সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

আফগানিস্তান বিশ্বকাপে ইতিহাস লিখেছে, আফগানিস্তান বিশ্বের মন জিতেছে

আপডেট : ২৫ জুন ২০২৪, ১২:২৭ পিএম

দুর্দান্ত, দুর্দমনীয়, ঐতিহাসিক- আফগানিস্তানকে এখন যে বিশেষণেই বিশেষায়িত করা হোক না কেন, সেটাই বোধহয় কম হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে রশিদ খানের দল। সেটাও আবার এমন এক গ্রুপ থেকে, যেখানে ভারত-অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ ছিল। অবশ্য ভারত তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। লড়াইটা ছিল অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের মধ্যে।

বাংলাদেশও ছিল, সমীকরণের প্যাঁচে আজ ম্যাচের দুই-তৃতীয়াংশ পর্যন্ত সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। তবে সে হিসেব মেলানো তো দূর, বাংলাদেশ হেরেই গেছে। বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান!

এর আগে মুখোমুখি দেখায় অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিল আফগানরা। গতকাল ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া আবারও হেরে যাওয়ায় সেমির টিকিট পেতে বাংলাদেশের বিপক্ষে কেবল জিতলেই চলত বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানরা করতে পারল মোটে ১১৫ রান।

স্বল্প সংগ্রহ দিয়েই বুক চিতিয়ে লড়লেন আফগানরা। আর তাতেই শেষ পর্যন্ত বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে ইতিহাস লিখলেন রশিদ-নবীরা। বাংলাদেশ তো বটেই, অস্ট্রেলিয়ার স্বপ্নও ভেঙেছে আফগানিস্তান।

আফগানিস্তানের এ ঐতিহাসিক অর্জনে স্বাভাবিকভাবেই প্রশংসার জোয়ারে ভাসছেন রশিদ খানেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আফগান বন্দনা। সেখানে আফগানদের প্রশংসায় মেতে উঠেছেন সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। পিছিয়ে নেই আইপিএলের দলগুলোও। আফগানিস্তানের সেমিতে যাওয়াকে নতুন যুগের সূচনা বলছেন অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটারে) ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ বলেছেন, ‘ওয়াও, আফগানিস্তান। কী দারুণভাবে সবটুকু নিয়ে ঝাঁপিয়েছে ওরা! নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। একেই বলে উন্নতি। অভিনন্দন।’

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের টুইটার পেজ থেকে দুটি ছবির কোলাজ শেয়ার করা হয়েছে। এখানে একটি ছবিতে লেখা, ‘২০০৮- বিশ্ব ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনে খেলত।’ অন্য ছবিতে দেওয়া, ‘২০২৪- বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।’ এই দুটি ছবির কোলাজে ক্যাপশনে দিল্লি লিখেছে, ‘ক্রিকেট ইতিহাসে সেরা আন্ডারডগ। আফগানিস্তান ক্রিকেটে নাম লেখাতে এসেছে।’

আইপিএলের আরেক দল চেন্নাইয়ের পক্ষ থেকে আফগানিস্তানকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘ইতিহাস মনে রাখবে! আফগানিস্তান আসছে!’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লিখেছে, ‘ইতিহাস এই দিনটাকে মনে রাখবে। নতুন যুগের সূচনায় আফগানিস্তানকে অভিনন্দন। যোগ্য সেমিফাইনালিস্ট।’

হাথুরুসিংহের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ফিল সিমন্স। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ক্যারিবিয়ান এই কোচ বাংলাদেশের দায়িত্ব পেলেও এবার পূর্ণ মেয়াদেই...
দুঃস্বপ্নের মতো একটা দিনের পর তামিম ইকবাল এখন গতকালের চেয়ে বেশ ভালো আছেন। আজ প্রেস ব্রিফিংয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, ‘এক্সট্রিম ক্রিটিক্যাল’ পরিস্থিতিটা কাটিয়ে উঠেছেন তামিম, তবে এখনো আরও...
দুপুরে হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেপিজের পরিচালক ডা. রাজিব হাসান জানিয়েছেন, তামিম সুস্থ আছেন। এখন তিন দিন পর্যবেক্ষণে রাখার পর পরিবারের সিদ্ধান্তে অনুযায়ী তামিমকে ছেড়ে দেওয়া হবে। তবে...
সরাসরি না আসতে পারলেও সতীর্থের সুস্থতা কামনা করতে ভোলেননি সাকিব। প্রথমে দেশীয় একটি গণমাধ্যমে ভিডিওবার্তায় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমকে নিয়ে পোস্ট করেছেন সাকিব। সেখানে বাঁহাতি...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাহাতী কমিউনিটি সেন্টারে এই...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.