সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে বড় নীল হীরা, দাম কত?

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম

বিশ্বের সবচেয়ে বড় ‘ফ্যান্সি ভিভিড ব্লু’ হীরাটি আগামী ১৪ মে নিলামে উঠতে যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস এই আয়োজন করছে। ২৩.২৪ ক্যারেট ওজনের হীরাটির দাম উঠতে পারে ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫০ কোটি টাকা।

‘গোলকোণ্ডা ব্লু’ নামে পরিচিত হীরাটি শুধু তার উজ্জ্বল নীল রঙের জন্যই বিখ্যাত নয়। হীরাটির রয়েছে শত বছরের পুরোনো এক রাজকীয় ইতিহাস। একসময় এটি ছিল ভারতের ইন্দোরের মহারাজা ইয়েশবন্ত রাও হোলকারের গহনার সংগ্রহে।

দ্য গোলকোণ্ডা ব্লু হীরা মে মাসে ক্রিস্টিস নিলামে তুলবে। ছবি: রয়টার্স

জানা যায়, ১৯২৩ সালে প্যারিসের নামকরা গহনার ব্র্যান্ড চৌমের মাধ্যমে হীরাটি প্রথম বসানো হয় একটি ব্রেসলেটে। দশক ঘুরতেই এটি নতুন রূপ পায়। বসানো হয় একটি নেকলেসে, যা মহারাজার রানি’র জন্য তৈরি করেছিল মাবুসাঁ। সেই সময় ভারতীয় রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন ও গহনার প্রতি ভালোবাসার এক উদাহরণ ছিল এই হীরা।

ভারতের স্বাধীনতার সময়, ১৯৪৭ সালে হীরাটি পৌঁছায় মার্কিন কিংবদন্তি জুয়েলার হ্যারি উইনস্টনের হাতে। পরে তিনি এটিকে একটি ব্রোচ হিসেবে বিক্রি করেন বরোদার মহারাজার কাছে। দীর্ঘদিন বিভিন্ন ব্যক্তিগত সংগ্রহে থাকার পর এখন আবার এটি জনসম্মুখে আসছে। এবার হীরাটি বসানো হয়েছে বিশ্ববিখ্যাত গহনাশিল্পী জেএআর এর তৈরি একটি রিংয়ে। নিলামে এটি ‘বিলাসবহুল রত্ন’ বিভাগের প্রধান আকর্ষণ হিসেবে রাখা হবে।

ক্রিস্টিসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হীরাটির রঙ, কাটা ও গঠন একেবারে নিখুঁত। রাজকীয় ঐতিহ্যের অংশ হওয়ায় এর মূল্য শুধু অর্থমূল্যেই সীমাবদ্ধ নয়, এটি ইতিহাস ও সাংস্কৃতিক ঐশ্বর্যেরও প্রতীক।’ 

বিশেষজ্ঞদের মতে, এত বড় ও উজ্জ্বল ‘নীল হীরা’ বাজারে আসা বিরল ঘটনা। নিলামে এর দাম উঠতে পারে ২০ থেকে ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত।

সম্প্রতি বিশ্বব্যাপী প্রাচীন ও রাজকীয় গহনার প্রতি সংগ্রাহকদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের রাজপরিবারের ঐতিহ্যবাহী গহনাগুলো আন্তর্জাতিক বাজারে ব্যাপক মূল্য পাচ্ছে। ইতিহাস ও রাজকীয়তার ছোঁয়া যুক্ত হওয়ায় এসব রত্নের প্রতি ক্রেতাদের আকর্ষণ অন্য রকম।

১৪ মে নিলামে উঠবে এই গোলকোণ্ডা ব্লু হীরা। তাই তো ইতিহাসপ্রেমী ও সংগ্রাহকদের নজর এখন জেনেভার দিকে।
তথ্যসূত্র: ক্রিস্টিস, সিএনএস, ইন্ডিয়া টুডে, দ্য ন্যাশনাল নিউজ

জাপানের প্রাচীন শহর কিয়োতোর তো-জি মন্দিরের শান্ত বাগানজুড়ে এক অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিলেন সোনম কাপুর। আর গায়ে ডিওরের প্রি-ফল ২০২৫ কালেকশন। ডিজাইনার মারিয়া গ্রাজিয়া কিউরির হাতে তৈরি এই কালেকশন যেন...
বিশ্বজুড়ে পর্যটনের ভিড় আবার বাড়ছে। তবে বাড়ছে কিছু নতুন ধরনের সমস্যাও। অনেক দেশেই স্থানীয় সংস্কৃতি ও সামাজিক শালীনতা বজায় রাখতে এখন পর্যটকদের জন্য পোশাকবিধিতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যেখানে একসময়...
ত্বকের যত্নে এখন সবচেয়ে বেশি আলোচনায় রেটিনল। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে ডার্মাটোলজিস্টরাও রেটিনলকে বলছেন স্কিনকেয়ারের ‘হলি গ্রেইল’। তবে এটি ব্যবহার শুরু করলেই কি ত্বক ঝলমলে...
ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনে হাজির হয়ে আবারও ফ্যাশন মহলে নিজের উপস্থিতি জানান দিলেন নীতা আম্বানি। জিও ওয়ার্ল্ড প্লাজায় আয়োজিত এই অভিজাত আয়োজনে তিনি এসেছিলেন কালো...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.