপ নেই।’

তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের জন্য পুরো ফিট হয়ে আইপিএলে খেলার কথা আফগান তারকার।

আইপিএলের আগে সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের সঙ্গে ১টি টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। সে সময় জাতীয় দলের হয়ে ফিরতে পারেন রশিদ। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত দলের সঙ্গে থেকে গুজরাটে যোগ দেওয়ার কথা রশিদের।

আজ আইপিএলে একটি ম্যাচ আছে। দিনের একমাত্র খেলায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে লক্ষ্মৌ সুপার জায়ান্টস। বিশাখাপত্তনমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
আজ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুদল। সিরিজে টিকে থাকতে এ ম্যাচেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে জিতলে আজই সিরিজ নিশ্চিত হবে কিউইদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২.১৫ মিনিটে।
পরের তিন ওভারে ৫১ রান তোলে পাওয়ার প্লেত স্কোরবোর্ডে ৬০ রান তোলে আইপিএলে নিজেদের আগামণী বার্তা দেয় আজিঙ্কা রাহানে ও সুনীল নারাইন। পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পাওয়া কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক রাহানে...
আইপিএলে আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই কলকাতা ও বেঙ্গালুরুর ক্রিকেটাররা জনপ্রতি ১০ লাখ ৫৯ হাজার টাকা করে পাবেন। এবারের আইপিএলে ক্রিকেটারদের আলাদা ম্যাচ ফির ব্যবস্থা করেছে বিসিসিআই। নতুন এই নিয়মে প্রতি...
একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.