কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। সুনীল গঙ্গোপাধ্যায়ের একই শিরোনামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয় এটি। চিত্রনাট্যের প্রয়োজনে মূল কাহিনি অনুসরণ করে উপন্যাসের চরিত্র এবং তাঁদের পারিপার্শ্বিক সম্পর্কের সমীকরণ নিজের মতো করে সাজিয়ে নেন মাণিকবাবু।
মুক্তির পাঁচ দশক পেরোলেও সত্যজিতের অরণ্যের দিনরাত্রি সিনেমাটি আজও দর্শকদের আন্দোলিত করে। এবার সেই ছবিই প্রদর্শিত হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে।
সোমবার (১৯ মে) কানের স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিটে কান ক্লাসিকসে প্রদার্শিত হবে সিনেমাটি। উৎসবের বুনোইল থিয়েটারে দর্শকরা অগ্রিম টিকিট কেটে দেখতে পারবেন এটি।
সিনেমাটিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, রবি ঘোষ, শমিত ভঞ্জ, পাহাড়ি সান্যাল, শুভেন্দু চট্টোপাধ্যায়, কাবেরী বসু, সিমি গারিওয়ালদের মতো গুণী অভিনয়শিল্পীরা।
কান চলচ্চিত্র উৎসবে অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শনী উপলক্ষে সেখানে উপস্থিত থাকবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ভারতীয় ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড মেম্বার তথা পরিচালক ওয়েস আন্ডারসন।
সিনেমাটির শুটিংয়ের সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে শর্মিলা বলেন, ‘সেই সময় ওই জায়গায় (পালামৌ জঙ্গলে) ভীষণ গরম ছিল। দুপুরে শুটিং হত না। আমরা আড্ডা মারতাম। আদিবাসী গ্রামে যেতাম। খুবই মজা করেছি আমরা।’
সত্যজিৎ রায়ের সিনেমা কান উৎসব ছাড়াও বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। তবে এবারের কানের প্রদর্শনীটি একটু বিশেষই বটে। কারণ দর্শকরা এবার ‘ফোরকে রিস্টোর’ হওয়ার পর উপভোগ করবেন এটি।
সূত্র: ডয়চে ভেলে বাংলা