একদিকে হারমোনিয়ামে সুরের ঝরনা, অন্যদিকে কৌতুক ছড়ানো করপোরেট জবাব—এই দুয়ে মিলে রীতিমতো ভাইরাল ‘বাবা দিবস স্পেশাল’ হয়ে উঠলেন ঢালিউডের কিং শাকিব খান ও তার দুই ছেলে আব্রাম খান জয়, শেহজাদ খান বীর।
রবিবার (১৫ জুন) রাতে বাবা দিবস উপলক্ষে ছড়িয়ে পড়ে দুটি আলাদা ভিডিও। একটিতে বড় ছেলে জয়, অন্যটিতে ছোট ছেলে বীর। ভিডিও দুটি এসেছে যথাক্রমে অপু বিশ্বাস ও শবনম বুবলীর পরিচালিত ফেসবুক পেজ থেকে।
জয়ের ভিডিওতে দেখা যায়—ছোট্ট জয় হারমোনিয়ামে বসে গান গাইছে, পাশে বসা তার বাবা শাকিব। ক্যাপশনে লেখা, ‘আমার অসাধারণ বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সেরা বাবাকে নিয়ে উদযাপন করছি।’
অন্যদিকে বীরের ভিডিওটি বেশ দুষ্টমিভরা। সেখানে দেখা যায়, শাকিব খান প্রশ্ন করছেন—‘তোমার বাবা কে?’
বীর উত্তর দেয়, ‘থালাইবা...!’
এরপর আরেকটি প্রশ্ন, ‘আমরা কোন গ্রুপের মালিক?’
বীরের জবাব, ‘এসকে গ্রুপ।’
ভিডিওর ক্যাপশন—‘যেমন বাবা, তেমন ছেলে। বাবার ভালোবাসা সবসময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকবে।’
এই দুটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লাখ লাখ মানুষ দেখেছেন এবং মন্তব্যে প্রশংসা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
অনেকে মন্তব্য করেছেন—‘শাকিব যেমন সুপারস্টার, তেমনই সুপারড্যাড।’
এদিকে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ চলচ্চিত্রটি এখনও সগৌরবে চলছে দেশের প্রেক্ষাগৃহে। এতে শাকিবের বিপরীতে আছেন সাবিলা নূর। পরিচালনা করেছেন রায়হান রাফী।