নেত্রকোণার দুর্গাপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে রকি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
শিশু রকি চারিগাঁও গ্রামের অটোরিকশাচালক কামাল মিয়ার ছেলে। তাদের বাড়ি বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে ব্যাটারি চার্জ করতে বৈদ্যুতিক সংযোগ দেন কামাল মিয়া। এর কিছু সময় পর ছেলে রকি রিকশাটি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়ে। এরপর পরিবারের লোকজন রকিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রকি নামের একটি শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।