সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

টি-টোয়েন্টিতে রেকর্ড রশিদের

বয়স মাত্র ২৬, এখনই সবাইকে পেছনে ফেলে দিলেন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ডোয়াইন ব্রাভোকে দেখা গিয়েছিল ২০২১ সালের নভেম্বরে। এরপর থেকে শুধু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াতেন ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। তবে সে যাত্রাও থেমে গেছে গত বছরের সেপ্টেম্বরে। বয়স ৪১ পেরিয়েছে, সব ধরনের ক্রিকেটকে বিদায় বলতে বাধ্য হয়েছেন। তবে বিদায়ের আগে একটা জায়গায় নিজেকে সবার ওপরে নিয়েই ক্রিকেট ছেড়েছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি (৬৩১) উইকেটের মালিক বনে গিয়েছিলেন ব্রাভো।

তবে গতকাল মঙ্গলবার রেকর্ড থেকে ব্রাভোর নামটা অতীত বানিয়ে দিয়েছেন রশিদ খান। এসএ-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে গতকাল পার্ল রয়্যালসকে ৩৯ রানে হারিয়েছে এমআই কেপ টাউন। পার্লকে আটকে দিয়ে দলকে ফাইনালে তোলার পথে ৩৩ রানে ২ উইকেট শিকার করেন রশিদ খান। তাতে টি-টোয়েন্টিতে সবচেয়ে  বেশি উইকেট শিকারের রেকর্ডে নামটা উঠে যায় ২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে টি-টোয়েন্টিতে যাত্রা শুরু করা আফগান লেগ স্পিনারের।

গতকালের দুটি উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে আফগান লেগ স্পিনারের উইকেট সংখ্যা দাঁড়াল ৬৩৩টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৬১তম ম্যাচ খেলতে নেমে সবাইকে ছাড়িয়ে গেলেন ২৬ বছর বয়সী রশিদ খান। ব্রাভোকে দুইয়ে ঠেলে দিতে ক্যারিবিয়ান অলরাউন্ডারের চেয়ে ১২১ ম্যাচ কম লাগল আফগান তারকার। ৬৩১ উইকেট পেতে ব্রাভোকে খেলতে হয়েছিল ৫৮২ ম্যাচ।

অবশ্য এর আগে টি-টোয়েন্টির আরও একটি রেকর্ড ব্রাভোর থেকে কেড়ে নিয়েছিলেন রশিদ খান। ২০১৬ সালে ৮৭ উইকেট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ব্রাভো। দু বছর পর, ২০১৮ সালে ৯৬ উইকেট নিয়ে রেকর্ডটা নিজের করে নেন আফগান স্পিনার।

গতকাল রেকর্ড গড়ার পর অনুভূতি জানাতে গিয়ে রশিদ খান বলেছেন, ‘এটা অসাধারণ অর্জন। যদি ১০ বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন, আমি এখানে পৌঁছাতে পারব কিনা, আমি বলতাম, এসব নিয়ে কখনো ভাবি না। আফগানিস্তান থেকে এসে সবার ওপরে উঠতে পারাটা অবশ্যই গর্বের। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। এটা (রেকর্ড গড়তে পারা) সম্মানের এবং আমি আরও এগিয়ে যেতে চাই।’

স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট

উইকেট

বোলার

ম্যাচ

সেরা

ইকোনমি

৬৩৩

রশিদ খান

৪৬১

৬/১৭

৬.৪৯

৬৩১

ডোয়াইন ব্রাভো

৫৮২

৫/২৩

৮.২৬

৫৭৪

সুনীল নারাইন

৫৩৬

৫/১৯

৬.১২

৫৩১

ইমরান তাহির

৪২৮

৫/২৩

৬.৯৭

৪৯২

সাকিব আল হাসান

৪৪৪

৬/৬

৬.৭৯

এই তো, আর মাস তিনেক পর ৪ জুন এলেই নিজের মেয়ের তৃতীয় জন্মদিন পালন করে হয়তো ইনস্টাগ্রামে পোস্ট করতেন হযরতউল্লাহ জাজাই। তাঁর ইনস্টাগ্রাম জুড়ে তো তাঁর ক্রিকেটের জীবনের বাইরে যা ছবি মূলত ছোট্ট মেয়েটির...
চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান হিউম্যান রাইটস আন্তর্জাতিক ক্রিকেট আফগানিস্তানকে নিষিদ্ধের দাবি তোলে। একইসঙ্গে তাদের আইসিসি সদস্যপদ বাতিলেরও আহ্বানও জানায় হিউম্যান...
চ্যাম্পিয়নস ট্রফিটা স্বপ্নের মতো কাটিয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। আইসিসির এই টুর্নামেন্ট থেকে তাঁর দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও সকলের প্রশংসা কুড়িয়েছেন এই অলরাউন্ডার। দারুণ...
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হারিয়েছে আফগানরা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ...
একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.