পিঠের চোটের কারণে গত নভেম্বর থেকেই মাঠের বাইরে রশিদ খান। চোট কাটিয়ে উঠতে অস্ত্রোপচারও করেছেন। এখন চলছে পুনর্বাসন প্রক্রিয়া। পুরোপুরি সেরে না ওঠায় বাড়তি সতর্কতার অংশ হিসেবে আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আফগান তারকা।
এর আগে এ মাসের শুরুতে আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে ভারত সফর করলেও মাঠে নামেননি রশিদ। সর্বশেষ বিগব্যাশ ও এসএ-টোয়েন্টি থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন ২৫ বছর বয়সী লেগ স্পিনার। এবার সরে দাঁড়ালেন পিএসএল থেকে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আগামী মার্চে শুরু হতে যাওয়া আইপিএলে নিজেকে পুরোপুরি ফিট রাখতে আর বাড়তি ঝুঁকি নিতে চান না রশিদ।
পিএসএলের সর্বশেষ তিন মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রশিদ। এর মধ্যে ২০২২ ও ২০২৩ মৌসুমে লাহোরকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন আফগান লেগ স্পিনার। এরই ধারাবাহিকতায় এবারের পিএসএল ড্রাফটের আগে সিলভার ক্যাটাগরি থেকে রশিদকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি।
কিন্তু আনুষ্ঠানিকভাবে নাম সরিয়ে নেওয়ায় টুর্নামেন্টের এ মৌসুমে আর খেলা হবে না রশিদের। তবে আগামী মৌসুমগুলোতে রশিদকে আবারও ধরে রাখতে পারবে লাহোর। এদিকে পিসিবি নিশ্চিত করেছে রশিদের পরিবর্তে আগামী সোমবার রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে একজন খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে রশিদের নাম তুলে নেওয়াকে বাড়তি সতর্কতার অংশ হিসেবে দাবি করেন আফগানিস্তানে কোচ জোনাথন ট্রট, ‘ সে (রশিদ খান) একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের এটা নিশ্চিত করতে হবে, সে খেলার জন্য শতভাগ ফিট থাকে। এ ধরনের সার্জারি থেকে সেরে উঠার জন্য তাড়াহুড়ো করা যাবে না। যখন ও পুরোপুরি প্রস্তুত হবে, ও নিজেই আগে মাঠে নামবে। সবকিছু ঠিকঠাক আছে কি না, এটা জানতে আরো কিছু চেকআপ করতে হবে। সে কারণে কবে পুরোপুরি সেরে উঠবে, এটা বলা কঠিন। তবে আশা করছি, এটা খুব দ্রুতই হবে। কিন্তু কোনো তাড়া নেই, কোনো চাপ নেই।’
তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের জন্য পুরো ফিট হয়ে আইপিএলে খেলার কথা আফগান তারকার।
আইপিএলের আগে সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের সঙ্গে ১টি টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। সে সময় জাতীয় দলের হয়ে ফিরতে পারেন রশিদ। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত দলের সঙ্গে থেকে গুজরাটে যোগ দেওয়ার কথা রশিদের।