সেকশন

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Independent Television
 

প্রথম ছবির জন্য কত পেয়েছিলেন শাহরুখ, প্রিয়াঙ্কা, সালমানরা?

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম

বলিউড মানে স্বপ্নের এক নগরী। যেখানে রয়েছে ঝলমলে জীবনের হাতছানি। তারকাদের কেউ আসেন একেবারে সাধারণ সমাজ থেকে, আবার কেউ স্টার কিড কিংবা চলচ্চিত্র-সংশ্লিষ্ট পরিবারের সদস্য। তবে তারকার মুকুট জোটে কারও কারও ভাগ্যেই। অমিতাভ বচ্চন থেকে আয়ুষ্মান খুরানা, দেখে নেওয়া যাক ক্যারিয়ারের প্রথম ছবিতে কত পারিশ্রমিক পেয়েছিলেন এই তারকরা— 

অমিতাভ বচ্চন
১৯৬৯ সালে মৃণাল সেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ভুবন সোম’-এ ভয়েস ন্যারেটর হিসেবে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন। এরপর ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে তাঁকে নিয়েছিলেন পরিচালক খজা আহমেদ আব্বাস। এটিই বিগ-বির প্রথম ছবি, পেয়েছিলেন ৫ হাজার রুপি।

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

শাহরুখ খান
কয়েক দশক ধরেই ‌‘কিং অব রোমান্স’ হিসেবে কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন শাহরুখ খান। ১৯৮৮ সালে ছোট পর্দায় ছোট্ট একটি চরিত্র করার মধ্যদিয়ে তিনি রূপালী জগতে অভিষেক করেছিলেন। জনপ্রিয় সেই টেলিভিশন সিরিজটির নাম ছিল ‘ফৌজি’, যেখানে তাঁকে গিয়েছিল লেফট্যানেন্ট অভিমন্যু রাইয়ের ভূমিকায়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে ‘রইস’ সিনেমাটি নিয়ে আলোচনার সময় নিজের প্রথম উপার্জনের কথা জানিয়েছিলেন তিনি। ছোটবেলায় বিখ‍্যাত গায়ক পঙ্কজ উধাসের একটি কনসার্টে ‘‌উশের’ হিসেবে কাজ করেছিলেন ‌‘জওয়ান’ অভিনেতা। যেখানে তিনি তাঁর প্রথম বেতন চেক হিসেবে ৫০ রুপি পেয়েছিলেন। 

সালমান খান
সালমানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। এই ছবিতে কাজ করার জন্য প্রতি মাসে ১৫০০ টাকা করে পারিশ্রমিক পেতেন তিনি। সেখানেই নাকি পরিচালক সূরজ বরজাতিয়ার নজরে পড়েন ‘বলিউড ভাইজান’। পরের ছবি ‘ম্যায়নে প্যার কিয়া’র জন্য ৩১ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

আমির খান
১৯৮৪ সালে ‘হোলি’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন মিস্টার পারফেকশনিস্ট। শীর্ষ একটি ভারতীয় সংবাদমাধ্যমে ক্যারিয়ারের প্রথমদিকের স্মৃতিচারণ করেছিলেন আমির খান। তিনি জানান, প্রথম ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’-এ অভিনয়ের তিনি ১১ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। প্রতি মাসে পেতেন ১ হাজার!

কেয়ামত সে কেয়ামত তক দিয়ে অভিষেক করেছিলেন আমির। ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া
শুরুটা মিস ওয়ার্ল্ড-২০০০ দিয়ে, এখন তিনি গ্লোবাল আইকন। সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, তাঁর প্রথম পারিশ্রমিক ছিল ৫ হাজার রুপি! কিন্তু এখন তাঁর পারিশ্রমিক আকাশচুম্বী। এনডিটিভি’র এক খবরে জানা যায়, বর্তমানে ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য ১ কোটি ৮০ লাখ রুপি হাঁকিয়ে থাকেন তিনি।      

হৃতিক রোশন
মাত্র ৬ বছর বয়সে প্রথম অভিনয় হৃতিকের। ১৯৮০ সালে ওম প্রকাশের ‘আশা’ ছবিতে কাজ করেছিল ছোট্ট হৃতিক। ছবিটির জন্য তিনি পেয়েছিলেন ১০০ রুপি।

অক্ষয় কুমার
প্রথম ছবি ১৯৯১ সালে, রাজ সিপ্পির পরিচালনায় ‘সৌগন্ধ’। প্রথম ছবির জন্য পাঁচ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন অক্ষয়।

টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত

সিদ্ধার্থ মালহোত্রা
প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর জন্য ১ লাখ ১০ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন এই অভিনেতা।

টাইগার শ্রফ
প্রথম ছবি ‘হিরোপান্তি’তেই এক কোটি রুপির বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

কাশ্মীর—যেখানে বরফ গলে নদী হয়ে নামে, আর আলো ছুঁয়ে যায় পর্বতের কান্না। সেই ভূস্বর্গে, গত মঙ্গলবার নামে এক কালো রাত। পহেলগাঁওর নৈসর্গিক নির্জনতায় গর্জে ওঠে সশস্ত্র ঘৃণা—২৬ নিরপরাধ পর্যটক নিহত। ঘৃণা...
বাবার মতোই ছেলেও পাকা ব্যবসায়ী। বছরখানেক আগে দুবাইয়ে নিজস্ব পানীয়ের ব্র্যান্ড চালু করেছিলেন আরিয়ান খান। সেই অনুষ্ঠানে ছেলেকে সমর্থন জানাতে গিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন বলিউড সুপারস্টার...
বলিউড অভিনেতা সালমান খানকে আবারও প্রাণনাশের হুমকি। এবার দুর্বৃত্তরা তাঁকে বাড়িতে ঢুকে হত্যা এবং বোমায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এই...
প্রিয়াঙ্কা চোপড়া এখন শুধু বলিউড নয়, হলিউডেও এক প্রতিষ্ঠিত অভিনেত্রী। ভিনদেশে ক্যারিয়ার গড়ে তোলার পর দীর্ঘদিন ধরে বলিউডের সঙ্গে তার যোগাযোগ কিছুটা বিচ্ছিন্নই ছিল। তবে এবার আবার ভারতমুখী হচ্ছেন...
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। যেখানে নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং একজন...
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া...
লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.