সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

৭০ সন্ত্রাসীকে হত্যার দাবি ভারতের, পাকিস্তান বলছে নিহতের সংখ্যা ২৬

আপডেট : ০৭ মে ২০২৫, ০৫:৪০ পিএম

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা নিয়ে প্রতিবেশী দু দেশের পক্ষে দু ধরনের দাবি উঠেছে। ভারত বলছে, ৭০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে পাকিস্তানের ভাষ্য, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্রের বরাতে আজ বুধবার দুপুরে এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। 

অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন লিখেছে,  ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এর পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই সীমান্তে গুলি ছোড়ে দুই পক্ষ। চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তানে মঙ্গলবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত।

এনডিটিভিকে সূত্র জানিয়েছে, অপারেশন সিঁদুর কেবল সামরিক প্রতিশোধের চেয়েও বেশি কিছু ছিল। এটি কৌশলগত সংকল্পের একটি বিবৃতি ছিল। সন্ত্রাসবাদী-সম্পর্কিত ৯টি স্থানে ২৪টি সুনির্দিষ্টভাবে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে, তারা আর সীমান্ত সন্ত্রাসবাদ সহ্য করবে না, এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও সহ্য করবে না।

প্রতিবেদন বলছে, ৯টি লক্ষ্যবস্তুতে হামলায় ৬০ জনেরও বেশি সন্ত্রাসী আহত হয়েছে। এসব এলাকার মধ্যে আছে মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম উপত্যকা, ঝিলাম এবং চকওয়াল।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পর্কিত শিবিরগুলোকে লক্ষ্য করে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। 

এদিকে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক জানান, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪৬ জন।

পাঁচ বছর পর পাকিস্তানের রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার এ তথ্য জানিয়েছে ইসলামাবাদে অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।
ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড়ে যাত্রীবাহী জিপ খাদে পড়ে নিহত হয়েছেন আটজন। আহত হয়েছে আরও পাঁচজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের কর্ণাটকের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থীকে নোট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই লেকচারার ও তাঁদের বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনের পর বোয়িংয়ের উড়োজাহাজে ব্যবহৃত ফুয়েল সুইচ লক বাধ্যতামূলক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে দেশটির বেসামরিক বিমান...
রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের জন্য রড বাঁকা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুই রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অচেতন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.