আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ডোয়াইন ব্রাভোকে দেখা গিয়েছিল ২০২১ সালের নভেম্বরে। এরপর থেকে শুধু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াতেন ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। তবে সে যাত্রাও থেমে গেছে গত বছরের সেপ্টেম্বরে। বয়স ৪১ পেরিয়েছে, সব ধরনের ক্রিকেটকে বিদায় বলতে বাধ্য হয়েছেন। তবে বিদায়ের আগে একটা জায়গায় নিজেকে সবার ওপরে নিয়েই ক্রিকেট ছেড়েছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি (৬৩১) উইকেটের মালিক বনে গিয়েছিলেন ব্রাভো।
তবে গতকাল মঙ্গলবার রেকর্ড থেকে ব্রাভোর নামটা অতীত বানিয়ে দিয়েছেন রশিদ খান। এসএ-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে গতকাল পার্ল রয়্যালসকে ৩৯ রানে হারিয়েছে এমআই কেপ টাউন। পার্লকে আটকে দিয়ে দলকে ফাইনালে তোলার পথে ৩৩ রানে ২ উইকেট শিকার করেন রশিদ খান। তাতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডে নামটা উঠে যায় ২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে টি-টোয়েন্টিতে যাত্রা শুরু করা আফগান লেগ স্পিনারের।
গতকালের দুটি উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে আফগান লেগ স্পিনারের উইকেট সংখ্যা দাঁড়াল ৬৩৩টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৬১তম ম্যাচ খেলতে নেমে সবাইকে ছাড়িয়ে গেলেন ২৬ বছর বয়সী রশিদ খান। ব্রাভোকে দুইয়ে ঠেলে দিতে ক্যারিবিয়ান অলরাউন্ডারের চেয়ে ১২১ ম্যাচ কম লাগল আফগান তারকার। ৬৩১ উইকেট পেতে ব্রাভোকে খেলতে হয়েছিল ৫৮২ ম্যাচ।
অবশ্য এর আগে টি-টোয়েন্টির আরও একটি রেকর্ড ব্রাভোর থেকে কেড়ে নিয়েছিলেন রশিদ খান। ২০১৬ সালে ৮৭ উইকেট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ব্রাভো। দু বছর পর, ২০১৮ সালে ৯৬ উইকেট নিয়ে রেকর্ডটা নিজের করে নেন আফগান স্পিনার।
গতকাল রেকর্ড গড়ার পর অনুভূতি জানাতে গিয়ে রশিদ খান বলেছেন, ‘এটা অসাধারণ অর্জন। যদি ১০ বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন, আমি এখানে পৌঁছাতে পারব কিনা, আমি বলতাম, এসব নিয়ে কখনো ভাবি না। আফগানিস্তান থেকে এসে সবার ওপরে উঠতে পারাটা অবশ্যই গর্বের। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। এটা (রেকর্ড গড়তে পারা) সম্মানের এবং আমি আরও এগিয়ে যেতে চাই।’
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট
উইকেট | বোলার | ম্যাচ | সেরা | ইকোনমি |
৬৩৩ | রশিদ খান | ৪৬১ | ৬/১৭ | ৬.৪৯ |
৬৩১ | ডোয়াইন ব্রাভো | ৫৮২ | ৫/২৩ | ৮.২৬ |
৫৭৪ | সুনীল নারাইন | ৫৩৬ | ৫/১৯ | ৬.১২ |
৫৩১ | ইমরান তাহির | ৪২৮ | ৫/২৩ | ৬.৯৭ |
৪৯২ | সাকিব আল হাসান | ৪৪৪ | ৬/৬ | ৬.৭৯ |