সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

মাথা ন্যাড়া করার বিষয়ে যা বললেন ‘স্ট্রেঞ্জার থিংস’ অভিনেত্রী

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম

নেটফ্লিক্স সিরিজ ‌‘স্ট্রেঞ্জার থিংস’র মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। সম্প্রতি একটি পডকাস্টে এই সিরিজে ‘ইলেভেন’ ভূমিকায় অভিনয়ের জন্য মাথা ন্যাড়া করার বিষয়ে মুখ খুলেছেন তিনি। এই রূপান্তর প্রক্রিয়া এবং সেটি তাঁর বেড়ে ওঠার ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলেছিল, সেই অভিজ্ঞতারও বর্ণনা করেন।

স্ট্রেঞ্জার থিংস’র জন্য মাথা ন্যাড়া করায় তাঁর তেমন উদ্বেগ ছিল না—এই কথা জানিয়ে মিলি বলেন, ‘আমি সত্যিই এতকিছু ভাবিনি, এবং সেটাই বলব যে পাত্তা দিইনি।’

যোগ করে তিনি বলেন, ‘আমার কোনো উদ্বেগ ছিল না, যখন তারা চুল ন্যাড়া করেছিল, তখন বিমর্ষ ছিলাম না। আমি শুধু ভেবেছিলাম, দারুণ! এখন যা করছি তা-ই!’

মিলির ভাষ্য, ন্যাড়া চেহারা বজায় রাখা তাঁর কাজেরই অংশ, কারণ চিত্রগ্রহণের জন্য তাঁকে প্রয়োজনীয় দৈর্ঘ্য বজায় রাখতে হত। তিনদিন অন্তর অন্তর চুল কামাতে হত। 

স্ট্রেঞ্জার থিংস সিরিজে মিলি। ছবি: সংগৃহীত

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম জাস্ট জ্যারেডের মতে, অবশেষে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত মাথা ন্যাড়া করার ফলে এই সম্পর্কে তাঁর অনুভূতিও বদলে যায়।

এই অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী স্মরণ করেন যে, বেশ কয়েক মাস পর তিনি ভিন্ন এক অনুভূতি অনুভব করতে শুরু করেন। বিশেষ করে তাঁর বয়স যখন ১১ কিংবা ১২ বছর। চারপাশের ছেলেরা তখন মেয়েদের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে, কিন্তু তাঁর প্রতি কেন আগ্রহ দেখাচ্ছে না—এসব ভাবতে শুরু করেন তিনি।

মিলি জানান, এই অভিজ্ঞতার ফলে তাঁর মাঝে এক ধরনের নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছিল। প্রায়শই মানুষের বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল, যা রীতিমতো নির্যাতন। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তিনি একসময় ‘উইগ’ পরা শুরু করেছিলেন।

স্ট্রেঞ্জার থিংস’র আরেকটি দৃশ্য মিলি। ছবি: সংগৃহীত

এত সংগ্রাম সত্ত্বেও, মিলি এখনও নিজের এই অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবেই দেখেন। তিনি বলেন, ‌‘সত্যি বলতে, আমি আজও অভিজ্ঞতাটি উপভোগ করছি, এবং আমি আবারও তা করব।’

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী আবারও মাথা ন্যাড়া করতে পারেন, যখন তিনি বাচ্চার মা হবেন। বাগদত্তা জ্যাক বোঙ্গিওভিকে মাঝেমধ্যেই মিলি জানিয়েছেন যে, তাঁর প্রথম সন্তান জন্মের সময় তিনি চুল কামিয়ে ফেলতে চান। 

অভিনেত্রীর মতে, মাথা ন্যাড়া করা শারীরিক পরিবর্তনের চেয়েও বেশি কিছু ছিল, কারণ তিনি এই বিষয়কে স্বাধীন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। জীবনের অন্য এক পর্যায়ে আবারও একই অভিজ্ঞতার মধ্যদিয়ে যেতে চান।

সূত্র: পিঙ্কভিলা

গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। পিকলবল খেলতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন ৫৬ বছরের এই অভিনেত্রী। তাঁর কপালে ১৩টি সেলাই লেগেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ্যশ্রীর একাধিক ছবি...
‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য। ২০০৪ সালের এপ্রিলে এক বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। এই খবরে সেসময় গোটা ভারত তোলপাড় হয়ে গিয়েছিল।...
১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ঈদের পোশাক থেকে ‘গান’ কিংবা ‘নাটক’-সর্বত্র চলছে ‘হেনা’ ট্রেন্ড; যে চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা...
দেশজুড়ে চলমান নানা ঘটনায় সবচেয়ে বড় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে নারী ও শিশুদের ওপর হওয়া সহিংসতা ও ধর্ষণ। বিশেষ করে, মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের এক শিশুর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় বিস্মিত...
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আজ শনিবার গোলটেবিল বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিন দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.