সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

সংবাদ সম্মেলনে প্রেমিকা গৌরিকে পরিচয় করিয়ে দিলেন আমির

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১১:২৬ এএম

'এসেছে প্রেম এসেছে আজ কী মহা সমারোহে'—বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জীবনে যেন এই লাইনটাই পুরোপুরি মানিয়ে যায়। দুবার বিবাহবিচ্ছেদের পর ৬০ বছর বয়সী আমিরের জীবনে আবারও প্রেমের বসন্ত। ১৪ মার্চ, শুক্রবার ভারতে দোল উৎসবের দিনই তাঁর জন্মদিন। রঙের উৎসবের সঙ্গে এবারের জন্মদিন যেন আরও রঙিন হয়ে উঠল।

সংবাদমাধ্যমের সঙ্গে জন্মদিনের আগাম উদযাপনে মেতে ছিলেন সুপারস্টার। কেক কেটে উদযাপনের মাঝে আমির খান দিলেন বিশেষ চমক! দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল বেঙ্গালুরুর বাসিন্দা গৌরির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। এবার সেই জল্পনায় নিজেই লাগাম দিলেন আমির। শুধু তাই নয়, গৌরিকে সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিলেন।

কে এই গৌরি?

গৌরি বেঙ্গালুরুতে বসবাস করেন। সেখানে তাঁর মায়ের একটি সৌন্দর্যসেবা কেন্দ্র (স্যালোঁ) রয়েছে। তাঁর শিক্ষাজীবন শুরু হয় ব্লু মাউন্টেন বিদ্যালয়ে। এরপর তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন কোর্স, এফডিএ স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। বর্তমানে মুম্বাইয়ে তাঁর নিজস্ব সৌন্দর্যসেবা কেন্দ্র রয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরি জানান, তিনি আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন এবং তাঁদের পরিচয় দীর্ঘ ২৫ বছরের।

উল্লেখযোগ্য বিষয় হলো, গৌরি ছয় বছরের এক সন্তানের মা। গত ১৮ মাস ধরে আমির ও গৌরি সম্পর্কে রয়েছেন।

আমিরের খোলামেলা স্বীকারোক্তি

সংবাদমাধ্যমের সামনে মজার ছলে আমির বলেন, ‘আপনাদের কিছু বুঝতে দিইনি! চলচ্চিত্রজগতের বাইরের একজনের সঙ্গে সম্পর্কে রয়েছি—এটা আপনারা শুধু আন্দাজ করেছিলেন। ও বেঙ্গালুরুতে থাকে, তাই ওখানেই দেখা করতাম। সেখানকার সংবাদমাধ্যম একটু কম সক্রিয়, তাই আমরা নজরে আসিনি।’

তবে মুম্বাইয়ে আমিরের বাড়িতেও বহুবার এসেছেন গৌরি। সে সময় আলোকচিত্রীদের (পাপারাজ্জিদের) নজর এড়ানোর প্রসঙ্গে আমির রসিকতা করে বলেন, ‘আমি তো আমার পরিবার ও সন্তানদের সঙ্গে ওঁর পরিচয় করিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন আপনাদের নজর আমার বাড়ির দিকে ছিল না!’

এদিকে আমিরের পরবর্তী সিনেমা ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। এটি মুক্তি পাবে গ্রীষ্মের ছুটিতে। এরপর যে আমির-গৌরির ওপর আলোকচিত্রীদের (পাপারাজ্জিদের) কড়া নজর থাকবে, তা বলাই বাহুল্য!

ক’দিন পরই (১৪ মার্চ) অভিনেতা আমির খানের জন্মদিন। বয়স হচ্ছে ৬০। এই হিসাবে তিনি এখন প্রবীণ নাগরিক! যদিও তাঁর চেহারা বলছে, ‘চকলেট হিরো’র যাবতীয় লক্ষণ এখনও উবে যায়নি! কাজের বেলায় তিনি মিস্টার...
বলিউড মানে স্বপ্নের এক নগরী। যেখানে ঝলমলে জীবনের হাতছানি। তারকাদের কেউ আসেন একেবারে সাধারণ সমাজ থেকে, আবার কেউ স্টার কিড কিংবা চলচ্চিত্র-সংশ্লিষ্ট পরিবারের সদস্য। তবে তারকার মুকুট জোটে কারও কারও...
করোনার পরপরই আমির খানের মাথায় গেরে বসে অবসর ভাবনা। কিন্তু পরিবারের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন এই বলিউড সুপারস্টার। কিন্তু কপালে হাত; ২০২২ সালে তাঁর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ!...
১৯৯৭ সালে মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত ছবি ‘ইশক’। এই ছবিতে অজয় দেবগণ ও আমির খান প্রথম একসঙ্গে অভিনয় করেন। তারপর পার হয়েছে প্রায় তিন দশক। দেখা নেই তাদের। দু’জনে ভালো বন্ধুও। তারপরও পর্দায়...
ওই মহাকাশযানে চারজন মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন। এদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। তাঁরা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স,...
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.