প্রতিদিনের শত ব্যস্ততায় মাঝে ছোটোবেলার স্মৃতি হাতড়াতেও মন চায় বৈকি! স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ভাবনাহীন, আনন্দের দিনগুলো তখন মনে পড়ে যায়। সেই মানুষগুলোর কথাও কি মনে পড়ে না যারা আপনার ‘মানুষ’ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন!
আজকের দিনটি তাঁদের জন্যই। আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। দিনটি উপলক্ষে আপনার প্রিয় শিক্ষকদের শুভেচ্ছা বার্তা পাঠাতে একদম ভুলবেন না। কখনো কখনো অনুভূতি আর কৃতজ্ঞতা প্রকাশ গাঢ় হয়ে ওঠে উপহারে।
বিশেষ এ দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনার প্রিয় শিক্ষককে দিতে পারেন এই উপহারগুলো-
বই
যার কাছ থেকে একসময় বই পড়ার উৎসাহ পেতেন, তাকেই বিশেষ দিনে বই উপহার দেওয়ার মতো আনন্দ আর কীসে হতে পারে! আজকের দিনে প্রিয় শিক্ষকের হাতে তুলে দিতে পারেন তাঁরই প্রিয় কোনো লেখকের বই। তিনি আপনার কাছে আজও কতটা গুরুত্বপূর্ণ, বইয়ের প্রথম পাতায় সেটি লিখে দিতে ভুলবেন না।
ফটো অ্যালবাম
ফেসবুক, ইনস্টাগ্রামের মতো ছবি রাখার ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে কাগুজে অ্যালবামের আবেদন ফুরিয়েছে। প্রিয় শিক্ষককে তাই এতোদিন বাদে ফটো অ্যালবাম দিয়ে চমকে দিতে পারেন। ভেতরে থাকবে স্কুল-কলেজে তাঁর সঙ্গে তোলা নিটোল আনন্দভরা দিনগুলোর স্মৃতি।
কাস্টমাইজড কলম
শিক্ষকদের ছবি মনে পড়লে অবধারিতভাবে তাদের হাতে ধরে রাখা কলমের কথাও স্মৃতিতে চলে আসে। মা–বাবার পর তাঁরাই আমাদের দিক-নির্দেশনা দিয়েছেন, ভালোমন্দ চিনতে শিখিয়েছেন। আজকের দিনে তাদের জন্য দারুণ উপহার হতে পারে কাস্টমাইজড কলমের সেট; এটি তাঁদের সব সময় মনে করাবে যে আমাদের মনে তাঁদের স্থান কত ওপরে!
গাছ আর ফুল
ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য ফুলের চেয়ে ভালো মাধ্যম কি কিছু হতে পারে! প্রিয় শিক্ষকের বাড়িতে একটা ফুলের তোড়া হাতে উপস্থিত হয়ে যান। ভেতরে থাকুক আপনার নিজ হাতে লেখা তাকে নিয়ে দুটো কথা। বৃক্ষ আর প্রকৃতিপ্রেমী হয়ে থাকলে গাছও হতে পারে তাঁর জন্য চমৎকার উপহার।
চিত্রকর্ম
শিক্ষক যদি শিল্পমনা হয়ে থাকেন, শিল্পের কদর করেন তাহলে তাঁর জন্য উপহার হিসেবে চিত্রকর্ম দেওয়া যেতে পারে। আঁকিবুকির শখ থাকলে ছবি আঁকার সরঞ্জামও দিতে পারেন।
এসবের বাইরেও প্রিয় শিক্ষককে উপহার দিতে পারেন সুগন্ধি, চকলেট, ঘড়ি, উক্তি সংবলিত মগ, ঘর সাজানোর টুকিটাকি উপকরণ। আসলে শিক্ষকের সঙ্গে আপনার সম্পর্ক কেমন সেটির ওপর ভিত্তি করেই উপহার নির্ধারণ করতে হবে। চাইলে প্রিয় শিক্ষকের সঙ্গে কোথাও খেতে যেতে পারেন।